বেকার যুবক যুবতীদের জন্য এলো চাকরির এক বড় সুযোগ । হিন্দুস্তান শিপইয়ার্ড লিমিটেড এর তরফ থেকে বিভিন্ন পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। কোন কোন পদে আবেদন চলছে,কীভাবে আবেদন করবেন, জানুন বিস্তারিত। এখানে ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গের সমস্ত জেলা থেকে আবেদন করতে পারবেন ।
বিজ্ঞপ্তি নাম্বার : HR/ES(O)/0102/04/2022
আবেদন শুরুর তারিখঃ ২১ সেপ্টেম্বর ২০২২ থেকে।
আবেদন শেষ তারিখঃ 31 অক্টোবর ২০২২ পর্যন্ত আবেদন করতে পারবেন।
পদের নাম :- Dy.Manager (E-2)
শিক্ষাগত যোগ্যতা : AICTE অনুমদিত প্রতিষ্ঠান থেকে গ্রাজুয়েটে ৬০% নাম্বার নিয়ে মেকানিক্যাল / ইলেক্ট্রিক্যাল/ ইলেক্ট্রনিক্স নিয়ে ইঞ্জিনিয়ারিং পাশ করতে হবে। এর সাথে এই ক্ষেত্রে ৫ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়সঃ চাকরি প্রার্থীর বয়স ৩৫ বছরের মধ্যে হতে হবে।
পদের নাম :- Manager (E-3)
শিক্ষাগত যোগ্যতা : AICTE অনুমদিত প্রতিষ্ঠান থেকে গ্রাজুয়েটে ৬০% নাম্বার নিয়ে মেটিরিয়াল ম্যানেজমেন্ট/ সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট / ইন্টারন্যাশনাল লজিস্টিক্স এ, পি জি ডিপ্লোমা করতে হবে। এর সাথে এই ক্ষেত্রে ৯ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
SC/SC প্রার্থীদের জন্য ৫৫% নাম্বার থাকলে আবেদনযোগ্য।
বয়সঃ চাকরি প্রার্থীর বয়স ৪০ বছরের মধ্যে হতে হবে।
পদের নাম :- Manager (E-3)
শিক্ষাগত যোগ্যতা : AICTE অনুমদিত প্রতিষ্ঠান থেকে গ্রাজুয়েটে ৬০% নাম্বার নিয়ে মেকানিক্যাল/ ইলেক্ট্রিক্যাল/ ইলেক্ট্রনিক্স নিয়ে ইঞ্জিনিয়ারিং পাশ করতে হবে।এর সাথে এই ক্ষেত্রে ৯ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
SC/SC প্রার্থীদের জন্য ৫৫% নাম্বার থাকলে আবেদনযোগ্য।
বয়সঃ চাকরি প্রার্থীর বয়স ৪০ বছরের মধ্যে হতে হবে।
পদের নাম :- Senior Manager (E-4)
শিক্ষাগত যোগ্যতা : AICTE অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠান থেকে গ্রাজুয়েটে ৬০% নাম্বার নিয়ে ৫ বছরের Law কোর্স পাশ করতে হবে।এর সাথে এই ক্ষেত্রে ১২ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়সঃ চাকরি প্রার্থীর বয়স ৪০ বছরের মধ্যে হতে হবে।
এছারাও বিভিন্ন পদ গুলি হলঃ
- Project Officer,
- Dy. Project Officer,
- Chief Project Consultant,
- Project Engineering,
- Consultant
সহ বিভিন্ন পদে কর্মী নিয়োগ করা হবে। বিভিন্ন পদের জন্য আলাদা আলাদা শিক্ষাগত যোগ্যতায়ে আবেদন করতে পারবেন।
বেতনঃ পে লেভেল অনুযায়ী প্রতিটি পদের প্রতিমাসে বেতন দেওয়া হবে।
আবেদন পদ্ধতিঃ শুধুমাত্র অনলাইন এর মাধ্যমে আবেদন করতে পারবেন ।আবেদন করার সময় অবশ্যই বৈধ E-MAIL ID এবং ফোন নম্বর থাকতে হবে।
নীচে দেওয়া লিঙ্ক থেকে আবেদন করুন।
আবেদন ফিঃ জেনারেল এবং ওবিসি প্রার্থীদের জন্য ৩০০ টাকা আবেদন ফি। SC/ST/PH প্রার্থীদের জন্য আবেদন ফি লাগবে না।
আরও বিস্তারিত জানার জন্য অবশ্যই PDF ডাউনলোড করার লিঙ্ক থেকে PDF টি ডাউনলোড করে নেবেন।
গুরুত্বপূর্ণ লিঙ্ক
অফিসিয়াল বিজ্ঞপ্তি :-Click Here
অফিসিয়াল ওয়েবসাইট :-Click Here
ফর্মফিলাপ ওয়েবসাইট : Click Here