ESIC Recruitment 2021: 6552 শূন্যপদে শ্রমদপ্তরে ক্লার্ক নিয়োগ

সরকারি চাকরির খবর 2021: 6552 শূন্যপদে Upper Division Clerk/Upper Division Clerk Cashier Stenographer (Group-C) পদে নিয়োগের বিঞ্জপ্তি প্রকাশিত হয়েছে ৷ ভারতবর্ষের যে কোনো নাগরিক আবেদন করতে পারবেন অর্থাৎ পশ্চিমবঙ্গের যে কনো জেলা থেকে পুরুষ ও মহিলা উভয় পার্থীরা আবেদন করতে পারবেন ৷ পার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন ৷ বিস্তারিত নীচে জানানো হল- ESIC Recruitment 2021

ESIC Recruitment 2021: Vacancy Details

শূন্যপদ:- 6,552

Stenographer :- 246 টি

Upper Division Clerk :- 6,306 টি

ESIC Recruitment 2021: Eligibility Criteria Education Qualification

1) Stenographer :- আবেদনকারী কে উচ্চমাধ্যমিক পাশ করতে হবে যে কোনো Recognized Board বা University থেকে ৷


[আরও পড়ুন :- মাধ্যমিক পাশে 841 টি শূন্যপদে RBI এ  “Office Attendant” পদে নিয়োগ]


2) Upper Division Clerk :- আবেদনকারী কে গ্র্যাজুয়েট পাশ করতে হবে যে কোনো Recognized University থেকে ৷ এবং পার্থীকে কম্পিউটারের দক্ষ থাকতে হবে ৷


ESIC Recruitment 2021: Age Limit

আবেদনকারীর বয়স হতে হবে 18 থেকে 27 বছরের মধ্যে ৷ সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণির পার্থীরা বয়সে ছাড় পাবেন ৷


ESIC Recruitment 2021: Salary 

বেতন :- ESIC  Upper Division Clerk/Upper Division Clerk Cashier এবং stenographer পদের ক্ষেত্রে মূল বেতন দেওয়া হবে Level-4 অনুযায়ী 25,500 থেকে 81,100  টাকা পর্যন্ত ৷

[আরও পড়ুন :- Ramakrishna Mission Boys’ Home Industrial Training Centre Recruitment 2021]

Esic Recruitment 2021: Selection Process

For Upper Division Clerk/ Clerk-Cashier Posts :-

The selection of the eligible candidates for the post of UDC will be done through the following parameters:

  • 75% by direct recruitment by written examination.
  • 15% by promotion on the basis of seniority cum fitness.
  • 10% by Limited Departmental Competitive Examination

For Stenographer Posts :-

The direct recruitment process will be conducted to select the eligible candidates for the post of Stenographer.


How to Apply for ESIC Recruitment 2021:

আবেদন করতে ইচ্ছুক ব্যাক্তিরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন ৷ অনলাইনে আবেদন পক্রিয়া শুরু হলে আমাদের YouTube Chanel এ আপডেট পেয়ে যাবেন৷


অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করুন :- Click Here

অফিসিয়াল ওয়েবসাইট :- Click Here

বিস্তারিত জানুন :- Click Here

সমস্ত আপডেট পেতে এখনই  আমাদের টেলিগ্রাম চ্যানেল  Join হন 



ONLINE TATHYA বিশ্বস্ত চাকরির খবরের ওয়েব পোর্টাল। সর্বদা সঠিক তথ্য যাচাই করে আমাদের ওয়েবসাইটে প্রকাশ করা হয়। তাই প্রতিদিন নিত্যনতুন চাকরির খবরের আপডেট পেতে আমাদের ওয়েবসাইটে প্রতিদিন ভিজিট করুন ৷


Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top