বর্ডার রোড অর্গানাইজেশন এর তরফে মাধ্যামিক পাশে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ। যেকোনো ভারতীয় চাকরি প্রার্থী তথা পশ্চিমবঙ্গের সমস্ত চাকরি প্রার্থী এখানে আবেদন করতে পারবেন। কীভাবে আবেদন করবেন, শিক্ষাগত যোগ্যতা ,বেতন তথা নানান বিস্তারিত তথ্য জানুন এই প্রতিবেদনে ।
কেন্দ্রীয় সরকারের তরফে মাধ্যামিক পাশে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ । 10th Pass Recruitment
বিজ্ঞপ্তি নাম্বার– 04/2022
পদের নাম- রেডিও মেকানিক ,অপারেটর কমিউনিকেশন ,ড্রাইভার মেকানিক্যাল ট্রান্সপোর্ট ,ভেহিকল মেকানিক ,MSW দ্রিলার ম্যান ,ম্যাসন ,পেইন্টার, মেস ওয়েটার।
শিক্ষাগত যোগ্যতা- প্রার্থীকে অবশ্যই মাধ্যামিক পাশ করা থাকতে হবে,এছারাও ITI পাশ করা থাকলে আবেদন করতে পারবেন।
বয়স- প্রার্থীর বয়স ১৮ থেকে ২৭ বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা অর্থাৎ ST/SC প্রার্থীরা ৫ বছরের এবং OBC প্রার্থীরা ৩ বছরের ছাড় পাবেন।
মোট শূন্যপদ- ৫৬৭ টি।
আবেদন পদ্ধতিঃ সম্পূর্ণ অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। নীচের দেওয়া লিঙ্ক এ ক্লিক করে অথবা এ গিয়ে আবেদন পত্র সঠিক ভাবে ডাউনলোড করে প্রিন্ট করে নিতে হবে। তার পর আবেদন পত্রটি সঠিক ভাবে ফিল আপ করে ,প্রয়োজনীয় ডকুমেন্টস যুক্ত করে একটি মুখ বন্ধ খামে পুরে রেজিস্টার পোস্টের মাধ্যমে নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দিতে হবে ।
সমস্ত ডকুমেন্টস এর উপর প্রার্থীর নিজের স্বাক্ষর বাধ্যতামূলক।
আবেদন শেষ-বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ থেকে ৪৫ দিনের মধ্যে আবেদন করতে পারবেন।
আবেদন পত্র পাঠানোর ঠিকানা –
Commandant , BRO School & Centre ,Dighi Camp , Pune – 411015
আবেদন ফি- GEN/OBC/EWS/Ex-serviceman প্রার্থীদের জন্য ৫০ টাকা । এবং SC/ST/PWD প্রার্থীদের ক্ষেত্রে কোন আবেদন ফি লাগবে না। আবেদন ফি অনলাইন এর মাধ্যমে জমা দিতে হবে।
নিয়োগ পদ্ধতিঃ প্রার্থীদের নিয়োগ করা হবে লিখিত পরীক্ষা, ফিজিক্যাল ফিটনেস টেস্ট, ট্রেড টেস্ট এর মাধ্যমে নিয়োগ করা হবে।
আরও বিস্তারিত জানতে অবশ্যই নীচে দেওয়া লিঙ্ক এ ক্লিক করে নোটিফিকেশন টি ডাউনলোড করুন ।
গুরুত্বপূর্ণ লিঙ্ক
অফিসিয়াল বিজ্ঞপ্তি :-Click Here
অফিসিয়াল ওয়েবসাইট :-Click Here
The very next time I read a blog, I hope that it wont disappoint me as much as this one. I mean, Yes, it was my choice to read through, however I genuinely believed you would have something interesting to talk about. All I hear is a bunch of crying about something you could fix if you werent too busy searching for attention.