1647 টি শুন্যপদে পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দপ্তরে কর্মী নিয়োগ : WBHRB New Recruitment 2021
WB Health Job: রাজ্যের স্বাস্থ্য দপ্তরে (West Bengal Health Recruitment Board) তরফ থেকে 1647 টি শুন্যপদে নতুন কর্মী নিয়োগের বিঞ্জপ্তি প্রকাশ করা হয়েছে । যেকনো ভারতীয় নাগরিক হলেই এই পদের জন্য আবেদন করতে পারবেন অর্থাৎ পশ্চিমবঙ্গের যে কোনও জেলার বাসিন্দা নিম্নলিখিত যোগ্যতা থাকলে এই পদে আবেদন করতে পারবেন । নিয়োগ করা হবে ইন্টারভিউ-এর মাধ্যমে ৷ সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন ৷
বিজ্ঞপ্তি নম্বর :- R/MT(VARIOUS)/02/2021
আবেদন শুরু তারিখ :- 28/01/2021
আবেদনের শেষ তারিখ :- 06/02/2021
পদের নাম :- Medical Technologist Grade III. (মেডিক্যাল টেকনোলজিস্ট গ্রেড 3) মোট 6টি শাখায় নিয়োগ করা হবে ৷
নীচে বিভাগ অনুযায়ী শুন্যপদ ভাগ করে দেওয়া হল :-
1. Medical Technologist(Lab), Gr-III – (মোট শুন্যপদ – 633)
2. Medical Technologist((OT), Gr-III – (মোট শুন্যপদ – 566)
3. Medical Technologist(ECG), Gr-III – (মোট শুন্যপদ – 281)
4. Medical Technologist(Critical Care), Gr-III – (মোট শুন্যপদ – 164)
5. Medical Technologist(P & O), Gr-III – (মোট শুন্যপদ – 02)
6. Medical Technologist(EEG/EMG), Gr-III – (মোট শুন্যপদ – 01 )
শিক্ষাগত যোগ্যতা :- পার্থীকে উচ্চমাধ্যামিক পাস হতে হবে (10+2). যেকোনো সরকারি অনুমদিত প্রতিষ্ঠান থেকে এবং উচ্চমাধ্যামিকে পদার্থবিদ্যা , রসায়ন, ও জীব বিদ্যা নিয়ে পাশ করতে হবে ।
এছাড়াও উল্লেখ্য বিষয়ে অর্থাৎ মেডিক্যাল টেকনোলজিস্ট (LAB,OT,ECG,CRITICAL CARE,P&O,EEG/EMG) 1 বছরের ডিপ্লমা কোর্স পাস করে থাকতে হবে ৷
বয়সসীমা :- আবেদনকারীর বয়স 21 থেকে 39 বছরের মধ্যে হতে হবে। বয়স হিসাব করতে হবে 01/01/2021 তারিখ অনুযায়ী । সরকারি নিয়ম অনুযায়ী রাজ্যের SC/ST প্রার্থীরা 5 বছরের ও OBC প্রার্থীরা 3 বছরের বয়সের ছাড় পাবেন।
বেতন :- এই পদের ক্ষেত্রে বেতন দেওয়া হবে 28,900/- এবং শুরুতে পে লেভেল 9 অনুসারে বেতন দেওয়া হবে ।
নিয়োগ পদ্ধতি – এই পদের ক্ষেত্রে লিখিত পরীক্ষার কথা কিছু বলা হয়নি । সুতরাং উচ্চমাধ্যমিক পরীক্ষার নম্বরের ওপর ভিত্তি করে বাছাই করা হবে , এবং ইন্টারভিউ এর মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে । নিচে সমস্ত কিছু বিবিরন দেওয়া হল –
1) উচ্চমাধ্যমিক (10+2) [Physics, Chemistry and Biology] – সর্বাধিক 25 নম্বর ৷
2) উল্লেখ্য বিষয়ে Diploma / Bachelor Degree in Medical Technology – সর্বাধিক 50 নম্বর ৷
3) কাজের অভিজ্ঞতা থাকলে- সর্বাধিক 10 নম্বর দরা হবে । প্রতি বছরের অভিজ্ঞতার জন্য 2 নম্বর ধরা হবে )
4) ইন্টারভিউ – সর্বাধিক 15 নম্বরের হবে ৷
আবেদন পদ্ধতি :- আবেদন করতে হবে সরাসরি অনলাইনের মাধ্যমে। নিচে আবেদনের লিঙ্ক দেওয়া আছে ৷ আবেদন করা যাবে 28/01/2021 থেকে 6/02/2021 পর্যন্ত ৷
আবেদন ফি :- এই পদের জন্য আবেদন মূল্য রাখা হয়েছে জেনারেল ও ওবিসি প্রার্থীদের জন্য 160 টাকা । এবং রাজের SC/ST/PH প্রার্থীদের জন্য কনো আবেদন মূল্য লাগবে না ।
(আবেদন মূল্য Money order, Cheque, Bank Draft, and Cash ইত্যাদির মাধ্যমে জমা করলে গ্রহন করা হবে না)
অফিসিয়াল বিঞ্জপ্তি :- Click Here
অনলাইনে আবেদন করুন :- Click Here
সমস্ত আপডেট পেতে এখনই আমাদের টেলিগ্রাম চ্যানেল এ Join হন ।
“ONLINE TATHYA” বিশ্বস্ত চাকরির খবরের ওয়েব পোর্টাল। সর্বদা সঠিক তথ্য যাচাই করে আমাদের ওয়েবসাইটে প্রকাশ করা হয়। তাই প্রতিদিন নিত্যনতুন চাকরির খবরের আপডেট পেতে আমাদের ওয়েবসাইটে প্রতিদিন ভিজিট করুন ৷