Online Tathya: Best Digital Marketing Training Agency & Institute in Kolkata, West Bengal

Kolkata Metro Rail Job Vacancy 2022

কলকাতা মেট্রো রেলে ম্যানেজার পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ। কিভাবে আবেদন করবেন ,শিক্ষাগত যোগ্যতা সহ বিস্তারিত তথ্য দেওয়া রইলো আপনাদের জন্য এই প্রতিবেদনে।পশ্চিমবঙ্গের সমস্ত জেলার চাকরি প্রার্থী এখানে আবেদন করতে পারবেন।

 

বিজ্ঞপ্তি নম্বর: KMRCL/GM/Admin/Vacancy-Notice of AGM/Civil/Deputation/2022

আবেদনের শেষ তারিখ : ১৫ ই সেপ্টেম্বর ২০২২ এর আগে আবেদন পত্র জমা করতে হবে।

পদের নাম :আডিশনাল জেনারেল ম্যানেজার (Civil)।

যোগ্যতা : প্রার্থীর অবশ্যই ২০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।তার মধ্যে ১৫ বছর ফিল্ড প্রজেক্ট এ কাজ করা থাকতে হবে। 

বয়স : প্রার্থীর বয়স হতে হবে ৫৫ বছরের মধ্যে ,বয়স ধরতে হবে ১ই  জুন ২০২২ অনুযায়ী। 

বেতন : পে লেভেল ১৩ অনুযায়ী প্রতিমাসে বেতন দেওয়া হবে। 

আবেদন পদ্ধতি: অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। প্রার্থীর একটি Bio Data বা ফর্ম  তৈরী করতে হবে। তার মধ্যে থাকবে নিজের নাম,বাবার নাম ,জন্ম তারিখ ,ঠিকানা ,শিক্ষাগত যোগ্যতা,ইমেইল আইডি ,মোবাইল নাম্বার ও পাসপোর্ট সাইজ এর ছবি )সমস্ত ডকুমেন্ট ওই Bio Data বা ফর্ম  এর সাথে যুক্ত করে একটি মুখ বন্ধ খামে ভরে পাঠিয়ে দিতে হবে এবং মুখ বন্ধ খামের উপর লিখতে হবে –

APPLICATION FOR THE POST OF _______________(পদের নাম)।

আবেদন পত্র জমা দিতে হবে এই ঠিকানাতে : 

Managing Director ,Kolkata Metro Rail Corporation Limited,KMRCL Bhavan,HRBC Office Compound,Munshi Premchand Sarani,

Kolkata-700021

 

নিয়োগ করা হবে : কলকাতা ইস্ট ওয়েস্ট মেট্রো করিডোর প্রজেক্টে। 

গুরুত্বপূর্ণ লিঙ্ক 

অফিসিয়াল বিজ্ঞপ্তি  :-Click Here

অফিসিয়াল ওয়েবসাইট :-Click Here

Join TelegramClick Here

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top