এইট পাশে রাজ্যের সমবায় ব্যাঙ্কে গ্রুপ-ডি পদে স্থায়ী কর্মী নিয়োগ হচ্ছে, অনলাইনে আবেদন করুন
WB New Govt Job: রাজ্যের সমবায় ব্যাংকে নতুন গ্রুপ-ডি কর্মী নিয়োগের বিঞ্জপ্তি প্রকাশ হয়েছে ৷ যেখানে অষ্টম শ্রেণি পাশে স্থায়ী কর্মী নিয়োগ করা হবে ৷ যে কোনো ভারতীয় নাগরিক আবেদন যোগ্য ৷ অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকনো জেলার পার্থীরা এই পদে আবেদন করতে পারবেন ৷ নিয়োগ করা হবে জলপাইগুড়ি সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাংকে ৷ Jalpaiguri Central Co-Operative Bank Recruitment 2021.
বিঞ্জপ্তি নম্বর :- 01/2021
বিঞ্জপ্তি প্রকাশের তারিখ :- 14/01/2021
আবেদনের শেষ তারিখ :- 03/02/2021
মোট শূন্যপদ :- 12 টি ৷
পদের নাম :- সাব-স্টাফ (Group-D)
মোট শূন্যপদ :- 12 টি ৷
শিক্ষাগত যোগ্যতা :- পার্থীকে অষ্টম শ্রেণি পাশ হতে হবে ৷ উচ্চতর শিক্ষাগত যোগ্যতা থাকলেও আবেদনযোগ্য ৷ যেকনো ব্যাংকে কাজের অভিঞ্জতা থাকলে অগ্রাধিকার পাবেন ৷
[ আরও পড়ুন :- Indigo Company New Job Vacancy 2021 ]
বয়সসীমা :- আবেদনকারীর বয়স হতে হবে 18 থেকে 40 বছর মধ্যে ৷ বয়স হিসাব করতে হবে 01/01/2021 তারিখের হিসাবে ৷ সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণির পার্থীরা সর্বোচ্চ বয়স সীমায় ছাড় পাবেন ৷
বেতন :- প্রতিমাসে বেতন দেওয়া হবে 18,689/- টাকা ৷
আবেদন পদ্ধতি :- আবেদনকারীকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে ৷ www.jalpaiguriccb.com ওয়েবসাইটে গিয়ে আবেদন করা যাবে ৷ অনলাইনে আবেদন করারা জন্য একটি বৈধ্য ইমেইল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে ৷ অনলাইনে আবেদন করার শেষ তারিখ 3 ফেব্রুয়ারি, 2021.
[ আরও পড়ুন :- মাধ্যমিক পাশে কলকাতা হাইর্কোটে চাকরির সুযোগ ]
আবেদন ফি :- আবেদন ফি বাবদ জমা দিতে হবে-
(জেনারেল/OBC)- 250 টাকা ৷
(SC/UR EC)- 200 টাকা ৷
*আবেদন ফি জমা দেওয়া যাবে IDBI Bank চালানের মাধ্যমে ৷
IDBI Bank Ltd, Jalpaiguri Branch, Ac No- 1139102000000693, IFS Code- IBKL0001139.
নিয়োগ পদ্ধতি :- লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউ-এর মাধ্যমে নিয়োগ করা হবে ৷ প্রশ্ন হবে অষ্টম শ্রেণি মানের ৷ লিখিত পরীক্ষা হবে 90 নম্বরে (MCQ Type)
1. জেনারেল নলেজ এবং জেনারেল অ্যাওয়ারনেস৷
2. গণিত৷
3. জেনারেল ইংলিশ৷
অফিসায়ল ওয়েবসাইট :- Click Here
বিঞ্জপ্তি ডাউনলোড করুন :- Click Here
ব্যাংক চালান ডাউনলোড করুন :- Click Here
অনলাইনে আবেদন করুন :- Click Here
সমস্ত আপডেট পেতে এখনই আমাদের টেলিগ্রাম চ্যানেল এ Join হন ।
“ONLINE TATHYA” বিশ্বস্ত চাকরির খবরের ওয়েব পোর্টাল। সর্বদা সঠিক তথ্য যাচাই করে আমাদের ওয়েবসাইটে প্রকাশ করা হয়। তাই প্রতিদিন নিত্যনতুন চাকরির খবরের আপডেট পেতে আমাদের ওয়েবসাইটে প্রতিদিন ভিজিট করুন ৷