হুগলী জেলার সাব ডিভিসান অফিস থেকে অঙ্গনওয়ারি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হলো।নিয়োগ করা হবে মাধ্যমিক পাশে হুগলি জেলার অন্তরগত সাব ডিভিশনে। আপনি যদি হুগলী জেলার বাসিন্দা হন অবশ্যই বিস্তারিত তথ্য জেনে নিন। এই পদে কীভাবে আবেদন করবেন , যোগ্যতা ,জেনে নিনবিস্তারিত
বিজ্ঞপ্তি নাম্বার :- 370/C/CGR এবং 1189
আবেদন শুরুর তারিখঃ ১৫/০৯/২০২২ থেকে।
আবেদন শেষের তারিখঃ ১৫/১০/২০২২ পর্যন্ত আবেদন করতে পারবেন।
পদের নামঃ অঙ্গনয়ারি কর্মী।
শিক্ষাগত যোগ্যতাঃ স্বীকৃত বিদ্যালয় থেকে মাধ্যমিক পাশ করতে হবে।
অভিজ্ঞতাঃ ৫ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে । ১/৪/২০২২ এর ভিত্তিতে হিসাব করতে হবে।
বয়স : আবেদন কারীর বয়স ৬৫ বছরের নীচে হতে হবে। বয়স টি ধরতে হবে০১/০৪/২০২২ এর ভিত্তিতে ।কেউ যদি ৩০/১১/২০২২ এ ৬৫ বছর পূরণ করে তাহলে সে বিবেচিত হবে না।
আবেদন পদ্ধতিঃ সম্পূর্ণ অনলাইনে আবেদন করতে হবে।আবেদন করার লিঙ্ক নীচে দেওয়া থাকল।
নিয়োগ পদ্ধতিঃ প্রথমে ৫০ নাম্বার এর (লিখিত এবং মৌখিক) পরীক্ষা হবে। লিখিত পরীক্ষা ৩৫ নাম্বার এর – গণিত -১০, ইংলিশ – ১০, জনস্বাস্থ্য এবং সমাজে নারীর স্থান এবং মর্যাদা – ১০,সাধারন জ্ঞান – ৫ নাম্বার ।
৫ বছরের বেশী অভিজ্ঞতা থাকলে প্রতি ৩ বছরের জন্য ৫ নাম্বার এই ভিত্তিতে ১০ নাম্বার ।
মৌখিক ৫ নাম্বার।
পরীক্ষার তারিখ প্রার্থীকে পরে জানানো হবে।
- এই নিয়োগ শুধুমাত্র অঙ্গনয়ারি সহকারিদের জন্য ।যারা কর্মরত তাদের পদ উন্নতির জন্যই এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ।
- আরও বিস্তারিত জানার জন্য অবশ্যই PDF ডাউনলোড করার লিঙ্ক থেকে PDF টি ডাউনলোড করে নেবেন।
- দুটি বিজ্ঞপ্তির লিঙ্ক নীচে দেওয়া থাকল।
গুরুত্বপূর্ণ লিঙ্ক
অফিসিয়াল বিজ্ঞপ্তি :-Click Here
অফিসিয়াল বিজ্ঞপ্তি :-Click Here
অফিসিয়াল ওয়েবসাইট :-Click Here
ফর্মফিলাপ ওয়েবসাইট : Click Here