মাধ্যমিক উচ্চমাধ্যমিক পাস সমস্ত চাকরিপ্রার্থীদের জন্য বিরাট সুখবর। মাধ্যমিক উচ্চমাধমিক পাস যোগ্যতাই প্রচুর শূন্যপদে নন টিচিং স্টাফ নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকে পুরুষ ও মহিলা উভয়েই আবেদন করতে পারবেন। যদি আপনি মাধ্যমিক বা উচ্চমাধ্যমিক পাস করে থাকেন তাহলে অনলাইন এর মাধ্যমে আবেদন করতে পারবেন। বিস্তারীত সমস্ত কিছু নিচে দেওয়া হলো-
মোট শূন্যপদ :- 1000+
1) পদের নাম :- সিনিয়র পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট (৫ টি)।
পোস্ট কোড :- P0704
শিক্ষাগত যোগ্যতা :- যেকোনো শাখায় স্নাতক পাশ করতে হবে। সাথে সংশিলিষ্ট ক্ষেত্রে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়সসীমা :- আবেদনকারীর বয়স হতে হবে ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে।
2) পদের নাম :- নার্স (৭ টি)।
পোস্ট কোড :- P0604
শিক্ষাগত যোগ্যতা :- B.SC. Nursing বা Post Basic B.Sc Nursing পাশ করে থাকলেই আবেদন করতে পারবেন। সঙ্গে রাজ্যের নার্সিং কাউন্সিলে নার্স হিসাবে নাম নথিভুক্ত থাকতে হবে এবং অন্তত ছয় মাসের নার্সিং এ কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়সসীমা :- আবেদনকারীর বয়স হতে হবে ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে।
3) পদের নাম :- সিভিল জুনিয়র ইঞ্জিনিয়ার (৫ টি)।
পোস্ট কোড :- P0602.
শিক্ষাগত যোগ্যতা :- সিভিল ইঞ্জিয়ারিং এ ডিপ্লোমা কোর্স। সাথে দু বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়সসীমা :- আবেদনকারীর বয়স হতে হবে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে।
4) পদের নাম :- ইলেকট্রিক্যাল জুনিয়র ইঞ্জিনিয়ার (৫ টি)।
পোস্ট কোড :- P0603.
শিক্ষাগত যোগ্যতা :- ইলেকট্রিক্যাল ইঞ্জিয়ারিং এ ডিপ্লোমা কোর্স। সাথে দু বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়সসীমা :- আবেদনকারীর বয়স হতে হবে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে।
5) পদের নাম :- সিনিয়র অ্যাসিস্ট্যান্ট (৪৫ টি)।
পোস্ট কোড :- P0605.
শিক্ষাগত যোগ্যতা :- যেকোনো শাখায় গ্রাজুয়েশন বা মাস্টার ডিগ্রী পাশ করতে হবে। সাথে কম্পিউটারের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়সসীমা :- আবেদনকারীর বয়স হতে হবে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে।
6) পদের নাম :- পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট (৯ টি)।
পোস্ট কোড :- P0607.
শিক্ষাগত যোগ্যতা :- যেকোনো শাখায় গ্রাজুয়েশন পাশ করতে হবে। সাথে ইংরেজিতে শর্টহ্যান্ডে প্রতি মিনিটে 100 টি ওয়ার্ড এর টাইপিং এর স্পিড হতে হবে এবং ইংরেজিতে বা হিন্দিতে প্রতি মিনিটে 40 টি ওয়ার্ড টাইপিং -এর স্পিড হতে হবে।
বয়সসীমা :- আবেদনকারীর বয়স হতে হবে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে।
7) পদের নাম :- ফার্মাসিস্ট (৫ টি)।
পোস্ট কোড :- P0604.
শিক্ষাগত যোগ্যতা :- ফার্মেসি বিষয়ে গ্রাজুয়েশন পাশ করতে হবে। অথবা উচ্চমাধ্যমিক পাশ সঙ্গে ফার্মেসিতে দু বছরের ডিপ্লোমা। পাশাপাশি রাজ্যের ফার্মেসি কাউন্সিল নাম নথিভুক্ত থাকতে হবে।
বয়সসীমা :- আবেদনকারীর বয়স হতে হবে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে।
8) পদের নাম :- ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট (৫৩ টি)।
পোস্ট কোড :- P0609.
