ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি খড়্গপুর এ ট্রেনিং করিয়ে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ। ভারতের তথা পশ্চিমবঙ্গের সমস্ত চাকরি প্রার্থী আবেদন করতে পারবেন এই ট্রেনিং করার জন্য। কিভাবে আবেদন করবেন , কি কি যোগ্যতা লাগছে এই সম্পর্খীত যাবতীয় তথ্য জানুন এই প্রতিবেদনে।
বিজ্ঞপ্তি নম্বর : R/16/2022
আবেদন শুরু : ৭ ই অক্টোবর ২০২২।
আবেদন শেষ : ২৮ শে অক্টোবর ২০২২।
পদের নাম : প্রফেশনাল ট্রেনি
শিক্ষাগত যোগ্যতা : যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে C A ,COST ACCOUNTANT এ স্নাতক পাস করে থাকলে আবেদন করতে পারবেন।
শুন্যপদ: ১০ টি
বয়স : ২৫ বছরের মধ্যে বয়স হতে হবে (বয়স ধরতে হবে ৩১ জুলাই ২০২২ এর মধ্যে )
স্টাইপেন্ড : প্রতিমাসে ২০০০০ টাকা।
সময়কালঃ প্রশিক্ষণের সময়সীমা ১২ মাস।
আবেদন পদ্ধতি :অনলাইন এর মাধ্যমে আবেদন করতে হবে। নিচে দেওয়া লিংক এ ক্লিক করে সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস এবং সম্প্রতি তোলা পাসপোর্ট সাইজও এর ফটোকপি স্ক্যান করে আপলোড করতে হবে।
আবেদন ফি : UR/EWS প্রার্থীদের জন্য ৫০০ টাকা এবং SC/ST/PWD/Woman প্রার্থীদের ক্ষেত্রে ২৫০/- টাকা ধার্য করা হয়েছে।