রাজ্যের স্বাস্থ্যদপ্তরে উচ্চমাধ্যামিক এবং গ্র্যাজুয়েশান পাশে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি । কোন কোন পদে নিয়োগ চলছে ,কীভাবে আবেদন করবেন জানুন বিস্তারিত। এই পদ গুলির জন্য ভারতের যেকোনো রাজ্য তথা পশ্চিমবঙ্গের পুরুষ ও মহিলা প্রার্থীরা উভয়েই আবেদন করতে পারবেন।
বিজ্ঞপ্তি নাম্বার : CMOH/samiti/1447
আবেদন শুরুর তারিখ : ২৮ সেপ্টেম্বর ২০২২ থেকে।
আবেদন শেষের তারিখ : ২৬ অক্টোবর ২০২২ পর্যন্ত আবেদন করতে পারবেন।
পদের নাম : ব্লক এপিডেমিওলোজিস্ট
যোগ্যতা : লাইফ সায়েন্স নিয়ে M.sc পাশ করতে হবে অথবা এপিডেমিওলজি নিয়ে পাশ করতে হবে।
Advance MS Office জানতে হবে।
বেতন : প্রতিমাসে ৩৫০০০ টাকা।
বয়স : ২১ থেকে ৪০ বছরের মধ্যে আবেদন করতে পারবেন।
শূন্যপদ : ৫(UR-2,SC-1,ST-1,UR(EC)-1)
পদের নাম : ব্লক পাবলিক হেল্থ ম্যানেজার
যোগ্যতা : লাইফ সায়েন্স নিয়ে M.sc পাশ করতে হবে অথবা ম্যানেজমেন্ট এ ডিপ্লোমা করা থাকলে আবেদন করতে পারবেন।
Advance MS Office জানতে হবে।
বেতন : প্রতিমাসে ৩৫০০০ টাকা।
বয়স : ২১ থেকে ৪০ বছরের মধ্যে আবেদন করতে পারবেন।
শূন্যপদ : ০৫(UR-2,SC-1,ST-1,UR(EC)-1)
পদের নাম : ল্যাবোরেটরি টেকনিশিয়ান
যোগ্যতা : ফিজিক্স, কেমিস্ট্রি ,মেথামেটিক্স/ বায়েওলজিকাল সায়েন্স নিয়ে উচ্চ মাধ্যামিক পাশ করতে হবে।
মেডিকেল ল্যাবোরেটরি টেকনোলজি তে ডিপ্লোমা করা থাকতে হবে।
এছারাও ২ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন : প্রতিমাসে ২২০০০ টাকা।
বয়স : ১৯ থেকে ৪০ বছরের মধ্যে আবেদন করতে পারবেন।
শূন্যপদ : ১০(UR-৩,SC-১, SC(EC)-১,ST-১,UR(EC)-২,OBC A-১,OBC B-১)
পদের নাম : ব্লক ডেটা ম্যানেজার
যোগ্যতা : যেকোনো স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে গ্র্যাজুয়েট পাশ করতে হবে এবং কম্পিউটারে MS office সম্বন্ধে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
এছারাও ডেটা রেকডিং এবং ডেটা এনালাইটিক্স সম্বন্ধে ৫ বছরের কাজের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারবেন।
বেতন : প্রতিমাসে ২২০০০ টাকা।
বয়স : ১৯ থেকে ৪০ বছরের মধ্যে আবেদন করতে পারবেন।
শূন্যপদ : ০৫(UR-2,SC-1,ST-1,UR(EC)-1)
আবেদন পদ্ধতি : শুধুমাত্র অনলাইন এর মাধ্যমে আবেদন করতে পারবেন । www.purulia.nic.in অথবা www.purulia.gov.in ওয়েবসাইটে গিয়ে নাম রেজিস্ট্রেশান করাতে হবে। প্রার্থীর স্বাক্ষর ৫০kb এবং সম্প্রতি তোলা ২০০kb সাইজের ছবি স্ক্যান করে আধার কার্ড / ভোটার কার্ড সহ JEPG ফরম্যাটে আপলোড করতে হবে।
আরও বিস্তারিত জানার জন্য অবশ্যই PDF ডাউনলোড করার লিঙ্ক থেকে PDF টি ডাউনলোড করে নেবেন।
প্রতিদিন নিত্যনতুন সরকারি অথবা বেসরকারী চাকরির খবর পেতে অবশ্যই onlinetathya.com ওয়েবসাইট এ চোখ রাখুন।
গুরুত্বপূর্ণ লিঙ্ক
অফিসিয়াল বিজ্ঞপ্তি :-Click Here
অফিসিয়াল ওয়েবসাইট :-Click Here
ফর্মফিলাপ ওয়েবসাইট : Click Here