ইন্ডিয়ান সিকিউরিটি প্রেসের তরফ থেকে পশ্চিমবঙ্গে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ। এখানে ভারতীও নাগরিক তথা পশ্চিমবঙ্গের সমস্ত জেলার চাকরি প্রার্থীরা আবেদন করতে পারবেন। জুনিয়র টেকনিসিয়ান পদে আবেদন করার জন্য কি যোগ্যতা লাগবে ,কীভাবে আবেদন করবেন ,বেতন কত, তা ছারাও সমস্ত বিস্তারিত তথ্য আলোচনা করা হল এই প্রতিবেদনে।
বিজ্ঞপ্তি নাম্বার : ০২/২০২২
আবেদন শুরুর তারিখঃ ৮ই অক্টোবর ২০২২।
আবেদন শেষের তারিখঃ ০৮ ই নভেম্বর ২০২২ পর্যন্ত আবেদন করতে পারবেন।
লিখিত পরীক্ষার তারিখঃ ডিসেম্বর ২০২২ অথবা জানুয়ারী ২০২৩।
পদের নামঃ জুনিয়র টেকনিসিয়ান।
মোট শূন্যপদঃ ৮৫ টি।
যেসব ট্রেডে নিয়োগ করা হবেঃ
- টেকনিক্যাল
- কন্ট্রোল
- টেক সাপোর্ট ডিজাইন
- মেশিন সপ
- ইলেকট্রিকাল
- ইলেকট্রনিক্স
- স্টোর
- CDS
শিক্ষাগত যোগ্যতাঃ কন্ট্রোল পদের জন্য প্রিন্টিং টেকনোলজি তে ডিপ্লোমা করা থাকতে হবে। এছারা বাকি পদ গুলির জন্য সংশ্লিষ্ট ক্ষেত্রে আই টি আই পাশ করা থাকতে হবে।
বেতনঃ ১৮৭৮০ টাকা থেকে ৬৭৩৯০ টাকা পর্যন্ত।
বয়স : ১৮ থেকে ২৫ বছরের মধ্যে বয়স হতে হবে।সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত প্রার্থীরা বয়সের ছাড় পাবেন।
আবেদন পদ্ধতি : শুধুমাত্র অনলাইন এর মাধ্যমে আবেদন করতে পারবেন ।এই https://ibpsonline.ibps.in/ispnjtwnov20/ ওয়েবসাইটে গিয়ে নাম রেজিস্ট্রেশান করাতে হবে।রেজিস্ট্রেশান করার জন্য প্রার্থীর ই মেইল আইডি, মোবাইল নম্বর ,আবেদন ফি রসিদ, স্বাক্ষর সম্প্রতি তোলা ছবি সহ যাবতীয় নথি স্ক্যান করে আপলোড করতে হবে।
আবেদন ফিঃ UR/OBC/EWS প্রার্থীদের জন্য ৬০০ টাকা আবেদন ফি এবং ST/SC/PWBD প্রার্থীদের জন্য ২০০ টাকা আবেদন ফি ধার্য করা হয়েছে ।
নিয়োগ স্থানঃ কলকাতা, তেলেঙ্গানা, মহারাষ্ট্র,নয়ডা সহ বিভিন্ন জায়গায়।
গুরুত্বপূর্ণ লিঙ্ক
অফিসিয়াল বিজ্ঞপ্তি :–Click Here
অফিসিয়াল ওয়েবসাইট :–Click Here
ফর্মফিলাপ ওয়েবসাইট : Click Here