রাজ্যে খাদ্য দপ্তরে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ। Food SI Recruitment 

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে রাজ্যের খাদ্য দপ্তর নিয়ে এসেছে বেকার যুবক যুবতীর জন্য চাকরির এক বড় সুযোগ। পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য দপ্তরে ফুড এস আই পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশকিভাবে আবেদন করবেন ,যোগ্যতা,বয়স, বেতন সম্পর্কিত যাবতীয় তথ্য রইলো এই প্রতিবেদনে। রাজ্যে খাদ্য দপ্তরে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ। Food SI Recruitment 

20230823 223227

বিষয়বস্তু এক নজরে

বিজ্ঞপ্তি নম্বর – 04/2023

পদের নাম- ফুড সাব ইন্সপেক্টর /Food SI 

শূন্যপদ – ৪৮০ টি (অসংরক্ষিত – ২২০, SC – ৯৭, ST – ২৯, OBC(A) – ৪৮, OBC(B) – ৩৪, PwBD-১৯, এক্স সার্ভিস ম্যান -২৪,MSP -৯)

শিক্ষাগত যোগ্যতা – মাধ্যমিক পাস যোগ্যতাই আবেদন করতে পারবেন।  এছাড়া, অবশ্যই লিখতে ও পড়তে জানতে হবে। 

বয়স –আবেদনকারীর বয়স ১৮ বছর থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে।  বয়স ধরতে হবে ১ই জানুয়ারী ২০২৩ এর ভিত্তিতে। এছাড়া সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সের ছাড় পাবে।

বেতন- পে লেভেল ৬ অণুযায়ী প্রতিমাসে ২২৭০০ টাকা থেকে ৫৮৫০০ টাকা পর্যন্ত।  

আবেদন পদ্ধতি – সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। প্রথমে WBPSC র অফিসিয়াল ওয়েবসাইট এ গিয়ে আপনার নাম রেজিস্ট্রেশন করতে হবে। তার পর ইউসার নাম ,পাসওয়ার্ড দিয়ে পেজ এ লগ ইন করে ফ্রম ফিলাপ করতে হবে। 

নিয়োগ পদ্ধতি- প্রথমে লিখিত পরীক্ষা  ও পরে ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে। মোট ১০০ নম্বর এ পরীক্ষা হবে।  জেনারেল স্টাডিজ ৫০ নম্বর এবং এরিথমেটিক ৫০ নম্বর এর। সময় দেওয়া হবে ১ ঘন্টা ৩০ মিনিট। লিখিত পরীক্ষায় পাস করলে ইন্টারভিউ এর জন্য ডাকা হবে। ইন্টারভিউ ২০ নম্বর এর। 

আবেদন শুরু – ২৩ শে অগাস্ট ২০২৩ থেকে আবেদন শুরু। 

আবেদন শেষ –২০ শে সেপ্টেম্বর ২০২৩ পর্যন্ত। 

আবেদন ফি –প্রত্যেক প্রার্থীদের জন্য আবেদন ফী ১১০ টাকা। আবেদন ফি জমা দেওয়া যাবে ডেবিট কার্ড /ক্রেডিট কার্ড / নেট ব্যাঙ্কিং এর মাধ্যমে। ST/SC/প্রতিবন্ধী প্রার্থীদের কোনো আবেদন ফি লাগবে না।

আবেদন করার লিংক – ক্লিক করুন 

অফিসিয়াল বিজ্ঞপ্তি লিংক – ক্লিক করুন 

পৌরসভায় কর্মী নিয়োগ – ক্লিক করুন 

Canva Official Website Link: Click

জেল পুলিশ নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখুন

কিভাবে ফেইসবুক মার্কেটিং শুরু করবেন- জানুন 

সোশ্যাল মিডিয়া বিজ্ঞাপন কীভাবে কাজে লাগাবেন- জানুন 

ডিজিটাল মার্কেটিং কি? – CLICK NOW

কেন করবো ডিজিটাল মার্কেটিং? – CLICK NOW

Join Telegram  :-Click Here

 

 

Leave a Comment