শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় রাজ্যে প্রতিটি জেলে জেল পুলিশ নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ। এখানে মহিলা ও পুরুষ সকলেই আবেদন করতে পারবেন।কিভাবে আবেদন করবেন ,যোগ্যতা ,বেতন সম্পর্খীত বিস্তারিত তথ্য জানার জন্য অবশ্যই নিচের লেখাটি বিস্তারিত ভাবে পড়ুন। রাজ্যে জেল পুলিশ নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ। মাধ্যমিক পাশে।jail police recruitment 2023 vacancy
বিজ্ঞপ্তি নম্বর: WPRB/NOTICE-2023/26(WARDER/FEMALE WARDER-23)
পদের নাম : জেল পুলিশ (মহিলা এবং পুরুষ )
শূন্যপদ : ১৩০ টি (পুরুষ -১০০,মহিলা – ৩০)
বেতন : ROPA-2019 Pay Level : 6 অনুযায়ী ২২৭০০ টাকা থেকে ৫৮৫০০ টাকা পর্যন্ত।
শিক্ষাগত যোগ্যতা –যেকোনো স্বীকৃত বোর্ড এর অধীনে মাধ্যমিক বা মাধ্যমিক সমতুল্য পরীক্ষায় পাস করে থাকলে আবেদন করতে পারবেন। jail police recruitment 2023 vacancy
বয়স- প্রার্থীর বয়স ১৮ থেকে ২৭ বছরের মধ্যে হতে হবে। এছাড়াও বয়স ধরতে হবে ১/১/২০২৩ এর ভিত্তিতে। SC এবং ST দেড় জন্য বয়সের ৫ বছরের চার এবং OBC দেড় জন্য ৩ বছরের ছাড়।
ELIGIBILITY:-
(a) Must be a citizen of India. (b) AGE: – The applicants must not be less than 18 (eighteen) years old and must not be more than 27 (twenty seven) years old as on 01/01/2023. The Upper age limit shall be relaxed for the candidates belonging to Scheduled Castes and Scheduled Tribes of West Bengal only by 05 (five) years and OBC candidates of West Bengal only by 03 (three) years. The upper age limit is also relaxable for the Ex-servicemen as per existing Government Rules. |
কিভাবে আবেদন করবেন –প্রথমে আপনাদের গুগলে সার্চ করতে হবে prb.wb.gov.in অথবা wbpolice.gov.in এই ওয়েবসাইট এর মাধ্যমে প্রথমে আপনাকে আপনার নাম রেজিস্ট্রেশন করে নিতে হবে। যদি আপনার নাম রেজিস্ট্রেশন করা থাকে তাহলে সরাসরি অনলাইন এর মাদ্ধমেই ফ্রম ফিলাপ করে নিতে পারবেন .
আবেদন ফি – সংরক্ষিত প্রার্থীদের জন্য আবেদন ফি শুধুমাত্র ২০ টাকা প্রসেসিং ফি হিসাবে। এছাড়া অ সংরক্ষিত প্রার্থীদের জন্য ২০০ টাকা ফর্ম চার্জ এবং ২০ টাকা প্রসেসিং ফি ,মোট ২২০ টাকা।
আবেদন শুরু – ৬ ই আগস্ট ২০২৩ থেকে আবেদন করতে পারবেন।
আবেদন শেষ –২৬ সে আগস্ট ২০২৩ পর্যন্ত।
নিয়োগ পদ্ধতি : প্রার্থীদের লিখিত পরীক্ষা ,শারীরিক পরীক্ষা এবং ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে। WB Police Warder Recruitment 2023 Examination
জেল পুলিশ নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি – দেখুন
কিভাবে ফেইসবুক মার্কেটিং শুরু করবেন- জানুন
সোশ্যাল মিডিয়া বিজ্ঞাপন কীভাবে কাজে লাগাবেন- জানুন
ডিজিটাল মার্কেটিং কি? – CLICK NOW
কেন করবো ডিজিটাল মার্কেটিং? – CLICK NOW