Digital Marketing

ডিজিটাল মার্কেটিং এর সুবিধা । Benefits of Digital Marketing

আপনাদের অনেকের মনেই প্রশ্ন আছে হয়তো যে ডিজিটাল মার্কেটিং এর ভবিষ্যৎ কি?এবং এগুলো করতে কিকি লাগবে বা এর পদ্ধতি কি?

ডিজিটাল মার্কেটিং হল প্রজুক্তি র মাধ্যমে মার্কেটিং করার কৌশল। অর্থাৎ সহজে বলতে গেলে ইন্টারনেট এবং গাজেট মারফৎ বিজনেস করার কৌশল কেই ডিজিটাল মার্কেটিং বলে ।

ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে আপনি যেমন বাড়ীতে বসেই আপনার পছন্দ মতো জিনিস অর্ডার করতে পারছেন তেমনি কোন ব্যাবসায়ী  এই ডিজিটাল মার্কেটিং এর মাধ্যম টিকে কাজে লাগিয়ে তাঁর ব্যাবসা লাভজনক করে তুলতে পারছেন।এই ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে শুধু জিনিস কেনা বেচা নয় এর মাধ্যমে আপনি আপনার ব্যাবসার প্রোডাক্ট , কোয়ালিটি, কোয়ান্টিটি ইত্যাদি সম্বন্ধে বিস্তারিত তথ্য কাস্টমার দের জানাতে পারবেন বা অ্যাড দিতে পারবেন।এক কথায় ডিজিটাল মার্কেটিং আমাদের জীবনে বা ভবিষ্যৎ প্রজন্মের কাছে আশীর্বাদের মত।

ডিজিটাল মার্কেটিং কি?

এক কথায় , ইন্টারনেট এবং গাজেট(মোবাইল ,কম্পিউটার,ট্যাব) ব্যবহার করে ব্যাবসা করার কৌশল ই হল ডিজিটাল মার্কেটিং।

এর কি কোন সুবিধা আছে?

হ্যাঁ ,ডিজিটাল মার্কেটিং এর সুবিধা অসংখ্য ,এর অপকারিতা নেই বললেই চলে।

১) ডিজিটাল মার্কেটিং এর সবথেকে বড় সুবিধা হল,আপনি যখন ঘুমবেন তখনও ইনকাম করতে পারবেন। অর্থাৎ আপনি যে প্রোডাক্ট টির মার্কেটিং করছেন সেটি সারা বিশ্বের  মধ্যে কেউ না কেউ সার্চ করে দেখছেন এবং সে জিনিস টি কিনছে আর আপনার ইনকাম হচ্ছে।

২) সাধারন ভাবে কোন প্রোডাক্ট বিক্রির জন্য আপনাকে দোকানে দোকানে ঘুরতে হবে, অথবা প্রত্যেক বাড়ির দরজায় নক করে সেই জিনিসটি উপকারিতা সম্বন্ধে বোঝাতে হবে। কিন্তু ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে আপনি একটি মাত্র ক্লিক এ সারা পৃথিবীর সামনে আপনার প্রোডাক্ট তুলে ধরতে পারবেন।এবং এখানে আপনাকে কাস্টমার খুঁজতে হবে না,কাস্টমার আপনার প্রোডাক্ট খুঁজবে।  

৩) ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে ফিক্সড রেট এ আপনার প্রোডাক্ট বিক্রি করতে পারবেন এখানে দামা দামির কোন ঝামেলা থাকে না।

৪)খুব কম সময় আপনি টার্গেট  কাস্টমার পেতে পারবেন। যার ফলে দিন দিন আপনার বিক্রয় বৃদ্ধি পাবে।

এছারাও,

৫) ডিজিটাল মার্কেটিং এ স্পষ্টতা এবং স্বচ্ছতা তৈরি হয় যার ফলে কাস্টমার এবং প্রতিষ্ঠানের মধ্যে এক ধরনের গভীর সম্পর্ক তৈরী হয় যা ব্যবসাকে খুবই উন্নত এবং সমৃদ্ধ করে তোলে ।

৬ ) কাস্টমারের সমস্ত তথ্য বিশ্লেষণের জন্য পৃথিবীতে এত সহজ মাধ্যম আগে কোনদিন তৈরি হয় নাই, যার ফলে ডিজিটাল মার্কেটিং দিনদিন খুবই জনপ্রিয় হয়ে যাচ্ছে এবং প্রচণ্ড রকমের কার্যকারী হয়ে যাচ্ছে।

৭) Digital Marketing এর মাধ্যমে আপনার ব্যবসায় রিটার্ন অন ইনভেস্টমেন্ট খুব তাড়াতাড়ি পাওয়া যায় এবং কম খরচে বেশি মুনাফা অর্জন করা যায় যার কারণে ডিজিটাল মার্কেটিং জানা অবশ্যই দরকার।

ডিজিটাল মার্কেটিং করতে কিকি দরকার?

নূন্যতম  ৩ টি জিনিস দরকার।  

 ১) একটি ভাল ইন্টারনেট কানেকশন। 

২) একটি ডিভাইস (মোবাইল, কম্পিউটার, ট্যাব )

৩) একটি ভাল কনটেন্ট /প্রোডাক্ট যাতে সাধারন জনগনের Demand রয়েছে।

কীভাবে ডিজিটাল মার্কেটিং করবেন?

আমরা প্রতিদিন যে সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম গুলি ব্যবহার করি , খুব সহজেই তার মাধ্যমেই ডিজিটাল মার্কেটিং করতে পারি। 

এই সম্বন্ধে বিস্তারিত জানতে অবশ্যই এই লিঙ্ক এ ক্লিক করুন- Click

প্রজুক্তি নির্ভর এই দুনিয়ায় ডিজিটাল মার্কেটিং শিখে অন্যকে শিখিয়েও আপনি খুব ভাল ইনকাম করতে পারবেন। আমরা ভবিষ্যতের দিকে এগোবো ততই এর প্রয়োজনীয়তা টা বাড়তেই থাকবে।

 আমাদের শেষকথা,  

এখন সমস্ত বড় বড় কম্পানি রা ডিজিটাল মার্কেটিং এর জন্য কর্মী নিয়োগ করেন। যেখানে আপনাকে শুধু মাত্র YouTube, Facebook, Instagram এ ডিজিটাল মার্কেটিং করার অভিজ্ঞতা থাকতে হবে। ডিজিটাল মার্কেটিং করে আপনি নিজের বিজনেস এর জন্য বা কোন কম্পানির ফ্রীলান্সার হিসাবেও কাজ করতে পারেন। আমাদের ভবিষ্যৎ ডিজিটাল নির্ভর হয়ে উঠেছে তাই কাধে কাধ মিলিয়ে লড়াই করে ভাল ইনকামের জন্য ডিজিটাল মার্কেটিং শেখা অত্যন্ত জরুরি।

 

Scroll to Top