বাঁকুড়া জেলার বেকার যুবক যুবতীদের জন্য একটি বড় চাকরির সুযোগ নিয়ে এল শিশু কল্যাণ দপ্তর। মাধ্যমিক ও উচ্চমাধ্যামিক পাশে ক্লার্ক ,হউস কিপার ছারাও বিভিন্ন পদে কর্মী নিয়োগ চলছে। এই পদ গুলিতে কীভাবে আবেদন করবেন , যোগ্যতা কি লাগছে, বয়স সম্পর্কে নানা বিস্তারিত তথ্য জানতে অবশ্যই প্রতিবেদন টি পড়ুন …
আবেদন শুরুর তারিখঃ ২৮/০৯/২০২২ থেকে।
আবেদন শেষের তারিখঃ ২১/১০/২০২২ পর্যন্ত আবেদন করতে পারবেন।
বিজ্ঞপ্তি নাম্বার – 537/DCPS/BNK
পদের নাম- হউস ফাদার
যোগ্যতা – উচ্চ মাধ্যমিক পাশ করতে হবে, সাথে এই ক্ষেত্রে তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স- প্রার্থীর বয়স হতে হবে ২১ থেকে ৪০ বছরের মধ্যে ।
বেতনঃ প্রতিমাসে ১২১০০ টাকা।
পদের নামঃ হউস কিপার।
যোগ্যতা – মাধ্যমিক পাশ করতে হবে, সাথে এই ক্ষেত্রে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স- প্রার্থীর বয়স হতে হবে ১৮ থেকে ৪০ বছরের মধ্যে ।
বেতনঃ প্রতিমাসে ১২০০০ টাকা।
উপরের পদ দুটির জন্য অবশ্যই বাঁকুড়া জেলার বাসিন্দা হতে হবে।
বিজ্ঞপ্তি নাম্বার : 538/DCPS/BNK
পদের নাম- বেঞ্চ ক্লার্ক
যোগ্যতা – উচ্চ মাধ্যমিক পাশ করতে হবে, সাথে কম্পিউটার সম্বন্ধে Knowledge থাকতে হবে।
বয়স- প্রার্থীর বয়স হতে হবে ২১ থেকে ৪০ বছরের মধ্যে ।
বেতনঃ প্রতিমাসে ১৩৫০০ টাকা।
পদের নাম- LDC -cum-typist
যোগ্যতা – মাধ্যমিক পাশ করতে হবে ,সাথে কম্পিউটার সম্বন্ধে Knowledge থাকতে হবে।
বয়স- প্রার্থীর বয়স হতে হবে ২১ থেকে ৪০ বছরের মধ্যে ।
বেতনঃ প্রতিমাসে ১৩৫০০ টাকা।
পদের নাম- কাউন্সিলর
যোগ্যতা –যেকোনো প্রতিষ্ঠান থেকে সাইকোলজি নিয়ে গ্র্যাজুয়েট পাশ করে থাকলে আবেদন করতে পারবেন ।এছারাও কম্পিউটার জানা, এবং ২ বছরের অভিজ্ঞতা থাকলে এই পদ টির জন্য আবেদন করতে পারবেন ।
বয়স- প্রার্থীর বয়স হতে হবে ২১ থেকে ৪০ বছরের মধ্যে ।
বেতনঃ প্রতিমাসে ১৩৫০০ টাকা।
এই পদটির জন্য সমস্ত ভারতীও চাকরি প্রার্থী আবেদন করতে পারবেন।
বিজ্ঞপ্তি নাম্বার : 539/DCPS/BNK
পদের নাম- DCPU,কাউন্সিলর
যোগ্যতা –যেকোনো প্রতিষ্ঠান থেকে সোশ্যাল ওয়ার্ক / সাইকোলজি নিয়ে গ্র্যাজুয়েট পাশ করে থাকলে আবেদন করতে পারবেন ।এছারাও কম্পিউটার জানা, এবং ২ বছরের অভিজ্ঞতা থাকলে এই পদ টির জন্য আবেদন করতে পারবেন ।
বেতনঃ প্রতিমাসে ১৫৪০০ টাকা।
এই পদটির জন্য সমস্ত ভারতীও চাকরি প্রার্থী আবেদন করতে পারবেন।
আবেদন পদ্ধতি : শুধুমাত্র অনলাইন এর মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনকারীকে অবশ্যই www.bankura.gov.in ওয়েবসাইট এ গিয়ে আপনার নামটি রেজিস্ট্রেশান করাতে হবে।প্রার্থীর স্বাক্ষর (১০kb) এবং সম্প্রতি তোলা (২০ kb)সাইজের ছবি এছাড়া সমস্ত ডকুমেন্টস JPG format এ স্ক্যান করে আপলোড করতে হবে।
নিয়োগ পদ্ধতিঃ লিখিত পরীক্ষা, কম্পিউটার টেস্ট ও ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে।
আরও বিস্তারিত জানার জন্য অবশ্যই PDF ডাউনলোড করার লিঙ্ক থেকে PDF টি ডাউনলোড করে নেবেন।
গুরুত্বপূর্ণ লিঙ্ক
অফিসিয়াল বিজ্ঞপ্তি :-
539/DCPS/BNK
অফিসিয়াল ওয়েবসাইট :-Click Here
ফর্মফিলাপ ওয়েবসাইট : Click Here