১,০০০+ শূন্যপদে মাধ্যমিক ও উচ্চমাধমিক পাশে নতুন চাকরি: অনলাইনে আবেদন করুন

মাধ্যমিক উচ্চমাধ্যমিক পাস সমস্ত চাকরিপ্রার্থীদের জন্য বিরাট সুখবর। মাধ্যমিক উচ্চমাধমিক পাস যোগ্যতাই প্রচুর শূন্যপদে নন টিচিং স্টাফ নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকে পুরুষ ও মহিলা উভয়েই আবেদন করতে পারবেন। যদি আপনি মাধ্যমিক বা উচ্চমাধ্যমিক পাস করে থাকেন তাহলে অনলাইন এর মাধ্যমে আবেদন করতে পারবেন। বিস্তারীত সমস্ত কিছু নিচে দেওয়া হলো-


মোট শূন্যপদ :- 1000+

 

1) পদের নাম :- সিনিয়র পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট (৫ টি)।

পোস্ট কোড :- P0704

শিক্ষাগত যোগ্যতা :- যেকোনো শাখায় স্নাতক পাশ করতে হবে। সাথে সংশিলিষ্ট ক্ষেত্রে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়সসীমা :- আবেদনকারীর বয়স হতে হবে ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে।

 

2) পদের নাম :- নার্স (৭ টি)।

পোস্ট কোড :- P0604

শিক্ষাগত যোগ্যতা :- B.SC. Nursing বা Post Basic B.Sc Nursing পাশ করে থাকলেই আবেদন করতে পারবেন। সঙ্গে রাজ্যের নার্সিং কাউন্সিলে নার্স হিসাবে নাম নথিভুক্ত থাকতে হবে এবং অন্তত ছয় মাসের নার্সিং এ কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়সসীমা :- আবেদনকারীর বয়স হতে হবে ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে।

 

3) পদের নাম :- সিভিল  জুনিয়র ইঞ্জিনিয়ার (৫ টি)।

পোস্ট কোড :- P0602.

শিক্ষাগত যোগ্যতা :- সিভিল ইঞ্জিয়ারিং এ ডিপ্লোমা কোর্স। সাথে দু বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়সসীমা :- আবেদনকারীর বয়স হতে হবে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে।

 

4) পদের নাম :- ইলেকট্রিক্যাল জুনিয়র ইঞ্জিনিয়ার (৫ টি)।

পোস্ট কোড :- P0603.

শিক্ষাগত যোগ্যতা :- ইলেকট্রিক্যাল ইঞ্জিয়ারিং এ ডিপ্লোমা কোর্স। সাথে দু বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়সসীমা :- আবেদনকারীর বয়স হতে হবে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে।

 

5) পদের নাম :- সিনিয়র অ্যাসিস্ট্যান্ট (৪৫ টি)।

পোস্ট কোড :- P0605.

শিক্ষাগত যোগ্যতা :- যেকোনো শাখায় গ্রাজুয়েশন বা মাস্টার ডিগ্রী পাশ করতে হবে। সাথে কম্পিউটারের কাজের  অভিজ্ঞতা থাকতে হবে।

বয়সসীমা :- আবেদনকারীর বয়স হতে হবে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে।

 

6) পদের নাম :- পার্সোনাল  অ্যাসিস্ট্যান্ট (৯  টি)।

পোস্ট কোড :- P0607.

শিক্ষাগত যোগ্যতা :- যেকোনো শাখায় গ্রাজুয়েশন পাশ করতে হবে। সাথে ইংরেজিতে শর্টহ্যান্ডে প্রতি মিনিটে 100 টি  ওয়ার্ড এর টাইপিং এর স্পিড হতে হবে এবং ইংরেজিতে বা হিন্দিতে প্রতি মিনিটে 40 টি ওয়ার্ড টাইপিং -এর স্পিড হতে হবে।

বয়সসীমা :- আবেদনকারীর বয়স হতে হবে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে।

 

7) পদের নাম :- ফার্মাসিস্ট  (৫ টি)।

পোস্ট কোড :- P0604.

শিক্ষাগত যোগ্যতা :- ফার্মেসি বিষয়ে গ্রাজুয়েশন পাশ করতে হবে। অথবা উচ্চমাধ্যমিক পাশ সঙ্গে ফার্মেসিতে দু বছরের ডিপ্লোমা। পাশাপাশি রাজ্যের ফার্মেসি কাউন্সিল নাম নথিভুক্ত থাকতে হবে।

 বয়সসীমা :- আবেদনকারীর বয়স হতে হবে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে।

 

8) পদের নাম :- ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট  (৫৩ টি)।

পোস্ট কোড :- P0609.