শিক্ষাগত যোগ্যতা :- ফার্মেসি বিষয়ে গ্রাজুয়েশন পাশ করতে হবে। অথবা উচ্চমাধ্যমিক পাশ সঙ্গে ফার্মেসিতে দু বছরের ডিপ্লোমা। পাশাপাশি রাজ্যের ফার্মেসি কাউন্সিল নাম নথিভুক্ত থাকতে হবে।
বয়সসীমা :- আবেদনকারীর বয়স হতে হবে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে।
9) পদের নাম :- অ্যাসিস্ট্যান্ট (৮০ টি)।
পোস্ট কোড :- P0410
শিক্ষাগত যোগ্যতা :- যেকোনো শাখায় গ্রাজুয়েশন ডিগ্রী পাশ করতে হবে। সাথে কম্পিউটারের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়সসীমা :- আবেদনকারীর বয়স হতে হবে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে।
10) পদের নাম :- স্টেনোগ্রাফার (৭৭ টি)।
পোস্ট কোড :- P0411
শিক্ষাগত যোগ্যতা :- উচ্চমাধ্যমিক পাশ করতে হবে। সাথে ইংরেজিতে শর্টহ্যান্ডে প্রতি মিনিটে 80 টি ওয়ার্ড এর টাইপিং এর স্পিড হতে হবে এবং ইংরেজিতে বা হিন্দিতে প্রতি মিনিটে 60 টি ওয়ার্ড টাইপিং -এর স্পিড হতে হবে।
বয়সসীমা :- আবেদনকারীর বয়স হতে হবে ১৮ থেকে ২৭ বছরের মধ্যে।
11) পদের নাম :- লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট (৫ টি)।
পোস্ট কোড :- P0301.
শিক্ষাগত যোগ্যতা :- আবেদনকারীকে উচ্চমাধ্যমিক পাশ করতে হবে। সাথে লাইব্রেরি সাইন্স অথবা লাইব্রেরি এন্ড ইনফরমেশন সাইন্স বিষয়ে সার্টিফিকেট থাকতে হবে।
বয়সসীমা :- আবেদনকারীর বয়স হতে হবে ১৮ থেকে ২৭ বছরের মধ্যে।
12) পদের নাম :- ইঞ্জিয়ারিং এটেনডেন্ট (৫২ টি)।
পোস্ট কোড :- P0104.
শিক্ষাগত যোগ্যতা :- আবেদনকারীকে মাধ্যমিক পাশ করতে হবে। সংশিলিস্ট ট্রেড এ আইটিআই পাশ হতে হবে এবং কম্পিউটার জানা থাকতে হবে।
বয়সসীমা :- আবেদনকারীর বয়স হতে হবে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে।
সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা প্রতিটি পদের ক্ষেত্রে বয়সে ছাড় পাবেন।
আবেদন পদ্ধতি :- আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে www.recruitment.nta.nic.in ওয়েবসাইট এ গিয়ে অনলাইন এ আবেদন করতে হবে। অনলাইন এ আবেদন করার জন্য একটি মোবাইল নম্বর ও একটি ইমেইল আইডি প্রয়োজন হবে। অনলাইনে আবেদন করতে পারবেন 16 মার্চ,2021 তারিখ পর্যন্ত।
আবেদন ফি :- অনলাইনে আবেদন করার সময় আবেদন ফি বাবদ জমা দিতে হবে –
General প্রার্থীদের ক্ষেত্রে RS. 1000/- টাকা ।
SC/ST/PWD/Female প্রার্থীদের ক্ষেত্রে RS. 600/- টাকা ।
এবং OBC প্রার্থীদের ক্ষেত্রে RS. 800/- টাকা ।
Debit Card, Credit Card, Net Banking, Upi, Paytm -এর মাধ্যমে আবেদন ফি জমা দিতে পারবেন। আবেদন ফি জমা দেওয়ার শেষ তারিখ 17 মার্চ,2021।
বিশদে জানতে ফোন করুন হেল্পলাইন নম্বর :- 0120-6895200
আবেদনের শেষ তারিখ :- 17/03/2021
অফিসিয়াল ওয়েবসাইট :- ClickHere
আবেদনপত্র ডাউনলোড করুন :- Click Here
অনলাইনে আবেদন করুন :- Click Here
পশ্চিমবঙ্গের-মাধ্যমিক-ও-উচ্চমাধমিক-পাশে-নতুন-চাকরি
সমস্ত আপডেট পেতে এখনই আমাদের টেলিগ্রাম চ্যানেল এ Join হন ।
“ONLINE TATHYA“ বিশ্বস্ত চাকরির খবরের ওয়েব পোর্টাল। সর্বদা সঠিক তথ্য যাচাই করে আমাদের ওয়েবসাইটে প্রকাশ করা হয়। তাই প্রতিদিন নিত্যনতুন চাকরির খবরের আপডেট পেতে আমাদের ওয়েবসাইটে প্রতিদিন ভিজিট করুন ৷