Jalpaiguri Central Co-Operative Bank Recruitment 2021

এইট পাশে রাজ্যের সমবায় ব্যাঙ্কে গ্রুপ-ডি পদে স্থায়ী কর্মী নিয়োগ হচ্ছে, অনলাইনে আবেদন করুন


WB New Govt Job: রাজ্যের সমবায় ব্যাংকে নতুন গ্রুপ-ডি কর্মী নিয়োগের বিঞ্জপ্তি প্রকাশ হয়েছে ৷ যেখানে অষ্টম শ্রেণি পাশে স্থায়ী কর্মী নিয়োগ করা হবে ৷ যে কোনো ভারতীয় নাগরিক আবেদন যোগ্য ৷ অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকনো জেলার পার্থীরা এই পদে আবেদন করতে পারবেন ৷ নিয়োগ করা হবে জলপাইগুড়ি সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাংকে ৷ Jalpaiguri Central Co-Operative Bank Recruitment 2021.


বিঞ্জপ্তি নম্বর :- 01/2021

বিঞ্জপ্তি প্রকাশের তারিখ :- 14/01/2021

আবেদনের শেষ তারিখ :- 03/02/2021

মোট শূন্যপদ :- 12  টি ৷



পদের নাম :- সাব-স্টাফ (Group-D)


মোট শূন্যপদ :- 12 টি ৷


শিক্ষাগত যোগ্যতা :- পার্থীকে অষ্টম শ্রেণি পাশ হতে হবে ৷ উচ্চতর শিক্ষাগত যোগ্যতা থাকলেও আবেদনযোগ্য ৷ যেকনো ব্যাংকে কাজের অভিঞ্জতা থাকলে অগ্রাধিকার পাবেন ৷


আরও পড়ুন :- Indigo Company New Job Vacancy 2021 ]


বয়সসীমা :- আবেদনকারীর বয়স হতে হবে 18 থেকে 40 বছর মধ্যে ৷ বয়স হিসাব করতে হবে 01/01/2021 তারিখের হিসাবে ৷ সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণির পার্থীরা সর্বোচ্চ বয়স সীমায় ছাড় পাবেন ৷


বেতন :- প্রতিমাসে বেতন দেওয়া হবে 18,689/- টাকা ৷ 


আবেদন পদ্ধতি :- আবেদনকারীকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে ৷ www.jalpaiguriccb.com ওয়েবসাইটে গিয়ে আবেদন করা যাবে ৷ অনলাইনে আবেদন করারা জন্য একটি বৈধ্য ইমেইল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে ৷ অনলাইনে আবেদন করার শেষ তারিখ 3 ফেব্রুয়ারি, 2021.


আরও পড়ুন :- মাধ্যমিক পাশে কলকাতা হাইর্কোটে চাকরির সুযোগ ]


আবেদন ফি :- আবেদন ফি বাবদ জমা দিতে হবে-

(জেনারেল/OBC)- 250 টাকা ৷

(SC/UR EC)- 200 টাকা ৷


*আবেদন ফি জমা দেওয়া যাবে IDBI Bank চালানের মাধ্যমে ৷

IDBI Bank Ltd, Jalpaiguri Branch, Ac No- 1139102000000693, IFS Code- IBKL0001139.


নিয়োগ পদ্ধতি :- লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউ-এর মাধ্যমে নিয়োগ করা হবে ৷ প্রশ্ন হবে অষ্টম শ্রেণি মানের ৷ লিখিত পরীক্ষা হবে 90 নম্বরে (MCQ Type) 

1. জেনারেল নলেজ এবং জেনারেল অ্যাওয়ারনেস৷

2. গণিত৷

3. জেনারেল ইংলিশ৷

অফিসায়ল ওয়েবসাইট :- Click Here

বিঞ্জপ্তি ডাউনলোড করুন :- Click Here


ব্যাংক চালান ডাউনলোড করুন :- Click Here

অনলাইনে আবেদন করুন :- Click Here




সমস্ত আপডেট পেতে এখনই  আমাদের টেলিগ্রাম চ্যানেল  Join হন  



“ONLINE TATHYA” বিশ্বস্ত চাকরির খবরের ওয়েব পোর্টাল। সর্বদা সঠিক তথ্য যাচাই করে আমাদের ওয়েবসাইটে প্রকাশ করা হয়। তাই প্রতিদিন নিত্যনতুন চাকরির খবরের আপডেট পেতে আমাদের ওয়েবসাইটে প্রতিদিন ভিজিট করুন ৷


Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top