ITBP কনস্টেবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, ITBP New job vacancy 2022

ভারত সরকারের ITBP র তরফ থেকে কনস্টেবল গ্রুপ C পোস্ট এ নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। পশ্চিমবঙ্গের প্রতিটা জেলা থেকে ইচ্ছুক প্রার্থীরা আবেদন করতে পারবেন। কিভাবে আবেদন করবেন , কি যোগ্যতা লাগবে, আবেদন ফি সহ সম্পূর্ণ বিস্তারিত তথ্য নীচে দেওয়া হলো। আবেদন চলবে ২৭.০৯.২০২২ পর্যন্ত।

ITBP 20Recruitment 202022 20Blog 20Post 1

আবেদন শুরুর তারিখ :- ১৯ অগাস্ট ২০২২২

আবেদন জমা দেবার শেষ তারিখ :- ১৭সেপ্টেম্বর ২০২২ পর্যন্ত ।

পদের নাম :- কনস্টেবল (MASON,CARPENTER,PLUMBER)

শূন্যপদ :– ১০৮ টি ।

শিক্ষাগত যোগ্যতা :- যেকোনো স্বীকৃত বিদ্যালয় থেকে মাধ্যমিক পাশ করলে আবেদন করতে পারবেন। এছাড়াও এক বছরের ট্রেনিং অথবা কোর্স করা থাকতে হবে রাজমিস্তিরি, কার্পেন্টার, প্লাম্বার এই সমস্ত ট্রেড এর উপর । 

বয়স :- প্রার্থীর বয়স ১৮ থেকে ২৩ বছরের মধ্যে হতে হবে. SC/ST/OBC/EX SERVICEMAN দের জন্য সরকারি মতে বয়সের ছাড় পাবে। বয়স ধরতে হবে ১৭/০৯/২০২২ এর মধ্যে। প্রার্থীদের জন্মসাল অবশ্যই ১৮/০৯/১৯৯৯ থেকে ১৭/০৯/২০০৪ এর মধ্যে হতে হবে।

বেতন :- প্রতিমাসে ২১৭০০ থেকে ৬৯১০০টাকা।

নিয়োগ পদ্ধতি :- PET, PST,লিখিত পরীক্ষা ,স্কিল টেস্ট এবং ডকুমেন্ট ভেরিফিকেশন এর মাধ্যমে প্রার্থীদের নির্বাচন ও নিয়োগ করা হবে।

আবেদন পদ্ধতি :- শুধুমাত্র অনলাইন এর মাধ্যমে আবেদন করতে পারবেন ।আবেদন করার সময় প্রার্থীর অবশ্যই E-MAIL ID এবং ফোন নম্বর থাকতে হবে । আবেদন করার অফিসিয়াল লিংক নিচে দেওয়া হলো।

আরও বিস্তারিত জানতে অবশ্যই অফিসিয়াল নোটিফিকেশন টি ডাউনলোড করুন । ডাউনলোড লিংক নিচে দেওয়া হল ।

Join Telegram

Join Facebook

Official Notification

Click Here

Official  Website

Click Here

Online  Apply

Click Here

“ONLINETATHYA”বিশ্বস্ত চাকরির খবরের ওয়েবপোর্টাল। সর্বদা সঠিক তথ্য যাচাই করে আমাদের ওয়েবসাইটে প্রকাশ করা হয়। তাই প্রতিদিন নিত্যনতুন চাকরির খবরের আপডেট পেতে আমাদের ওয়েবসাইটে প্রতিদিন ভিজিট করুন ৷

Leave a Comment