এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া র তরফ থেকে মাধ্যামিক পাশে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হল। জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ও সিনিয়র অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ হবে। এই সমস্ত পদে কীভাবে আবেদন করবেন, শিক্ষাগত যোগ্যতা সহ সমস্ত বিস্তারিত তথ্য প্রতিবেদনে দেওয়া থাকলো।
বিজ্ঞপ্তি নম্বর :- SR/01/2022
আবেদন শুরু :- ১ সেপ্টেম্বর ২০২২
আবেদন শেষ :- ৩০ সেপ্টেম্বর ২০২২ পর্যন্ত।
পদের নাম :- জুনিয়র অ্যাসিস্ট্যান্ট (Fire Service)
শিক্ষাগত যোগ্যতা :- মাধ্যামিক পাস সহ ৫০% নাম্বার সহ Automobile/মেকানিকাল/ফায়ার এ ৩ বছরের Diploma করা থাকতে হবে। অথবা উচ্ছমাধ্যামিকে ৫০% নাম্বার থাকলে আবেদন করতে পারবেন। এছারাও অবশ্যই আপনার ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।
বয়স :- প্রার্থীর বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে।বয়স হিসেবে করতে হবে ২৫/০৮/২০২২ এর মধ্যে। এছাড়াও OBC/SC/ST প্রার্থীরা সরকারি মতে যেমন বয়স এর ছাড় পায় তেমনই পাবে।
বেতন :- প্রতিমাসে ৩১ হাজার টাকা থেকে ৯২ হাজার টাকা পর্যন্ত।
শূন্যপদ :- ১৩২ টি।
পদের নাম :- জুনিয়র অ্যাসিস্ট্যান্ট(Office)
শিক্ষাগত যোগ্যতা :- এই পদটির জন্য যে কোন শাখায়ে গ্র্যাজুয়েট হতে হবে। এছারাও কম্পিউটার এ টাইপিং স্পিড মিনিটে ৩০ টি ওয়ার্ড টাইপিং করার দক্ষতা থাকতে হবে। এছারাও ২ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন :- প্রতি মাসে ৩১ হাজার টাকা থেকে ৯২ হাজার টাকা পর্যন্ত।
বয়স: প্রার্থীর বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে।বয়স হিসেবে করতে হবে ২৫/০৮/২০২২ এর মধ্যে। এছাড়াও OBC/SC/ST প্রার্থীরা সরকারি মতে যেমন বয়স এর ছাড় পায় তেমনই পাবে।
শূন্যপদ :- ১০ টি।
পদের নাম :- সিনিয়র অ্যাসিস্ট্যান্ট। (Accounts)
শিক্ষাগত যোগ্যতা :- B.Com পাস হতে হবে।এছারাও সংশ্লিষ্ট দপ্তরে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন :- প্রতিমাসে বেতন ৩৬ হাজার থেকে ১ লক্ষ ১০ হাজার টাকা পর্যন্ত।
বয়স :- প্রার্থীর বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে।বয়স হিসেবে করতে হবে ২৫/০৮/২০২২ এর মধ্যে। এছাড়াও OBC/SC/ST প্রার্থীরা সরকারি মতে যেমন বয়স এর ছাড় পায় তেমনই পাবে।
শূন্যপদ :- ১৩ টি।
পদের নাম :- সিনিয়র অ্যাসিস্ট্যান্ট(Official Language)
শিক্ষাগত যোগ্যতা :- হিন্দি এবং ইংলিশ এ গ্র্যাজুয়েট পাস করা থাকলে আবেদন করতে পারবেন।
এর সাথে হিন্দি টাইপিং এর দক্ষতা থাকতে হবে এবং ২ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন :- প্রতিমাসে বেতন ৩৬ হাজার থেকে ১ লক্ষ ১০ হাজার টাকা পর্যন্ত।
বয়স :- প্রার্থীর বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে।বয়স হিসেবে করতে হবে ২৫/০৮/২০২২ এর মধ্যে। এছাড়াও OBC/SC/ST প্রার্থীরা সরকারি মতে যেমন বয়স এর ছাড় পায় তেমনই পাবে।
শূন্যপদ :- ১ টি।
আবেদন পদ্ধতি :- সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। Official Website এ যাবার পর প্রার্থীর মোবাইল নাম্বার ও ই মেইল আইডি দিয়ে রেজিস্ট্রেশান করাতে হবে।তারপর ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করে প্রার্থীর ছবি ,সিগনেচার ,সার্টিফিকেট সহ যাবতীয় তথ্য Scan করে আপলোড করতে হবে। এছারাও একটি ফ্রম দেওয়া থাকবে সেটিও যাবতীয় সঠিক তথ্য দিয়ে ফিলাপ করে নিতে হবে।
আবেদন ফি :- ১০০০ টাকা আবেদন ফি শুধুমাত্র UR/OBC/EWS প্রার্থীদের জন্য এবং Woman/SC/ST প্রার্থী দের জন্য কোন আবেদন ফি লাগবে না।
নিয়োগ পদ্ধতি :- Computer Based Test এবং Trade Test এবং কিছু পদের জন্য PET Test মাধ্যমে নিয়োগ করা হবে।
অফিসিয়াল নটিফিকেশান :- Click Here
অফিসিয়াল ওয়েবসাইট :- Click Here
Ok