WB Health Job: রাজ্য সরকারের “Health & Family Welfare” বিভাগের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে আপনারা উচ্চ মাধ্যমিক পাশে MTS ( Multi Tasking Stuff ) পদের জন্য আবেদন করতে পারেন। কিভাবে আবেদন করবেন, কত টাকা বেতন পাবেন, কি কি ডকুমেন্টস লাগবে সমস্ত কিছু নিম্নে আলোচিত হলো। West Bengal Govt Hospital Recruitment 2021
বিঞ্জপ্তি নম্বর :- JBR/504/2021
বিঞ্জপ্তি প্রকাশের তারিখ :- 05/05/2021
আবেদনের শেষ তারিখ :- 17/05/2021
পদের নাম :- Multi Tasking Stuff (MTS)
শিক্ষাগত যোগ্যতা :- পরিচিত বোর্ড বা কাউন্সিল থেকে উচ্চ মাধ্যমিক পাশ করতে হবে এবং সাথে কম্পিউটার এবং রিসার্চ ল্যাবরেটরি – র কাজের উপর দক্ষতা থাকতে হবে।
বেতন :- প্রতি মাসে 10,000 টাকা বেতন পাবেন।
আবেদন পদ্ধতি :- নিচে দেওয়া ফর্ম ফিলআপ করে, প্রয়োজনীয় ডকুমেন্ট সংযুক্ত করে principle investigator অর্থাৎ তরুণ কান্তি বিশ্বাস মহাশয়ের কাছে জমা দিতে হবে।
নিয়োগ পদ্ধতি :- আবেদনপত্র জমা দেওয়ার পর আপনাদের 24/05/2021 তারিখ 12 টার সময় ইন্টারভিউ দিতে হবে। ইন্টারভিউ আপনাদের J.B. Roy State Ayurvedic Medical College and Hospital, Raja Dinendra Street, Kolkata 700004 – ei ঠিকানায় গিয়ে দিতে হবে, অথবা অনলাইন বা ভার্চুয়ালি আপনাদের ইন্টারভিউ হতে পারে। ইন্টারভিউ তে পাশ করলে আপনাদের নিয়োগ করা হবে।
আবেদন পাঠানোর ঠিকানা :- আবেদনপত্র আপনাদের প্রজেক্ট-এর প্রিন্সিপল investigator অর্থাৎ Professor Dr. Tuhin Kanti Biswas মহাশয় এর কাছে জমা দিতে হবে। Head , Department of Kayachikitsa , J.B. Roy State Ayurvedic Medical College & Hospital, Kolkata
আবেদন পত্রের সঙ্গে যেসমস্ত ডকুমেন্টস লাগবে :- আধার কার্ড/ ভোটার কার্ড এর জেরক্স , মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাশ সংসাপত্রের জেরক্স , পাসপোর্ট সাইজ ফটো ফর্ম এর সাথে সংযুক্ত করতে হবে এবং সাথে কম্পিউটার সার্টিফিকেট এর জেরক্স।
Official Notification |
|
Official Website |
|
Online Apply |
“ONLINE TATHYA” বিশ্বস্তচাকরির খবরের ওয়েব পোর্টাল। সর্বদা সঠিক তথ্য যাচাই করে আমাদের ওয়েবসাইটে প্রকাশ করা হয়। তাই প্রতিদিন নিত্যনতুন চাকরির খবরের আপডেট পেতে আমাদের ওয়েবসাইটে প্রতিদিন ভিজিট করুন ৷