রাজ্যে অষ্টম শ্রেণী পাশে পিওন ও ক্লার্ক পদে কর্মী নিয়োগ ।প্রতিমাসে  বেতন ২০ হাজার

ক্যান্টনমেন্ট বোর্ড এর তরফ থেকে রাজ্যে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশঅষ্টম শ্রেণী ও মাধ্যামিক পাশে রাজ্যে কর্মী নিয়োগপুরুষ ও মহিলা উভয় চাকরি প্রার্থীরাই এখানে আবেদন করতে পারবেন । কীভাবে আবেদন করবেন, বেতন,বয়স ছাড়াও সমস্ত কিছু বিস্তারিত তথ্য এই প্রতিবেদনের মাধ্যমেই জানতে পারবেন।10th pass recruitment

রাজ্যে অষ্টম শ্রেণী পাশে পিওন ও ক্লার্ক পদে কর্মী নিয়োগ ।প্রতিমাসে  বেতন ২০ হাজার

10th-pass-recruitment

বিজ্ঞপ্তি নাম্বার – JCB/20/IX/09/C

আবেদন শুরু – ৩০ শে নভেম্বর ২০২২ থেকে। 

আবেদন শেষ- ২০ শে জানুয়ারী ২০২৩ পর্যন্ত আবেদ করতে পারবেন।  

পদের নাম- ফরেস্ট গার্ড, নাইট গার্ড , সাফাই কর্মী এবং পিওন ।

শিক্ষাগত যোগ্যতা –অষ্টম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন।এছারাও সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজের অভিজ্ঞতা থাকতে হবে ।

শূন্যপদ-৪ টি । (প্রতি পদের ক্ষেত্রে ১ জন করে)।

বেতনঃ পে লেভেল ১ অনুযায়ী ১৭০০০/- টাকা থেকে ৪৩৬০০/- টাকা ।

বয়স – প্রার্থীর বয়স ২১ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে । সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি মতে বয়স এর ছাড় পাবে।

পদের নামঃ লোয়ার ডিভিশন ক্লার্ক

শিক্ষাগত যোগ্যতা – মাধ্যামিক পাশ সহ কম্পিউটার এ কাজ করার অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারবেন ।

মোট শূন্যপদ- ১ টি ।

বেতনঃ পে লেভেল ৬ অনুযায়ী ২২৭০০/- টাকা থেকে ৫৮৫০০/- টাকা ।

বয়স – প্রার্থীর বয়স ২১ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে । সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি মতে বয়স এর ছাড় পাবে।

আবেদন পদ্ধতিঃ সম্পূর্ণ অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। নীচের দেওয়া লিঙ্ক এ  ক্লিক করে অথবা https://jalapahar.cantt.gov.in/recruitment/  এ গিয়ে আবেদন পত্র সঠিক ভাবে ডাউনলোড করে প্রিন্ট করে নিতে হবে। তার পর আবেদন পত্রটি সঠিক ভাবে ফিল আপ করে ,প্রয়োজনীয় ডকুমেন্টস যুক্ত করে একটি মুখ বন্ধ খামে পুরে স্পীড পোস্ট বা রেজিস্টার পোস্টের মাধ্যমে নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দিতে হবে ।

মুখ বন্ধ খামের উপর বড় হাতের অক্ষরে লিখতে হবে

APPLICATION FOR THE POST OF …………………………………(পদের নাম)।

কি কি প্রয়োজনীয় ডকুমেন্টস লাগবেঃ

  • বয়সের প্রমাণপত্র বা মাধ্যামিক এর আডমিট কার্ড এর জেরক্স (জেরক্স এর উপর নিজের স্বাক্ষর আবশ্যক)
  • সমস্ত শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট (জেরক্স এর উপর নিজের স্বাক্ষর আবশ্যক)
  •  ২ টি খাম যাতে ৫০ টাকার পোস্টাল স্ট্যাম্প থাকবে ।
  • ২ টি পাসপোর্ট সাইজের ছবি, যার পেছনের দিকে প্রার্থীর স্বাক্ষর থাকবে।
  • কম্পিউটার এডুকেশন এবং এক্সপেরিয়েন্স সার্টিফিকেট।(জেরক্স এর উপর নিজের স্বাক্ষর আবশ্যক)
  • এক্সপেরিয়েন্স সার্টিফিকেট এবং কাস্ট সার্টিফিকেট ।
  • ভোটার কার্ড /আধার কার্ড।(জেরক্স এর উপর নিজের স্বাক্ষর আবশ্যক). 

আবেদন ফি- ফরেস্ট গার্ড, নাইট গার্ড , সাফাই কর্মী এবং পিওন পদের জন্য UR/OBC/Ex-serviceman প্রার্থীদের জন্য ৫০০/- টাকা ও ST/SC/Women প্রার্থীদের জন্য ২৫০/- টাকা । এছারাও বাকি পদের জন্য UR/OBC/Ex-serviceman প্রার্থীদের জন্য ১০০০/- টাকা এবং ST/SC/Women প্রার্থীদের জন্য ৫০০/- টাকা ধার্য করা হয়েছে ।

আবেদন পত্র পাঠানোর ঠিকানা 

Cantonment Board Office

Jalapahar,

Derjeeling,

West Bengal-734105

 নিয়োগ পদ্ধতিঃ প্রার্থীদের লিখিত পরীক্ষা ,এবং স্কিল টেস্টের মাধ্যমে নিয়োগ করা হবে। 

আরও বিস্তারিত জানতে অবশ্যই নোটিফিকেশান টি ডাউনলোড করে নেবেন ।

গুরুত্বপূর্ণ লিঙ্ক

অফিসিয়াল বিজ্ঞপ্তি  :-Click Here

অফিসিয়াল ওয়েবসাইট :-Click Here

আবেদন পত্র : Click Here

 Join Telegram  :-Click Here     

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top