পশ্চিমবঙ্গের একটি স্কুলে উচ্চ মাধ্যামিক ও অষ্টম শ্রেণী পাশে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ। এই পদ্গুলির জন্য ভারতীয় তথা পশ্চিমবঙ্গের সমস্ত চাকরি প্রার্থী আবেদন করতে পারবেন।কিভাবে আবেদন করবেন,বেতন, বয়স সম্পর্কিত নানা তথ্য রইল এই প্রতিবেদনে।
অষ্টম শ্রেণী পাশে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ।বেতন প্রতিমাসে ১৭ হাজার টাকা।8th Pass School Recruitment
বিজ্ঞপ্তি নাম্বার- 192/PRDDS
আবেদন শুরু- ২৯ শে নভেম্বর ২০২২ থেকে।
আবেদন শেষ-১৬ ই জানুয়ারী ২০২৩ পর্যন্ত আবেদন করতে পারবেন।
১) পদের নাম – দারোয়ান।
শিক্ষাগত যোগ্যতা- অষ্টম শ্রেণী পাশ যোগ্যতায়ে আবেদন করতে পারবেন।এছারাও শারীরিক প্রতিবন্ধি স্বীকৃত প্রতিষ্ঠানের সাথে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স – প্রার্থীর বয়স ৪০ বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রাথিরা যেমন বয়সের ছাড় পায় তেমনই পাবে।
বেতন- প্রতিমাসে ১৭ হাজার টাকা থেকে ৪৩,৬০০/- টাকা ।
২) পদের নাম – Matron (মহিলা)।
শিক্ষাগত যোগ্যতা- উচ্চমাধ্যমিক পাশ যোগ্যতায় আবেদন করতে পারবেন।এছারাও শারীরিক প্রতিবন্ধি স্বীকৃত প্রতিষ্ঠানের সাথে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স – প্রার্থীর বয়স ৪০ বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা যেমন বয়সের ছাড় পায় তেমনই পাবে।
বেতন- প্রতিমাসে ১৯,৭০০/- টাকা থেকে ৫০,৫০০/- টাকা ।
আবেদন পদ্ধতিঃ সম্পূর্ণ অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। নীচের দেওয়া লিঙ্ক এ ক্লিক করে অথবা https://malda.gov.in/ এই লিঙ্কে গিয়ে আবেদন পত্র সঠিক ভাবে ডাউনলোড করে প্রিন্ট করে নিতে হবে। তার পর আবেদন পত্রটি সঠিক ভাবে ফিল আপ করে ,প্রয়োজনীয় ডকুমেন্টস যুক্ত করে একটি মুখ বন্ধ খামে পুরে স্পীড পোস্ট বা রেজিস্টার পোস্টের মাধ্যমে নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দিতে হবে ।
সমস্ত ডকুমেন্টস এর উপর প্রার্থীর নিজের স্বাক্ষর বাধ্যতামূলক।
আবেদন পত্র পাঠানোর ঠিকানা –
Favour of the Member Secretory,Pipla Residental deaf & Dumb School,C/O-Office of the District Mass Education Extension Officers,Education Complex,Atul Market,P.O+Dist-Malda,Pin-732101
নিয়োগ পদ্ধতিঃ ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে।
আরও বিস্তারিত জানতে অবশ্যই নীচে দেওয়া লিঙ্ক এ ক্লিক করে নোটিফিকেশন টি ডাউনলোড করুন ।
গুরুত্বপূর্ণ লিঙ্ক
অফিসিয়াল বিজ্ঞপ্তি :-Click Here
অফিসিয়াল ওয়েবসাইট :-Click Here