কেন্দ্রীয় সরকারের তরফ থেকে মাধ্যামিক পাশে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে । শুধু মাত্র মাধ্যামিক পাশে আবেদন করতে পারবেন। সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট ও মাল্টি টাস্কিং স্টাফ পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে । ভারতের যেকোনো চাকরি প্রার্থী তথা পশ্চিমবঙ্গের সমস্ত চাকরি প্রার্থী এখানে আবেদন করতে পারবেন।
আবেদন শুরুঃ ৫ই নভেম্বর ২০২২ থেকে।
আবেদন শেষঃ ২৫ শে নভেম্বর ২০২২।
১)পদের নামঃ সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট।
শূন্যপদঃ ১৫২১ টি।
বয়সঃ ২৭ বছরের মধ্যে বয়স হতে হবে। ২৫ শে নভেম্বর ২০২২ এর মধ্যে বয়স টি হিসাব করতে হবে।
বেতনঃ পে লেভেল ৩ অনুযায়ী প্রতিমাসে বেতন ২১৭০০/- টাকা থেকে ৬৯১০০/- টাকা পর্যন্ত ।
শিক্ষাগত যোগ্যতাঃ অবশ্যই প্রার্থীর মাধ্যমিক পাশ থাকতে হবে । এছারাও স্থানীয় ভাষায় কথা বলার দক্ষতা থাকতে হবে । এছারাও কাজের অভিজ্ঞতা থাকতে হবে ।
২)পদের নামঃ মাল্টি টাস্কিং স্টাফ ।
শূন্যপদঃ ১৫০ টি।
বয়সঃ ১৮ থেকে ২৫ বছরের মধ্যে বয়স হতে হবে। ২৫ শে নভেম্বর ২০২২ এর মধ্যে বয়স টি হিসাব করতে হবে।
বেতনঃ পে লেভেল ৩ অনুযায়ী প্রতিমাসে বেতন ১৮০০০/- টাকা থেকে ৫৬৯০০/- টাকা পর্যন্ত ।
শিক্ষাগত যোগ্যতাঃ অবশ্যই প্রার্থীর মাধ্যমিক পাশ থাকতে হবে । এছারাও স্থানীয় ভাষায় কথা বলার দক্ষতা থাকতে হবে । এছারাও কাজের অভিজ্ঞতা থাকতে হবে ।
নিয়োগ পদ্ধতিঃ টায়ার ১ ও টায়ার ২ পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হবে ।
আবেদন পদ্ধতি : শুধুমাত্র অনলাইন এর মাধ্যমে আবেদন করতে পারবেন ।এই www.mha.gov.in অথবা www.nsv.gov.in ওয়েবসাইটে গিয়ে নাম রেজিস্ট্রেশান করাতে হবে।রেজিস্ট্রেশান করার জন্য প্রার্থীর ই মেইল আইডি, মোবাইল নম্বর প্রয়োজন পরবে।
আবেদন ফিঃ UR/OBC প্রার্থীদের জন্য ৫০০/- টাকা আবেদন ফি এবং ST/SC এবং মহিলা প্রার্থীদের জন্য ৫০/- টাকা আবেদন ফি ধার্য করা হয়েছে ।
রাজ্যে শূন্যপদ বিভাজনঃ সাবসিডিয়ারি ইন্টেলিজেন্স ব্যুরো কলকাতা SA/Ex-৯২ টি MTS-৫ টি Siliguri MTS-১ টি ।
আরো বিস্তারিত জানতে অবশ্যই নীচের লিংক এ ক্লিক করে PDF টি ডাউনলোড করুন।
গুরুত্বপূর্ণ লিঙ্ক
অফিসিয়াল বিজ্ঞপ্তি :–Click Here
অফিসিয়াল ওয়েবসাইট :-Click Here
Join Telegram :– Click Here