কোচিন শিপইয়ার্ড লিমিটেড এ কর্মী নিয়োগ।মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাশে বিনামূল্যে প্রশিক্ষণ এর মাধ্যমে কর্মী নিয়োগ। সমগ্র ভারতীয় চাকরি প্রার্থী তথা পশ্চিমবঙ্গের সমস্ত জেলার চাকরি প্রার্থীরা আবেদন করতে পারবেন।এখানে আবেদন কিভাবে করবেন ,যোগ্যতা সম্পর্কে তথ্য জানুন বিস্তারিত।
বিজ্ঞপ্তি নম্বর : P&A/6(140)/21
আবেদন শুরু :১২ ই অক্টোবর ২০২২ থেকে
আবেদন শেষ :২৬ শে অক্টোবর ২০২২ পর্যন্ত।
পদের নাম : আই টি আই ট্রেড এপ্রেন্টিস
মোট শূন্যপদ :৩৪৮ টি।
শিক্ষাগত যোগ্যতা : মাধ্যমিক পাশ থাকতে হবে এবং সংশ্লিষ্ট ট্রেডে আই টি আই কোর্স করা থাকলে আবেদন করতে পারবেন।
স্টাইপেন্ড : প্রতিমাসে ৮০০০/- টাকা।
বয়স : প্রার্থীর বয়স ১৮ বছরের মধ্যে হতে হবে। বয়স হিসাব করতে হবে ২৬ অক্টোবর ২০২২ তারিখ অনুযায়ী।
প্রশিক্ষণের সময়সীমাঃ ১ বছর।
যে সমস্ত ট্রেডে নিয়োগ করা হবে
ইলেট্রিশিয়ান, ফিটার ,ওয়েল্ডলার ,মেকানিস্ট ,প্রিন্টার সোহো বিভিন্ন পোস্ট এ প্রশিক্ষণের মাধ্যমে নিয়োগ করা হবে।
পদের নাম : টেকনিক্যাল এপ্রেন্টিস (ভোকেশনাল)
শূন্যপদ : ৮ টি
শিক্ষাগত যোগ্যতা :ভোকেশনাল বিষয় উচ্চ মাধ্যমিক পাশ করা থাকলে আবেদন করতে পারবেন।
স্টাইপেন্ড : প্রতিমাসে ৯০০০/- টাকা।
বয়স : প্রার্থীর বয়স ১৮ বছরের মধ্যে হতে হবে। বয়স হিসাব করতে হবে ২৬ অক্টোবর ২০২২ তারিখ অনুযায়ী।
প্রশিক্ষণের সময়সীমাঃ ১ বছর।
যে সমস্ত ট্রেডে নিয়োগ করা হবে
একাউন্টিং এন্ড ট্যাক্সেশন ,বেসিক নার্সিং এন্ড পালিয়াটিভ কেয়ার ,কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট ,ইলেকট্রিকাল এন্ড ইলেকট্রনিক টেকনোলজি ,ফুড এন্ড রেস্ট্রুরেন্ট ম্যানেজমেন্ট।
আবেদন পদ্ধতি : সম্পূর্ণ অনলাইন এর মাধ্যমে আবেদন করতে হবে। www.cochnshipyard.in website এ গিয়ে অথবা নিচের লিংক এ ক্লিক করে অফিসিয়াল ওয়েবসাইট এ গিয়ে সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস আপলোড করে রেজিস্ট্রেশন করতে হবে।
নিয়োগ পদ্ধতি : শর্ট লিস্ট প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে নম্বর এর শতাংশতার ভিত্তিতে ডকুমেন্টস ভেরিফিকেশন করার জন্য ডাকা হবে।
গুরুত্বপূর্ণ লিঙ্ক
অফিসিয়াল বিজ্ঞপ্তি :–Click Here
অফিসিয়াল ওয়েবসাইট :–Click Here
ফর্মফিলাপ ওয়েবসাইট : Click Here