Health and Family Welfare Department এ MTS পদে নিয়োগ 2021 | WB Health Recruitment 2021

WB Health Job: রাজ্য সরকারের “Health & Family Welfare” বিভাগের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে আপনারা উচ্চ মাধ্যমিক পাশে MTS ( Multi Tasking Stuff ) পদের জন্য আবেদন করতে পারেন। কিভাবে আবেদন করবেন, কত টাকা বেতন পাবেন, কি কি ডকুমেন্টস লাগবে সমস্ত কিছু নিম্নে আলোচিত হলো। West Bengal Govt Hospital Recruitment 2021

বিঞ্জপ্তি নম্বর :- JBR/504/2021

বিঞ্জপ্তি প্রকাশের তারিখ :- 05/05/2021

আবেদনের শেষ তারিখ :- 17/05/2021

পদের নাম :- Multi Tasking Stuff (MTS)


শিক্ষাগত যোগ্যতা :- পরিচিত বোর্ড বা কাউন্সিল থেকে উচ্চ মাধ্যমিক পাশ করতে হবে এবং সাথে কম্পিউটার এবং রিসার্চ ল্যাবরেটরি – র কাজের উপর দক্ষতা থাকতে হবে।


বেতন :- প্রতি মাসে 10,000 টাকা বেতন পাবেন।


আবেদন পদ্ধতি :- নিচে দেওয়া ফর্ম ফিলআপ করে, প্রয়োজনীয় ডকুমেন্ট সংযুক্ত করে principle investigator অর্থাৎ তরুণ কান্তি বিশ্বাস মহাশয়ের কাছে জমা দিতে হবে।


নিয়োগ পদ্ধতি :- আবেদনপত্র জমা দেওয়ার পর আপনাদের 24/05/2021 তারিখ 12 টার সময় ইন্টারভিউ দিতে হবে। ইন্টারভিউ আপনাদের J.B. Roy State Ayurvedic Medical College and Hospital, Raja Dinendra Street, Kolkata 700004 – ei ঠিকানায় গিয়ে দিতে হবে, অথবা অনলাইন বা ভার্চুয়ালি আপনাদের ইন্টারভিউ হতে পারে। ইন্টারভিউ তে পাশ করলে আপনাদের নিয়োগ করা হবে।


আবেদন পাঠানোর ঠিকানা :- আবেদনপত্র আপনাদের প্রজেক্ট-এর প্রিন্সিপল investigator অর্থাৎ Professor Dr. Tuhin Kanti Biswas মহাশয় এর কাছে জমা দিতে হবে। Head , Department of Kayachikitsa , J.B. Roy State Ayurvedic Medical College & Hospital, Kolkata


আবেদন পত্রের সঙ্গে যেসমস্ত ডকুমেন্টস  লাগবে :- আধার কার্ড/ ভোটার কার্ড এর জেরক্স , মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাশ সংসাপত্রের জেরক্স , পাসপোর্ট সাইজ ফটো ফর্ম এর সাথে সংযুক্ত করতে হবে এবং সাথে কম্পিউটার সার্টিফিকেট এর জেরক্স।

Join Telegram

Join Facebook

Official  Notification

Click Here

Official  Website

Click Here

Online  Apply

Click Here

“ONLINE TATHYA” বিশ্বস্তচাকরির খবরের ওয়েব পোর্টাল। সর্বদা সঠিক তথ্য যাচাই করে আমাদের ওয়েবসাইটে প্রকাশ করা হয়। তাই প্রতিদিন নিত্যনতুন চাকরির খবরের আপডেট পেতে আমাদের ওয়েবসাইটে প্রতিদিন ভিজিট করুন

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top