যারাএতদিন প্রাইভেট ব্যাংকিং সেক্টরে চাকরির জন্য চেষ্টা করছিলেন তাদের জন্য সুখবর। বিভিন্ন পদে HDFC Life insurance company – কলকাতা, চেন্নাই, মুম্বাই, ব্যাঙ্গালোর, হাইদ্রাবাদ, পুনে, দিল্লি, মুম্বাই (All Areas) ইত্যাদি জায়গায় কর্মী নিয়োগ করতে চলেছে। পুরুষ ও মহিলা উভয় আবেদন করতে পারবেন। কিভাবে আবেদন করবেন, লাস্ট ডেট কবে, বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ, কোথায় আবেদনপত্র জমা দেবেন সমস্ত কিছু নিম্নে আলোচনা করা হল।
1) পদের নাম :- ASSOCIATE MANAGER – CREDIT ANALYST
শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা :- প্রার্থীকে CA/MBA/CFA করতে হবে এবং সাথে দুই থেকে তিন বছরের credit analyst হিসেবে অভিজ্ঞতা থাকতে হবে। এছাড়া প্রার্থীকে Capital line, Ace Equity, Prowess বিষয়ে দক্ষ হতে হবে। সাথে MS office এ ভালো কাজ জানতে হবে।
বেতন :- প্রকাশ করা হয়নি।
• এই পদের জব রোল জানতে এইচডিএফসি লাইফ এর অফিশিয়াল ওয়েবসাইট বা নিচের লিংকে ক্লিক করুন :- Click Here
2) পদের নাম :- CORPORATE AGENCY MANAGER
শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা :- প্রার্থীকে গ্রাজুয়েট বা স্নাতক হতে হবে এবং সাথে এক বছরের সেলস এর অভিজ্ঞতা থাকতে হবে। সাথে ভালো কমিউনিকেশন স্কিল থাকতে হবে।
বয়সসীমা :- প্রার্থীকে অবশ্যই 21-38 বছরের মধ্যে হতে হবে।
বেতন :- 2,00,000 – 3,00,000 প্রতি বছরে।
•এই পদের জব রোল জানতে এইচডিএফসি লাইফ এর অফিশিয়াল ওয়েবসাইট বা নিচের লিংকে ক্লিক করুন :- Click Here
3)পদের নাম :- BUSINESS DEVELOPMENT MANAGER
শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা :- প্রার্থীকে গ্রাজুয়েট বা স্নাতক হতে হবে এবং সাথে দুই বছরের সেলস এর অভিজ্ঞতা থাকতে হবে। সাথে ভালো কমিউনিকেশন স্কিল থাকতে হবে।
বয়স সীমা :- প্রার্থীকে অবশ্যই 21-38 বছরের মধ্যে হতে হবে।
বেতন :-প্রকাশ করা হয়নি।
•এই পদের জব রোল জানতে এইচডিএফসি লাইফ এর অফিশিয়াল ওয়েবসাইট বা নিচের লিংকে ক্লিক করুন :- Click Here
4)পদের নাম :- RELATIONSHIP MANAGER – DIRECT
শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা :- প্রার্থীকে গ্রাজুয়েট বা স্নাতক হতে হবে এবং সাথে এক বছরের সেলস এর অভিজ্ঞতা থাকতে হবে। সাথে ভালো কমিউনিকেশন স্কিল থাকতে হবে।
বয়স সীমা :- প্রার্থীকে অবশ্যই 21-38 বছরের মধ্যে হতে হবে।
বেতন :- 2,00,000 – 3,00,000 প্রতি বছরে।
• এই পদের জব রোল জানতে এইচডিএফসি লাইফ এর অফিশিয়াল ওয়েবসাইট বা নিচের লিংকে ক্লিক করুন :- Click Here
5)পদের নাম :- ASSOCIATE MANAGER – SERVICE RECOVERY KOLKATA ( Assistant)
শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা :- প্রার্থীকে গ্রাজুয়েট বা স্নাতক হতে হবে এবং সাথে দুই থেকে পাঁচ বছরের ইন্সুরেন্স ইন্ডাস্ট্রির অভিজ্ঞতা থাকতে হবে। আবেদনকারীর ঠিকানা কলকাতার মধ্যে হতে হবে
বয়স সীমা :- প্রকাশ করা হয়নি।
বেতন :- প্রকাশ করা হয়নি।
এই পদের জব রোল জানতে এইচডিএফসি লাইফ এর অফিশিয়াল ওয়েবসাইট বা নিচের লিংকে ক্লিক করুন :- Click Here
6)পদের নাম :- DEPUTY MANAGER BROCA
শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা :- প্রার্থীকে MBA/PGDM করতে হবে এবং সাথে তিন থেকে পাঁচ বছরের অ্যাকাউন্ট ম্যানেজার হিসাবে অভিজ্ঞতা থাকতে হবে। আবেদনকারীর বিজনেস মার্কেটিং নিয়ে নলেজ থাকতে হবে।
বয়স সীমা :- প্রকাশ করা হয়নি।
বেতন :- প্রকাশ করা হয়নি।
এই পদের জব রোল জানতে এইচডিএফসি লাইফ এর অফিশিয়াল ওয়েবসাইট বা নিচের লিংকে ক্লিক করুন :- Click Here
7)পদের নাম :- ASSOCIATE MANAGER – CUSTOMER CONNECT
শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা :- প্রার্থীকে Graduation করতে হবে এবং সাথে দুই বছরে ইন্সরেন্স এবং ইন্সুরেন্স পলিসি নিয়ে অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স সীমা :- প্রকাশ করা হয়নি।
বেতন :- প্রকাশ করা হয়নি।
এই পদের জব রোল জানতে এইচডিএফসি লাইফ এর অফিশিয়াল ওয়েবসাইট বা নিচের লিংকে ক্লিক করুন :- Click Here
8)পদের নাম :- ASSOCIATE MANAGER IT PROCUREMENT
শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা :- প্রার্থীকে BE/BTech /MBA করতে হবে এবং সাথে IT/ ITES/ BFSI/ Pharma বিষয়ে 2 থেকে 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স সীমা :- প্রকাশ করা হয়নি।
বেতন :- 3,00,000 – 5,00,000 প্রতি বছরে ।
এই পদের জব রোল জানতে এইচডিএফসি লাইফ এর অফিশিয়াল ওয়েবসাইট বা নিচের লিংকে ক্লিক করুন :- Click Here
9)পদের নাম :- EXE ABM / SR. ABM AGENCY PARTNER CHANNEL (APC CHANNEL) : AGRA
শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা :- আবেদনকারীকে অবশ্যই গ্র্যাজুয়েট পাশ করতে হবে। আবেদনকারীর চার বছরের অভিজ্ঞতা থাকতে হবে লাইফ ইন্সুরেন্স এজেন্সি থেকে।
বয়স সীমা :- প্রকাশ করা হয়নি।
বেতন :- 6,00,000 – 8,50,000 প্রতি বছরে ।
এই পদের জব রোল জানতে এইচডিএফসি লাইফ এর অফিশিয়াল ওয়েবসাইট বা নিচের লিংকে ক্লিক করুন :- Click Here
আবেদন পদ্ধতি :-
i) প্রথমে HDFC অফিশিয়াল ওয়েবসাইটে যেতে হবে – https://www.hdfclife.com
ii) এরপর প্রথম পেজ থেকে About HDFC Life এর under এ বা নিচে ক্যারিয়ার অপশনটি সিলেক্ট করুন।( এভাবে যদি না পান তাহলে 3 ডটস এ ক্লিক করুন তারপর নিচের ডান দিকে ক্যারিয়ার অপশনটি সিলেক্ট করুন)
iii) এরপর Current Opening অপশনটি সিলেক্ট করুন।
iv) সমস্ত নির্দেশনাবলী গুলি পড়ে আপনাকে Apply বাটনটিতে ক্লিক করতে হবে।
v) এরপর আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা অন্যান্য স্কিল বা দক্ষতা গুলি ফিলাপ করতে হবে।
vi) এরপর আবেদনকারীর অ্যাপ্লিকেশনটি একবার পুনরায় চেক করে নেওয়ার পর সাবমিট বাটন টি তে ক্লিক করতে হবে।
নিয়োগ পদ্ধতি :-
HDFC Life আবেদনকারীর তৎপরতা এবং HR ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্য প্রার্থী নির্বাচন করবে।
Official Notification |
|
Official Website |
|
Online Apply |
“ONLINE TATHYA” বিশ্বস্ত চাকরির খবরের ওয়েব পোর্টাল। সর্বদা সঠিক তথ্য যাচাই করে আমাদের ওয়েবসাইটে প্রকাশ করা হয়। তাই প্রতিদিন নিত্যনতুন চাকরির খবরের আপডেট পেতে আমাদের ওয়েবসাইটে প্রতিদিন ভিজিট করুন ৷