ভারত সরকারের ITBP র তরফ থেকে কনস্টেবল গ্রুপ C পোস্ট এ নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। পশ্চিমবঙ্গের প্রতিটা জেলা থেকে ইচ্ছুক প্রার্থীরা আবেদন করতে পারবেন। কিভাবে আবেদন করবেন , কি যোগ্যতা লাগবে, আবেদন ফি সহ সম্পূর্ণ বিস্তারিত তথ্য নীচে দেওয়া হলো। আবেদন চলবে ২৭.০৯.২০২২ পর্যন্ত।
আবেদন শুরুর তারিখ :- ১৯ অগাস্ট ২০২২২
আবেদন জমা দেবার শেষ তারিখ :- ১৭সেপ্টেম্বর ২০২২ পর্যন্ত ।
পদের নাম :- কনস্টেবল (MASON,CARPENTER,PLUMBER)
শূন্যপদ :– ১০৮ টি ।
শিক্ষাগত যোগ্যতা :- যেকোনো স্বীকৃত বিদ্যালয় থেকে মাধ্যমিক পাশ করলে আবেদন করতে পারবেন। এছাড়াও এক বছরের ট্রেনিং অথবা কোর্স করা থাকতে হবে রাজমিস্তিরি, কার্পেন্টার, প্লাম্বার এই সমস্ত ট্রেড এর উপর ।
বয়স :- প্রার্থীর বয়স ১৮ থেকে ২৩ বছরের মধ্যে হতে হবে. SC/ST/OBC/EX SERVICEMAN দের জন্য সরকারি মতে বয়সের ছাড় পাবে। বয়স ধরতে হবে ১৭/০৯/২০২২ এর মধ্যে। প্রার্থীদের জন্মসাল অবশ্যই ১৮/০৯/১৯৯৯ থেকে ১৭/০৯/২০০৪ এর মধ্যে হতে হবে।
বেতন :- প্রতিমাসে ২১৭০০ থেকে ৬৯১০০টাকা।
নিয়োগ পদ্ধতি :- PET, PST,লিখিত পরীক্ষা ,স্কিল টেস্ট এবং ডকুমেন্ট ভেরিফিকেশন এর মাধ্যমে প্রার্থীদের নির্বাচন ও নিয়োগ করা হবে।
আবেদন পদ্ধতি :- শুধুমাত্র অনলাইন এর মাধ্যমে আবেদন করতে পারবেন ।আবেদন করার সময় প্রার্থীর অবশ্যই E-MAIL ID এবং ফোন নম্বর থাকতে হবে । আবেদন করার অফিসিয়াল লিংক নিচে দেওয়া হলো।
আরও বিস্তারিত জানতে অবশ্যই অফিসিয়াল নোটিফিকেশন টি ডাউনলোড করুন । ডাউনলোড লিংক নিচে দেওয়া হল ।
Official Notification |
|
Official Website |
|
Online Apply |
“ONLINETATHYA”বিশ্বস্ত চাকরির খবরের ওয়েবপোর্টাল। সর্বদা সঠিক তথ্য যাচাই করে আমাদের ওয়েবসাইটে প্রকাশ করা হয়। তাই প্রতিদিন নিত্যনতুন চাকরির খবরের আপডেট পেতে আমাদের ওয়েবসাইটে প্রতিদিন ভিজিট করুন ৷