Online Tathya: Best Digital Marketing Training Agency & Institute in Kolkata, West Bengal

মাধ্যামিক পাশে কলকাতা কর্পোরেশনে কর্মী নিয়োগ

পদের নাম : Honorary Health Worker(HHW)
বিঞ্জপ্তি নম্বর : H/L/153/2022-23
বিঞ্জপ্তি প্রকাশের তারিখ :  ২৫ অগাস্ট ২০২২
মোট শূন্যপদ : ১২৭ টি।

 

মাধ্যামিক পাশে কলকাতা কর্পোরেশনে কর্মী নিয়োগ

কলকাতা কর্পোরেশনে কর্মী নিয়োগ : চাকরি প্রার্থী দের জন্য বিরাট এক সুখবর। কলকাতা মিউনিসিপাল কর্পোরেশনে কর্মী নিয়োগ চলছে । শুধুমাত্র মাধ্যামিক পাশ যোগ্যতায়ে এখানে আবেদন করতে পারবেন। কিভাবে আবেদন করবেন ,বেতন সহ নানা তথ্য নিয়ে নীচে বিস্তারিত আলোচনা করা হল।

OnlineTathya : West Bengal’s Job News Portal

বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন 

শিক্ষাগত যোগ্যতা 

  • শুধুমাত্র মাধ্যামিক পাস যোগ্যতায়ে আবেদন করতে পারবেন।
  • এছারাও আবেদনকারীর সোশ্যাল সার্ভিসের উপর অভিজ্ঞতা/মোটিভেসান থাকতে হবে।

বয়সসীমা

  • ৩০ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে, বয়স হিসাব করতে হবে ১ই জানুয়ারী ২০২২ অনুযায়ী।

এছারাও SC/ST/OBC(A/B) প্রার্থীরা  ২২ বছর থেকে ৪০ বছরের মধ্যে আবেদন করতে পারবেন।

বেতন

  • প্রতিমাসে ৪৫০০ টাকা বেতন দেওয়া হবে।
  • এই পদটির জন্য শুধুমাত্র Married/Divorced/Widow মহিলারাই আবেদন করতে পারবেন।

আবেদন পদ্ধতি 

  • আবেদন পত্র ডাউনলোড করে প্রিন্ট করে তা সম্পূর্ণ সঠিক তথ্য দিয়ে ফিলাপ করতে হবে ।
  • আবেদন পত্র ডাউনলোড করতে হবে Kolkata Municipal Corporation এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে। (ওয়েবসাইট এর লিঙ্ক নীচে দেওয়া হল)

প্রয়োজনীয় ডকুমেন্টস

১)মাধ্যমিকের অ্যাডমিট কার্ড এর জেরক্স।

২) আধার কার্ড/ ভোটার কার্ড/ রেশন কার্ড এর জেরক্স ।

৩) মাধ্যামিকের মার্কশিট এর জেরক্স ।

৪) Cast Certificate এর জেরক্স ।

এই সমস্ত ডকুমেন্টস এর জেরক্স কপির উপর প্রার্থীর স্বাক্ষর বাধ্যতামূলক ।

আবেদন পত্র জমা দেবার ঠিকানা

To

The Municipal Commissioner

Kolkata Municipal Corporation

5, S.N Benarjee Road,

Kolkata-700013

আবেদন পত্রটি ফিলাপ করার পর তার সাথে যাবতীয় ডকুমেন্টস যুক্ত করে একটি খামের মধ্যে পুরে উপরের ঠিকানায়ে গিয়ে জমা দিতে হবে।

CMO Building ,2nd Floor,254 no Room এর সামনে একটি ড্রপ বক্স থাকবে সেখানে জমা দিতে হবে।

Normal Post/ Speed Post/ Courier এর মাধ্যমে আবেদন করলে আপনার আবেদনটি গ্রহনযোগ্য হবে না।

গুরুত্বপূর্ন তারিখ
আবেদন শুরু হচ্ছে : ২৫  অগাস্ট ২০২২ থেকে।

আবেদনের শেষ তারিখ : ১৫ ই সেপ্টেম্বর ২০২২ পর্যন্ত ।

 

গুরুত্বপূর্ণ লিঙ্ক 

অফিসিয়াল বিজ্ঞপ্তি  :- Click Here
অফিসিয়াল ওয়েবসাইট :- Click Here
Join Telegram Click Here

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top