আমরা খবরের চ্যানেলে বা প্রতিদিন পেপারে CBI সম্পর্কে অনেক খবর দেখে থাকি বা পড়ে থাকি।সিবিআই অভিযানে একের পর এক রাঘব-বোয়ালকে বিপাকে পড়তেও দেখা গিয়েছে। যাঁদের সাহস আছে, যাঁরা চ্যালেঞ্জের মুখে ঠান্ডা মাথায় কাজ করতে পছন্দ করেন, মাথার বুদ্ধি খাটাতে যাঁরা আগ্রহী ,তাদের জন্য সিবিআই অফিসারের পেশার থেকে ভাল আর কিছুই হতে পারে কিন্তু আমরা অনেকেই জানিনা CBI কি , এর সম্পূর্ণ নাম কি , CBI অফিসার কীভাবে হওয়া যায় ,মাসিক বেতন কত তা সম্পর্কে সঠিক জানিনা। আপনারাও যদি না জেনে থাকেন এ সম্পর্কে তাহলে অবশ্যই এই প্রতিবেদন টি পড়ুন আশাকরি CBI সম্পর্কে কোন প্রশ্ন আপনাদের মনে থাকবে না।
CBI এর সম্পূর্ন নাম কি?
CBI কথার পুরো নাম বা হলো- Central Bureau of Investigation
CBI কি?
সিবিআই (CBI) হচ্ছে ভারতের একটি কেন্দ্রীয় গোয়েন্দা এবং নিরাপত্তা সংস্থা। যেটি বিভিন্ন অপরাধ এবং রাষ্ট্রীয় সুরক্ষা সংক্রান্ত মামলার তদন্ত করে।
CBI এর মুখ্য কার্যালয়
সিবিআই (CBI) এর মুখ্য কার্যালয় ভারতের নতুন দিল্লিতে রয়েছে।
চলুন এবার জেনে নেওয়া যাক কীভাবে হওয়া যায় সিবিআই অফিসার …
সিবিআই অফিসার হওয়ার পদ্ধতি
ইউপিএস অথবা এসসসি পরীক্ষার মাধ্যমে সিবিআই অফিসার হওয়া যায়। আইএএস অথবা আইপিএস হওয়ার জন্য অনেকেই ইউপিএস পরীক্ষা দিয়ে থাকেন। অন্যদিকে কেন্দ্রীয় স্টাফ সিলেকশন কমিশন অথবা এসএসসি পরিচালিত কম্বাইনড গ্র্যাজুয়েট লেভেল পরীক্ষার মাধ্যমে সিবিআইয়ের সাব-ইনস্পেক্টর পদে চাকরি পাওয়ার সুযোগ রয়েছে।
- গ্রুপ-A সিবিআই অফিসার হওয়ার জন্য আপনাকে UPSC CSE পরীক্ষা দিয়ে IPS হতে হবে। মোটামুটি সাত বছর চাকরি করার পর আপনি CBI অফিসার হতে পারবেন।
- CBI-তে ডেপুটি এসপি (Deputy SP) পদে চাকরি করার জন্যও আপনাকে UPSC সিভিল সার্ভিস পরীক্ষা দিতে হবে। তবে যদি ভ্যাকান্সি থাকে তবেই আপনি এই পদে নিযুক্ত হতে পারবেন।
- সিবিআই (CBI)-তে ইন্সপেক্টর এর পদের জন্য SSC র Combined Graduate level (SSC CGL) পরীক্ষা দিতে হয়। এই পরীক্ষা সম্পর্কে নিচে আলোচনা করা হলো।
Tier 1 পরীক্ষা-
- · 200 নম্বরের MCQ টাইপের পরীক্ষা।
- · সময়সীমা থাকে 2 ঘন্টা।
- · কম্পিউটার বেসড পরীক্ষা (CBT) হয়।
Tier 2 পরীক্ষা-
- দুটো পেপারের পরীক্ষা হয়।
- 200+200 মোট 400 নম্বরের পরীক্ষা।
- সময়সীমা থাকে 2 ঘন্টা+2 ঘন্টা।
- এটিও কম্পিউটার বেসড (CBT) MCQ পরীক্ষা।
Tier 3 পরীক্ষা-
- · 100 নম্বরের Descriptive পরীক্ষা।
Tier 4 পরীক্ষা–
- · কম্পিউটার স্কিল টেস্ট, ইন্টারভিউ এবং ডকুমেন্ট ভেরিফিকেশন হয়।
ফাইনাল নির্বাচনের পর নির্বাচিত প্রার্থীকে ৯ মাসের ট্রেনিং করতে হয়। ট্রেনিং পিরিয়ড শেষ হলে কাজে নিয়োগ করে দেওয়া হয়। এরপর নির্দিষ্ট টাস্কে একজন CBI অফিসারকে কাজ করতে হয়।
শিক্ষাগত যোগ্যতা
ইউপিএসি বা এসএসসি সিজিএল উভয় পরীক্ষায় বসার ক্ষেত্রে আবেদনকারীকে যে কোনও শাখায় স্নাতক হতে হবে।
বয়সসীমা
ইউপিএসসি: ২১ থেকে ৩২ বছর বয়স অবধি এই পরীক্ষা দেওয়া যাবে। সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পাবেন।
SC, ST প্রার্থীরা ৫ বছরের ছাড় পাবেন। OBC প্রার্থীরা ৩ বছরের ছাড় পাবেন।
এসএসসি সিজিএল: এই পরীক্ষা দেওয়ার জন্য ২০ থেকে ৩০ বছরের মধ্যে বয়স হতে হবে। সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের জন্য বয়সে ছাড় রয়েছে।
CBI অফিসার হওয়ার জন্য উচ্চতা
- · পুরুষ দের উচ্চতা ১৬৫ সেন্টিমিটার হতে হবে।
- · মহিলা দের উচ্চতা ১৫০ সেন্টিমিটার হতে হবে।
পাহাড়ি এলাকার প্রার্থীদের জন্য ক্ষেত্রে ৫ সেন্টিমিটার ছাড় রয়েছে।
বুকের মাপ
প্রার্থীদের বুকের মাপ 76 সেন্টিমিটার হওয়া দরকার। মহিলাদের জন্য এটি প্রযোজ্য না।
বিশেষ যোগ্যতা
- · শারীরিক দিক থেকে শক্তিশালী এবং বুদ্ধিমান হতে হবে।
- · দৃষ্টিশক্তি ভালো থাকতে হবে।
- · সাহসী প্রার্থীদের সিবিআই অফিসারের জন্য নির্বাচন করা হয়।
সিবিআই (CBI) অফিসারদের বেতন
প্রতি মাসে ৫৪৬৮০ থেকে ৬২৬৬৪ টাকা করে বেতন পেয়ে থাকে।
সেই সাথে সরকারি বিভিন্ন সুবিধা যেমন DA, TA, চিকিৎসা, পেনশন ইত্যাদি পেয়ে থাকে।
আমি আশা করি এই আর্টিকেল থেকে আপনি CBI Officer সম্পর্কে অনেক কিছু জানতে পেরেছেন। প্রতিদিন নিত্যনতুন চাকরির খবর পেতে অবশ্যই নোটিফিকেশান অন করে রাখুন।