পৌরসভায় কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ। জানুন বিস্তারিত।Kolkata Corporation Recruitment

বিষয়বস্তু এক নজরে

রাজ্যে আবারো এক কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। কলকাতা পৌরসভার বিভিন্ন পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয় প্রায়শই। সেরকম ই আরেকটি বিজ্ঞপ্তি প্রকাশিত হলো আজ। আমরা এই বিজ্ঞপ্তির মাধ্যমে জানতে চলেছি কোন পদে কর্মী নিয়োগ হবে, কিভাবে আবেদন করবেন।এছাড়াও এই পদটিতে আবেদন করার জন্য পশ্চিমবঙ্গের ২৩ টি জেলা থেকে যেকোনো চাকরি প্রার্থী আবেদন করতে পারবেন। সমস্ত বিস্তারিত তথ্য জানার জন্য জন্য অবশ্যই বিজ্ঞপ্তি তা পুরোটা পড়ুন।পৌরসভায় কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ। জানুন বিস্তারিত।Kolkata Corporation Recruitment

20230823 205408
বিজ্ঞপ্তি নম্বর – 06-/kolkata city NUHM society
পদের নাম- একাউন্টেন্ট। 
শূন্যপদ- ১৭ টি (UR- ৯, SC- ৪, ST- ১ , OBC- ৩)টি। 
যোগ্যতা- এই পদে আবেদনের জন্য প্রার্থীদের অবশ্যই কমার্স বিভাগ নিয়ে স্নাতক ডিগ্রী অর্জন করতে হবে। এছাড়া কোন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কম্পিউটার অ্যাপ্লিকেশন বিষয়ে ডিপ্লোমা করা থাকলে অথবা সংশ্লিষ্ট সার্টিফিকেট থাকলে আবেদন করতে পারবেন । কারিগরি শিক্ষার অভিজ্ঞতা হিসাবে আবেদনকারীদের মাইক্রোসফট অফিস প্যাকেজ এবং ট্যালি সফটওয়্যারে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন- ২৬,০০০/- টাকা প্রতি মাসে ।
বয়স- ১ লা জানুয়ারি ২০২৩ তারিখ অনুযায়ী আবেদনকারীর বয়স হতে হবে ৪০ বছরের মধ্যে।এছাড়া সংরক্ষিত শ্রেণীর চাকরিপ্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।
আবেদন পদ্ধতি- প্রার্থীদের অফলাইনের মাধ্যমে নিজেদের আবেদন জমা করতে হবে। একটি মুখবন্ধ খামে নিজের বায়োডাটা, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, বয়সের প্রমাণপত্র, নাগরিক পরিচয় পত্র ইত্যাদি গুরুত্বপূর্ণ নথিপত্রগুলি একত্রিত করে সংশ্লিষ্ট দপ্তরের নির্দিষ্ট ড্রপবক্সে জমা করতে হবে।
আবেদনপত্র কোথায় জমা দেবেন –
Chief Municipal Health Officer/Secretary,
Kolkata City NUHM Society,
CMO Bldg, 5, S.N. Banerjee Road,
Kolkata — 700013
নিয়োগ পদ্ধতি- একাডেমিক কোয়ালিফিকেশন, কম্পিউটার টেস্ট এবং ইন্টারভিউর মাধ্যমে যোগ্য প্রার্থীদের বাছাই করে নিয়োগ করা হবে।
আবেদনের শুরু – আবেদন শুরু হবে আগামী ১ সেপ্টেম্বর ২০২৩ তারিখ থেকে।
আবেদন শেষ- আবেদন চলবে আগামী ৯ সেপ্টেম্বর ২০২৩ তারিখ পর্যন্ত।

আবেদন পত্র জমা দেবার সময় – সোম থেকে শুক্রবারের মধ্যে সকাল ১১টা থেকে বিকেল ৪টে পর্যন্ত এবং শনিবার দুপুর ২টা পর্যন্ত।

corporation recruitment

অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করুন – ক্লিক করুন 

অফিসিয়াল ওয়েবসাইট – ক্লিক করুন 

 

Canva Official Website Link: Click

জেল পুলিশ নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখুন

কিভাবে ফেইসবুক মার্কেটিং শুরু করবেন- জানুন 

সোশ্যাল মিডিয়া বিজ্ঞাপন কীভাবে কাজে লাগাবেন- জানুন 

ডিজিটাল মার্কেটিং কি? – CLICK NOW

কেন করবো ডিজিটাল মার্কেটিং? CLICK NOW

Join Telegram  :-Click Here

 

1 thought on “পৌরসভায় কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ। জানুন বিস্তারিত।Kolkata Corporation Recruitment”

Leave a Comment