মাধ্যমিক পাশে বন গবেষণা দপ্তরে ক্লার্ক ,ফরেস্ট গার্ড ,মাল্টি টাস্কিং স্টাফ পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ।সারা ভারত তথা পশ্চিম বঙ্গের সমস্ত চাকরি প্রার্থী এখানে আবেদন করতে পারবেন কীভাবে আবেদন করবেন কি কি যোগ্যতা লাগবে, বয়স ,বেতন সম্পর্কিত নানা বিস্তারিত তথ্য রইল এই প্রতিবেদনে .
মাধ্যমিক পাশে বন গবেষণা ইনস্টিটিউট এ কর্মী নিয়োগ।10th Pass Job
বিজ্ঞপ্তি নাম্বার-1/FRI/GC/2022
আবেদন শুরু- ২০ ই ডিসেম্বর ২০২২ থেকে।
আবেদনের শেষ তারিখ-১৯ শে জানুয়ারী ২০২৩ পর্যন্ত।
১)পদের নাম- লোয়ার ডিভিশন ক্লার্ক।
মোট শূন্যপদ- ৫ টি।
শিক্ষাগত যোগ্যতা – প্রার্থীর উচ্চ মাধ্যামিক পাশ করা থাকতে হবে এছারাও কম্পিউটার এ কাজ করার অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারবেন।
বয়স- চাকরি প্রার্থীর বয়স ১৮ থেকে ২৭ বছরের মধ্যে হতে হবে।
বেতন- পে লেভেল ২ অনুযায়ী বেতন দেওয়া হবে ।
২)পদের নাম- ফরেস্ট গার্ড।
মোট শূন্যপদ- ২ টি।
শিক্ষাগত যোগ্যতা- উচ্চ মাধ্যমিক পাশ করা থাকলে আবেদন করতে পারবেন।
বয়স- চাকরি প্রার্থীর বয়স ১৮ থেকে ২৭ বছরের মধ্যে হতে হবে।
বেতন- পে লেভেল ২ অনুযায়ী বেতন দেওয়া হবে ।
৩)পদের নাম- স্টোর গ্রেড-২
মোট শূন্যপদ- ১ টি
শিক্ষাগত যোগ্যতা – উচ্চ মাধ্যমিক পাশ করা থাকলে আবেদন করতে পারবেন।
বয়স- চাকরি প্রার্থীর বয়স ১৮ থেকে ২৭ বছরের মধ্যে হতে হবে।
বেতন- পে লেভেল ২ অনুযায়ী বেতন দেওয়া হবে ।
পদের নাম- স্টোর কিপার।
মোট শূন্যপদ- ২ টি
শিক্ষাগত যোগ্যতা – উচ্চ মাধ্যমিক পাশ করা থাকলে আবেদন করতে পারবেন।
বয়স – প্রার্থীর বয়স ১৮ বছরের বেশী হলে আবেদন করতে পারবেন।
বেতন- পে লেভেল ৩ অনুযায়ী বেতন দেওয়া হবে।
পদের নাম- ড্রাইভার অর্ডিনারি গ্রেড।
শূন্যপদ- ৪ টি
শিক্ষাগত যোগ্যতা- মাধ্যামিক পাশ করা থাকতে হবে এবং ড্রাইভিং লাইসেন্স করা থাকতে হবে ।
বয়স- প্রার্থীর বয়স ১৮ থেকে ২৭ বছরের মধ্যে হতে হবে।
বেতন- পে লেভেল ২ অনুযায়ী বেতন দেওয়া হবে।
পদের নাম – মাল্টি টাস্কিং স্টাফ।
শূন্যপদ – ২২ টি
শিক্ষাগত যোগ্যতা- মাধ্যামিক পাশ করা থাকতে হবে এছারাও এই ফিল্ডে কাজ করার ৩ বছরের অভিজ্ঞতা থাকে হবে তাহলে আবেদন করতে পারবেন ।
বয়স- প্রার্থীর বয়স ১৮ থেকে ২৭ বছরের মধ্যে হতে হবে।
বেতন- পে লেভেল ২ অনুযায়ী বেতন দেওয়া হবে।
আবেদন পদ্ধতি- আবেদনকারী দের সম্পূর্ণ অন লাইনের মাধ্যমে আবেদন করতে হবে । www.fri.icfre.gov.in এই ওয়েবসাইট এ গিয়ে নাম রেজিস্ট্রেশান করতে হবে । এরপর নীচে দেওয়া লিঙ্ক এ ক্লিক করে আবেদন পত্র ডাউনলোড করে সঠিক ভাবে পূরণ করে ,আবেদন ফি সহ সমস্থ ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করতে হবে।
আবেদন ফি – GEN/OBC/EWS প্রার্থীদের আবেদন ফি ৭০০/- টাকা
ST/SC প্রার্থীদের জন্য ৩০০/- টাকা ।
আবেদন ফি নেট বাঙ্কিং ,ক্রেডিট কার্ড , ডেবিট কার্ড এর মাধ্যমে দেওয়া যাবে।
নিয়োগ পদ্ধতি- প্রার্থীদের লিখিত পরীক্ষা, স্কিল টেস্ট, ডকুমেন্টস ভেরিফিকেশন এর মাধ্যমে নিয়োগ করা হবে।
আরও বিস্তারিত জানতে অবশ্যই নীচে দেওয়া লিঙ্ক এ ক্লিক করে নোটিফিকেশন টি ডাউনলোড করুন ।
গুরুত্বপূর্ণ লিঙ্ক
অফিসিয়াল বিজ্ঞপ্তি :-Click Here
অফিসিয়াল ওয়েবসাইট :-Click Here