রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য সুখবর। রাজ্যের ডাইমন্ডহারবার বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও লাইব্রেরিয়ান পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকে আবেদন করতে পারবেন। আবেদন পদ্ধতি, শিক্ষাগত যোগ্যতা সহ বিস্তারিত জেনে নিন আজকের এই প্রতিবেদনে।
পদের নাম :- Teacher (Botany)
মোট শূন্যপদ :- ২ টি।
পদের নাম :- Librarian (Central Library)
মোট শূন্যপদ :- ১ টি।
শিক্ষাগত যোগ্যতা :- উভয় পদের ক্ষেত্রে সংশ্লিষ্ট বিভাগে UGC নিয়ম অনুযায়ী নির্ধারিত হবে।
বেতন :- প্রতিমাসে চাকুরিপ্রার্থীদের ৩০ হাজার টাকা বেতন দেওয়া হবে।
আবেদন পদ্ধতি :- আবেদনে ইচ্ছুক প্রার্থীরা অফলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। নিচের দেওয়া লিংকে ক্লিক করে আবেদনপত্র ডাউনলোড করে সঠিকভাবে পূরণ করে প্রয়োজনীয় ডকুমেন্টস সংযুক্ত করে নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা :- Office of the Registar, Diamond Harbour, Women’s University, Diamond Harbour Road, Sarisha, South 24 Parganas, West Bengal- 743368.
আবেদন করার শেষ তারিখ :- ৩০ আগস্ট ২০২২ তারিখের মধ্যে আবেদনপত্র জমা করতে হবে।
আবেদন ফি :- আবেদন ফি বাবদ ২০০ টাকা ধার্য করা হয়েছে। আবেদন ফি জমা দেওয়া যাবে ডিমান্ড ড্রাফটের মাধ্যমে।
নিয়োগ স্থান :- ডাইমন্ড হারবার মহিলা বিশ্ববিদ্যালয়।
Official Notification |
|
Offline Apply |
|
Daily Job News |
“ONLINE TATHYA“বিশ্বস্ত চাকরির খবরের ওয়েবপোর্টাল। সর্বদা সঠিক তথ্য যাচাই করে আমাদের ওয়েবসাইটে প্রকাশ করা হয়। তাই প্রতিদিন নিত্যনতুন চাকরির খবরের আপডেট পেতে আমাদের ওয়েবসাইটে প্রতিদিন ভিজিট করুন ৷