গ্রামীণ ব্যাংকে নিয়োগের বিজ্ঞপ্তি 2021: ইনস্টিটিউট অফ ব্যাংকিং পার্সোনেল সিলেকশন বা IBPS দ্বারা পরিচালিত বিভিন্ন গ্রামীণ ব্যাংকে গ্রুপ –“A”(স্কেল- I,II&III) এবং GROUP-“B”(অফিস অ্যাসিস্ট্যান্ট) পদে প্রচুর সংখ্যক কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ভারতীয় নাগরিক হলেই আবেদন করতে পারবেন। অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। পুরুষ ও মহিলা উভয়েই আবেদন যোগ্য। আগ্রহী প্রার্থীরা অবশ্যই বিজ্ঞপ্তিটি প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ুন।
• মোট শূন্যপদ :- 10,368 টি।
• অনলাইনে আবেদনপত্র জমা দেওয়া তারিখ :- 08/06/2021
• অনলাইনে আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ :- 28/06/2021
1) পদের নাম :- অফিস অ্যাসিস্ট্যান্ট (মাল্টিপারপাস)
• শিক্ষাগত যোগ্যতা :- আবেদনকারীকে স্নাতক হতে হবে এবং স্থানীয় ভাষায় দক্ষতা থাকতে হবে । কম্পিউটারে কাজের দক্ষতা থাকলে আরো ভালো হয় ।
• বয়সসীমা :- এই পদের জন্য আবেদনকারীকে অবশ্যই 18 থেকে 28 বছরের মধ্যে হতে হবে।
2) পদের নাম :- অফিসার স্কেল- I (অ্যাসিস্টেন্ট ম্যানেজার)
• শিক্ষাগত যোগ্যতা :- যে কোন বিষয়ে স্নাতক হতে হবে এবং এগ্রিকালচার, হর্টিকালচার, ফরেস্ট্রি , এনিমেল হাজবেন্ড্রি, ভেতেরিনারি সাইন্স, এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং, পিসিকালচার , এগ্রিকালচারাল মার্কেটিং এন্ড কোঅপারেশন, ইনফরমেশন টেকনোলজি, ম্যানেজমেন্ট, ল, ইকোনমিক্স বা একাউন্টান্সি এই সমস্ত বিষয়ে স্নাতক থাকলেই আবেদনকারী অগ্রাধিকার পাবে।স্থানীয় ভাষায় দক্ষতা থাকতে হবে । কম্পিউটারে কাজের দক্ষতা থাকলে আরো ভালো হয় ।
• বয়সসীমা :- এই পদের জন্য আবেদনকারীকে অবশ্যই 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে।
3) পদের নাম :- অফিসার স্কেল -II (জেনারেল ব্যাংকিং অফিসার / ম্যানেজার)
• শিক্ষাগত যোগ্যতা :- আবেদনকারীকে 50% নম্বর পেয়ে স্নাতক হতে হবে। এবং পূর্বের উপরিউক্ত বিষয় গুলির উপর ডিগ্রি থাকলে সেই আবেদনকারীকে অগ্রাধিকার দেওয়া হবে। সেইসঙ্গে কোন ব্যাংক অথবা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনে অফিসার হিসাবে দুই বছরের অভিজ্ঞতা প্রয়োজন হবে।
• বয়সসীমা :- এই বছরের জন্য আবেদনকারীকে 21 থেকে 32 বছরের মধ্যে হতে হবে।
4) পদের নাম :- অফিসার স্কেল -II ( স্পেশালিস্ট অফিসার / ম্যানেজার)
• শিক্ষাগত যোগ্যতা :- ইলেকট্রনিক্স , কমিউনিকেশন, কম্পিউটার সায়েন্স অথবা ইনফরমেশন টেকনোলজি বিষয়গুলোর উপর 50% নম্বর পেয়ে স্নাতক হতে হবে এছাড়া ASP, PHP, C++, JAVA, VB,VC,OCP ইত্যাদি বিষয়গুলোর সার্টিফিকেট থাকলে সেই আবেদনকারীকে অগ্রাধিকার দেওয়া হবে। সাথে স্নাতকের বিষয়ে এক বছরের কাজের দক্ষতা থাকতে হবে।
• বয়সসীমা :- এই বছরের জন্য আবেদনকারীকে 21 থেকে 32 বছরের মধ্যে হতে হবে।
5) পদের নাম :- অফিসার স্কেল -III ( সিনিয়র ম্যানেজার)
• শিক্ষাগত যোগ্যতা :- আবেদনকারীকে 50% নম্বর পেয়ে স্নাতক হতে হবে এবং সেই সমস্ত আবেদনকারীকে অগ্রাধিকার দেওয়া হবে যাদের ব্যাংকিং, ফাইন্যান্স, মার্কেটিং, এগ্রিকালচার, হর্টিকালচার, এবং উপযুক্ত উল্লিখিত বিষয়গুলো ওপর ডিপ্লোমা বা কোন ডিগ্রী থাকবে । সাথে কোনো ব্যাংক বা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনে অফিসার হিসাবে 5 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
• বয়সসীমা :- এই বছরের জন্য আবেদনকারীকে 21 থেকে 40 বছরের মধ্যে হতে হবে।
এছাড়া এসিএসটি প্রার্থীরা পাঁচ বছর এবং ওবিসি প্রার্থীরা তিন বছরের ছাড়পত্র পাবেন বয়সসীমার ক্ষেত্রে।
• আবেদন পদ্ধতি :- আইবিপিএস এর অফিশিয়াল ওয়েবসাইটে www.ibps.in গিয়ে ফর্ম টি সম্পূর্ণভাবে ফিলাপ করতে হবে এবং প্রয়োজনীয় ডকুমেন্টস গুলি স্ক্যান করার পর আপলোড করতে হবে।
• আবেদন মূল্য :- জেনারেল ওবিসি দের ক্ষেত্রে 850 টাকা জমা দিতে হবে এবং এসসি এবং st/pwd দের ক্ষেত্রে 175 টাকা আবেদন মূল্য হিসেবে প্রদান করতে হবে।
• নির্বাচন পদ্ধতি :- প্রত্যেক আবেদনকারীকে প্রিলিমিনারি এবং মেন্স পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হবে এবং পরীক্ষা গুলি হবে যথাক্রমে ইংরেজি এবং স্থানীয় ভাষায়। পরীক্ষায় পাশ করার পর ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী নিয়োগ করা হবে।
• পরীক্ষা কেন্দ্র :- আসানসোল ,বর্ধমান, বহরমপুর ,দুর্গাপুর, কল্যাণী ,কলকাতা, ইত্যাদি
বিস্তারিত জানতে অফিশিয়াল নোটিফিকেশন টি পড়ুন।
Official Notification |
|
Official Website |
|
Online Apply |
“ONLINE TATHYA” বিশ্বস্ত চাকরির খবরের ওয়েব পোর্টাল। সর্বদা সঠিক তথ্য যাচাই করে আমাদের ওয়েবসাইটে প্রকাশ করা হয়। তাই প্রতিদিন নিত্যনতুন চাকরির খবরের আপডেট পেতে আমাদের ওয়েবসাইটে প্রতিদিন ভিজিট করুন ৷
milankantikce@gmail.com