মাধ্যমিক পাশে শিশু সুরক্ষা দপ্তরে বাঁকুড়া জেলায় কর্মী নিয়োগ

বাঁকুড়া জেলার বেকার যুবক যুবতীদের জন্য একটি বড় চাকরির সুযোগ নিয়ে এল শিশু কল্যাণ দপ্তর। মাধ্যমিকউচ্চমাধ্যামিক পাশে ক্লার্ক ,হউস কিপার ছারাও বিভিন্ন পদে কর্মী নিয়োগ চলছে। এই পদ গুলিতে কীভাবে আবেদন করবেন , যোগ্যতা কি লাগছে, বয়স সম্পর্কে নানা বিস্তারিত তথ্য জানতে অবশ্যই প্রতিবেদন টি পড়ুন …

আবেদন শুরুর তারিখঃ ২৮/০৯/২০২২ থেকে।  

আবেদন শেষের তারিখঃ ২১/১০/২০২২ পর্যন্ত আবেদন করতে পারবেন।  

বিজ্ঞপ্তি নাম্বার – 537/DCPS/BNK

পদের নাম- হউস ফাদার

যোগ্যতা – উচ্চ মাধ্যমিক পাশ করতে হবে, সাথে এই ক্ষেত্রে তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়স- প্রার্থীর বয়স হতে হবে ২১ থেকে ৪০ বছরের মধ্যে ।

বেতনঃ প্রতিমাসে ১২১০০ টাকা।

পদের নামঃ হউস কিপার।

যোগ্যতা – মাধ্যমিক পাশ করতে হবে, সাথে এই ক্ষেত্রে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়স- প্রার্থীর বয়স হতে হবে ১৮ থেকে ৪০ বছরের মধ্যে ।

বেতনঃ প্রতিমাসে ১২০০০ টাকা।

উপরের পদ দুটির জন্য অবশ্যই বাঁকুড়া জেলার বাসিন্দা হতে হবে।

বিজ্ঞপ্তি নাম্বার : 538/DCPS/BNK

পদের নাম- বেঞ্চ ক্লার্ক

যোগ্যতা – উচ্চ মাধ্যমিক পাশ করতে হবে, সাথে কম্পিউটার সম্বন্ধে Knowledge থাকতে হবে।

বয়স- প্রার্থীর বয়স হতে হবে ২১ থেকে ৪০ বছরের মধ্যে ।

বেতনঃ প্রতিমাসে ১৩৫০০ টাকা।

পদের নাম- LDC -cum-typist

যোগ্যতা – মাধ্যমিক পাশ করতে হবে ,সাথে কম্পিউটার সম্বন্ধে Knowledge থাকতে হবে।

বয়স- প্রার্থীর বয়স হতে হবে ২১ থেকে ৪০ বছরের মধ্যে ।

বেতনঃ প্রতিমাসে ১৩৫০০ টাকা।

পদের নাম- কাউন্সিলর

যোগ্যতা –যেকোনো প্রতিষ্ঠান থেকে সাইকোলজি নিয়ে গ্র্যাজুয়েট পাশ করে থাকলে আবেদন করতে পারবেন ।এছারাও কম্পিউটার জানা, এবং ২ বছরের অভিজ্ঞতা থাকলে এই পদ টির জন্য আবেদন করতে পারবেন ।

বয়স- প্রার্থীর বয়স হতে হবে ২১ থেকে ৪০ বছরের মধ্যে ।

বেতনঃ প্রতিমাসে ১৩৫০০ টাকা।

এই পদটির জন্য সমস্ত ভারতীও চাকরি প্রার্থী আবেদন করতে পারবেন।

বিজ্ঞপ্তি নাম্বার : 539/DCPS/BNK

পদের নাম- DCPU,কাউন্সিলর

যোগ্যতা –যেকোনো প্রতিষ্ঠান থেকে সোশ্যাল ওয়ার্ক / সাইকোলজি নিয়ে গ্র্যাজুয়েট পাশ করে থাকলে আবেদন করতে পারবেন ।এছারাও কম্পিউটার জানা, এবং ২ বছরের অভিজ্ঞতা থাকলে এই পদ টির জন্য আবেদন করতে পারবেন ।

বেতনঃ প্রতিমাসে ১৫৪০০ টাকা।

এই পদটির জন্য সমস্ত ভারতীও চাকরি প্রার্থী আবেদন করতে পারবেন।

আবেদন পদ্ধতি : শুধুমাত্র অনলাইন এর মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনকারীকে অবশ্যই www.bankura.gov.in ওয়েবসাইট এ গিয়ে আপনার নামটি রেজিস্ট্রেশান করাতে হবে।প্রার্থীর স্বাক্ষর (১০kb) এবং সম্প্রতি তোলা (২০ kb)সাইজের ছবি এছাড়া সমস্ত ডকুমেন্টস JPG format এ  স্ক্যান করে আপলোড করতে হবে।

নিয়োগ পদ্ধতিঃ লিখিত পরীক্ষা, কম্পিউটার টেস্ট ও ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে।

আরও বিস্তারিত জানার জন্য অবশ্যই PDF ডাউনলোড করার লিঙ্ক থেকে PDF টি ডাউনলোড করে নেবেন।

গুরুত্বপূর্ণ লিঙ্ক 

অফিসিয়াল বিজ্ঞপ্তি  :-

537/DCPS/BNK

538/DCPS/BNK

539/DCPS/BNK

 অফিসিয়াল ওয়েবসাইট :-Click Here

ফর্মফিলাপ ওয়েবসাইট : Click Here

Join Telegram  :-Click Here

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top