Online Tathya: Best Digital Marketing Training Agency & Institute in Kolkata, West Bengal

২০২১ এ কে হবে বাংলার মুখ্যমন্ত্রী? 2021 এর বিধানসভা ভোটের ফলাফল

কে হবে বাংলার মুখ্যমন্ত্রী: একুশের নির্বাচনে কে হবে বাংলার মুখ্যমন্ত্রী? প্রসঙ্গত পশ্চিমবঙ্গ বিধানসভা ২০২১ এর ভোটের ফলাফল ২রা মে ৷ কোন রাজনৈতিক দল কত আসন পেতে চলেছে সেই নিয়ে চলছে চরম উত্তেজনা ৷

West Bengal election 2021 new cm updates

কে হবে বাংলার মুখ্যমন্ত্রী এই প্রশ্ন সকলের মুখে মুখে ৷ এই বারে বিধানসভার লড়াইটা মূলত তৃণমূল কংগ্রেস এবং বিজেপির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই ৷ তবে তারই মধ্যই রয়েছে সংযুক্ত মর্চা অর্থাৎ (CPM,Congress,ISF) জোট ৷ যেহেতু লড়াইটা এবার তৃণমূল কংগ্রেস এবং বিজেপির মধ্যেই তাই সেই নিয়ে চলছে চরম উত্তেজনা ৷


তৃণমূলের মুখ্যমন্ত্রী কে হবেন ২০২১ এ: তৃণমূল কংগ্রেস জিতলে তৃণমূলের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী হবে সেটা তো আর বলার অপেক্ষাই রাখে না ৷ তবে এবারের লড়াই টা নাকি বেশ হাড্ডা হাড্ডি ৷ কারন এবার মমতা ব্যনার্জী নিজে নন্দীগ্রাম থেকে লড়ছেন আর সেখানে লড়ছেন শুভেন্দু অধিকারী আর শুভেন্দু নাকি সেখানকার ভূমিপুত্র ৷ অনেকেই বলছে নন্দীগ্রাম নাকি শুভেন্দুর গড় ৷ তাই মমতা ব্যানার্জী তৃণমূলের আবারও তৃতীয় বারের জন্য মুখ্যমন্ত্রী হবে কিনা সেটা নির্ভর করছে নন্দীগ্রামের জেতার ওপর ৷

বিজেপির মুখ্যমন্ত্রী কে হবেন ২০২১ এ: একুশের নির্বাচনে বিজেপি জিতলে কে হবে বিজেপির মুখ্যমন্ত্রী ? এই নিয়ে শুরু হয়েছে নানা জল্পনা ৷ আর তারই মধ্যে মূলত ঘোষনা করে দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহা ৷ বাংলার মুখ্যমন্ত্রী হবে বাংলার ভূমিপুত্র-ই ৷ অনেকেই ভেবে ছিলেন বিজেপি জিতলে হয়ত বাংলার মুখ্যমন্ত্রী দিলিপ ঘোষই হবেন ৷ তারপর কার্যত দেখা গেলো তিনি এবারের নির্বাচনে দারাননি ৷ অনেকেই মনে করছেন নন্দীগ্রামে যে জিতবে সেই হবে বাংলার মুখ্যমন্ত্রী ৷ আর সেই নন্দীগ্রাম থেকে এবারের বিজেপি মনোনীত পার্থী শুভেন্দু অধিকারী ৷ তাহলে কি এবারের বিজেপির মুখ্যমন্ত্রীর মূখ কি তাহলে শুভেন্দু অধিকারী এই নিয়ে প্রশ্ন রয়েই যাচ্ছে ৷


পশ্চিমবঙ্গের মানুষ কি চাইছেন: আমরা বিভিন্ন সামাজিক মাধ্যমে জানতে পারছি ৷ বিনামূল্যে রেশন, ছাত্র – ছাত্রীদের সাইকেল, মোবাইল ট্যাব এই সব প্রকল্পগুলিকে কখনও রাজ্যের উন্নয়ন হিসাবে ধরা যাইনা ৷ পশ্চিমবঙ্গে যে সরকার-ই গঠন করুক না কেন ৷ যেন বিভিন্ন ক্ষেত্রে যে দূর্নীতি হয়েছে সেই দূর্নীতি আর জানো কোনও ভাবেই না হয় ৷ বাংলার জনগন চাইছেন কর্মসংস্থান, শিল্প, শান্তি ৷ বাংলার জনগন চাইছে রাজ্য সরকার কর্মসংস্থানে গুরুত্ব দিক ৷ এবং সাস্থ্য পরিকাঠামো আরও ভালো হক ৷ কারন করোনা ভাইরাস প্রমান করে দিয়েছে রাজ্যে সাস্থ্য পরিকাঠামো আরও উন্নতি হওয়া দরকার আছে ৷ এবং রাজ্যে শান্তি শৃঙ্খলা যাতে বজায় থাকে সেদিকে পুলিশ যেন পুলিশের ভূমিকা পালন করে ৷ এছাড়া বাংলার মানুষের অনেক চওয়া এবং পাওয়া রয়েছে সেগুলি জানো নতুন সরকার পূরণ করে ৷ আপনাদের মতামত অবশ্যই কমেন্টস করে জানবেন এবং এই পোষ্ট টিকে শেয়ার করে সকলের কাছে পৌঁছে দেবেন ৷

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top