ভারতীয় ডাক বিভাগে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ । শুধুমাত্র মাধ্যামিক পাশ যোগ্যতায় আবেদন করতে পারবেন। দীর্ঘদিন পর ভারতীয়ও ডাকবিভাগ চাকরী প্রার্থীদের জন্য নিয়ে এল বিরাট চাকরীর সুযোগ।লিখিত পরীক্ষা ছাড়া শুধুমাত্র ইন্টারভিউ এর মাধ্যমে এখানে নিয়োগ করা হবে। 10th Pass Post Office Recruitment কীভাবে আবেদন করবেন , শিক্ষাগত যোগ্যতা ছাড়াও সমস্ত বিস্তারিত তথ্য রইলো এই প্রতিবেদনে ।
10th Pass Post Office Recruitment
বিজ্ঞপ্তি নম্বর : W-03/3/2022-SPN-I-DOP
আবেদন শুরু – ১৫ ই নভেম্বর ২০২২ থেকে।
আবেদন শেষ- ১৪ ই ডিসেম্বর ২০২২ পর্যন্ত।
১) পদের নাম – পোস্ট ম্যান ।
শিক্ষাগত যোগ্যতা –
- যেকোন স্বীকৃত বিদ্যালয় থেকে মাধ্যমিক পাশ করা থাকতে হবে।
- কম্পিউটারে পারদর্শী হতে হবে।
- বাইক বা স্কুটার চালাতে জানতে হবে ।
- স্থানীয় ভাষায় পারদর্শী হতে হবে ।
বয়স – প্রার্থীর বয়স ১৮ থেকে ২৭ বছরের মধ্যে হতে হবে ।বয়স ধরতে হবে ০১/০১/২০২২ অনুযায়ী । 10th Pass Post Office Recruitment
বেতন – প্রতিমাসে ২১,১০০ টাকা থেকে ৬৯,১০০ টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।
২) পদের নাম – মেইল গার্ড ।
শিক্ষাগত যোগ্যতা –
- যেকোন স্বীকৃত বিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক পাশ করা থাকতে হবে।
- কম্পিউটারে পারদর্শী হতে হবে।
- স্থানীয় ভাষায় পারদর্শী হতে হবে ।Post Office Recruitment
বয়স – প্রার্থীর বয়স ১৮ থেকে ২৭ বছরের মধ্যে হতে হবে ।বয়স ধরতে হবে ০১/০১/২০২২ অনুযায়ী ।
বেতন – প্রতিমাসে ২১,১০০ টাকা থেকে ৬৯,১০০ টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।
আবেদন পদ্ধতি – সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে । নীচে দেওয়া লিংক এ ক্লিক করে বা www.indiapost.gov.in এই ওয়েবসাইট এ গিয়ে নিজের নাম, ফোন নম্বর এবং বৈধ ই-মেল আইডি দিয়ে নিজের নাম রেজিস্ট্রেশান করে নিতে হবে। তাঁর পর যাবতীয় তথ্য এবং ডকুমেন্টস আপলোড করে ফর্ম টি ফিলাপ করে নিতে হবে ।12th pass post office recruitment
প্রার্থী বাছাই পদ্ধতি – কোন প্রকার লিখিত পরীক্ষা হবে না । প্রথমে ডকুমেন্ট ভেরিফিকেশন করা হবে তারপর যারা সিলেক্ট হবে তাদের ইন্টারভিউ এর জন্য ডাকা হবে। সমস্ত আপডেট জানতে অবশ্যই আপনাদের অফিসিয়াল ওয়েবসাইট এ নজর রাখতে হবে। অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্ক নীচে দেওয়া হল । indian post office recruitment
আরও বিস্তারিত জানতে অবশ্যই অফিসিয়াল নোটিফিকেশান ডাউনলোড করুন ।
গুরুত্বপূর্ণ লিঙ্ক
অফিসিয়াল বিজ্ঞপ্তি :-Click Here
অফিসিয়াল ওয়েবসাইট :-Click Here