Duare Tran Application Form Download and Fill Up | দুয়ারে ত্রাণ প্রকল্পের ফর্ম ডাউনলোড এবং আবেদন পদ্ধতি

Duare Tran Prakalpa: রাজ্যে Cyclone Yaas বা ঘূর্ণিঝড় যশ এর ক্ষতিপূরণের জন্য। পশ্চিমবঙ্গ রাজ্য সরকার “দুয়ারে ত্রাণ” প্রকল্প চালু করেছে ৷ “Duare Tran” প্রকল্পে পশ্চিমবঙ্গ সরকার ১০০০ কোটি টাকা বরাদ্দ করেছে। কোন খাতে কত ক্ষতিপূরণ দেওয়া হবে, কারা ক্ষতিপূরণের জন্য আবেদন করতে পারবেন, কি ভাবে আবেদন করবেন, কিভাবে টাকা পাবেন আজকের এই পোষ্টে আলোচনা করা হল। একদম নীচে “Duare Tran” ফর্ম ডাউনলোডের লিঙ্ক দেওয়া হল ৷ Download Duare Tran Application Form

Duare Tran Scheme:- এই নতুন স্কিমটি বা প্রকল্পটি আনা হয়েছে রাজ্যবাসীদের ইয়াস সাইক্লোনের ক্ষতিপূরণ দেবার জন্য। এই প্রকল্পের জন্য 1,000 কোটি টাকা অর্থ বরাদ্দ করেছে রাজ্য সরকার। এই প্রকল্পের মাধ্যমে সকল ক্ষতিগ্রস্তদের ব্যাঙ্ক একাউন্টে সরাসরি টাকা পৌঁছে যাবে।


Duare Tran” প্রকল্পের সুবিধার জন্য “দুয়ারে ত্রাণ” ফর্ম প্রিন্ট আউট করে আবেদন করতে পারবেন। ফর্ম ফিলআপ করে আপনার গ্রাম পঞ্চায়েত বা ব্লক অফিসে যে দুয়ারে ত্রাণ শিবির বসবে সেখানে সরাসরি জমা করতে হবে ৷


“দুয়ারে ত্রাণ” প্রকল্পে কোন তারিখে কি কি কাজ করা হবে ?

1) “দুয়ারে ত্রাণ” প্রকল্পে আবেদন ফর্ম জমা করতে হবে (“Duare Tran” Submit application Date) 3/06/2021 থেকে 18/06/2021 এর মধ্যে ৷

2) “দুয়ারে ত্রাণ” প্রকল্পে আবেদন পত্র ক্ষতিয়ে দেখা হবে (“Duare Tran” Review and Scrutiny Date) 19/06/2021 থেকে 30/06/2021 পর্যন্ত ৷

June – 19 to 30

 3) “দুয়ারে ত্রাণ” প্রকল্পে ক্ষতিগ্রস্তদের সরাসরি ব্যাংকে টাকা দেওয়া হবে (Duare Tran Amount Credited to beneficiary bank account directly) 01/07/2021 থেকে 07/07/2021 পর্যন্ত ৷


“দুয়ারে ত্রাণ” প্রকল্পে কোন খাতে কত টাকা দেওয়া হবে ?


1.পুরোপুরিভাবে ভেঙে পড়া বাড়ি ঠিক করতে ক্ষতিগ্রস্তদের Rs 20,000/- টাকা দেওয়া হবে৷

2.আংশিক ক্ষতিগ্রস্তদের Rs 5,000/- টাকা দেওয়া হবে ৷

3.শস্য নষ্ট হবার জন্য Rs 1,000/-  থেকে 2,500/- টাকা দেওয়া হবে ৷

4.মহিষ কিংবা গরুর মৃত্যুর ক্ষতিপূরণের জন্য Rs 30,000/- টাকা দেওয়া হবে ৷

5.ছাগল ভেড়া মারা গেলে বা ভেসে গেলে Rs 3,000/- টাকা দেওয়া হবে ৷

6.বাছুর মারা গেলে বা ভেসে গেলে Rs 1,600/- টাকা দেওয়া হবে ৷

7.পানচাষীদের ক্ষতিপূরণের Rs 5,000/- টাকা দেওয়া হবে ৷

8.মৎস্যজীবীদের পুরোপুরি ভাবে ক্ষতিগ্রস্ত নৌকা মেরামতি করতে Rs 5,000/- টাকা দেওয়া হবে ৷

9.আংশিক ক্ষতিগ্রস্ত নৌকা ঠিক করতে Rs 500/- টাকা দেওয়া হবে ৷

10.জাল কেনা বাবদ Rs 2,600/- টাকা দেওয়া হবে ৷

11.তাঁতিদের সরঞ্জাম মেরামত যন্ত্রপাতি কেনার জন্য ও আর্থিক ক্ষতিপূরণ দেওয়া হবে Rs 4,100/- টাকা দেওয়া হবে ৷

12.গুদাম ক্ষতিগ্রস্তদের Rs 10,000/- টাকা দেওয়া হবে ৷

“Duare Tran” form Filup Step By step :- Click Here

“Duare Tran” Official website :- Click Here

“Duare Tran” Official Form :- Click Here

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top