শিক্ষাগত যোগ্যতা :- ফার্মেসি বিষয়ে গ্রাজুয়েশন পাশ করতে হবে। অথবা উচ্চমাধ্যমিক পাশ সঙ্গে ফার্মেসিতে দু বছরের ডিপ্লোমা। পাশাপাশি রাজ্যের ফার্মেসি কাউন্সিল নাম নথিভুক্ত থাকতে হবে।

 বয়সসীমা :- আবেদনকারীর বয়স হতে হবে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে।

 

9) পদের নাম :- অ্যাসিস্ট্যান্ট  (৮০ টি)।

পোস্ট কোড :- P0410

শিক্ষাগত যোগ্যতা :- যেকোনো শাখায় গ্রাজুয়েশন ডিগ্রী পাশ করতে হবে। সাথে কম্পিউটারের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

 বয়সসীমা :- আবেদনকারীর বয়স হতে হবে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে।

 

10) পদের নাম :- স্টেনোগ্রাফার  (৭৭ টি)।

পোস্ট কোড :- P0411

শিক্ষাগত যোগ্যতা :- উচ্চমাধ্যমিক পাশ করতে হবে। সাথে ইংরেজিতে শর্টহ্যান্ডে প্রতি মিনিটে 80 টি  ওয়ার্ড এর টাইপিং এর স্পিড হতে হবে এবং ইংরেজিতে বা হিন্দিতে প্রতি মিনিটে 60 টি ওয়ার্ড টাইপিং -এর স্পিড হতে হবে।

বয়সসীমা :- আবেদনকারীর বয়স হতে হবে ১৮ থেকে ২৭ বছরের মধ্যে।

 

11) পদের নাম :- লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট  (৫ টি)।

পোস্ট কোড :- P0301.

শিক্ষাগত যোগ্যতা :- আবেদনকারীকে উচ্চমাধ্যমিক পাশ করতে হবে। সাথে লাইব্রেরি সাইন্স অথবা লাইব্রেরি এন্ড ইনফরমেশন সাইন্স বিষয়ে সার্টিফিকেট থাকতে হবে।

বয়সসীমা :- আবেদনকারীর বয়স হতে হবে ১৮ থেকে ২৭ বছরের মধ্যে।

 

12) পদের নাম :- ইঞ্জিয়ারিং এটেনডেন্ট (৫২ টি)।

পোস্ট কোড :- P0104.

শিক্ষাগত যোগ্যতা :- আবেদনকারীকে মাধ্যমিক পাশ করতে হবে। সংশিলিস্ট ট্রেড এ  আইটিআই পাশ হতে হবে এবং কম্পিউটার জানা থাকতে হবে।

বয়সসীমা :- আবেদনকারীর বয়স হতে হবে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে।

 

সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা প্রতিটি পদের ক্ষেত্রে বয়সে ছাড় পাবেন।

 

আবেদন পদ্ধতি :- আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে www.recruitment.nta.nic.in ওয়েবসাইট এ গিয়ে অনলাইন এ আবেদন করতে হবে। অনলাইন এ আবেদন করার জন্য একটি মোবাইল নম্বর ও একটি ইমেইল আইডি প্রয়োজন হবে। অনলাইনে আবেদন করতে পারবেন 16 মার্চ,2021 তারিখ পর্যন্ত।

আবেদন ফি :- অনলাইনে আবেদন করার সময় আবেদন ফি বাবদ জমা দিতে হবে –

General  প্রার্থীদের ক্ষেত্রে RS. 1000/-  টাকা ।

SC/ST/PWD/Female প্রার্থীদের ক্ষেত্রে RS. 600/-  টাকা ।

এবং OBC  প্রার্থীদের ক্ষেত্রে RS. 800/- টাকা ।

Debit Card, Credit Card, Net Banking, Upi, Paytm -এর মাধ্যমে আবেদন ফি জমা দিতে পারবেন। আবেদন ফি জমা দেওয়ার শেষ তারিখ 17 মার্চ,2021।

বিশদে জানতে ফোন করুন হেল্পলাইন নম্বর :- 0120-6895200

আবেদনের শেষ তারিখ :- 17/03/2021


অফিসিয়াল ওয়েবসাইট :- ClickHere

আবেদনপত্র ডাউনলোড করুন :- Click Here

অনলাইনে আবেদন করুন :- Click Here


পশ্চিমবঙ্গের-মাধ্যমিক-ও-উচ্চমাধমিক-পাশে-নতুন-চাকরি


সমস্ত আপডেট পেতে এখনই  আমাদের টেলিগ্রাম চ্যানেল  Join হন 



ONLINE TATHYA বিশ্বস্ত চাকরির খবরের ওয়েব পোর্টাল। সর্বদা সঠিক তথ্য যাচাই করে আমাদের ওয়েবসাইটে প্রকাশ করা হয়। তাই প্রতিদিন নিত্যনতুন চাকরির খবরের আপডেট পেতে আমাদের ওয়েবসাইটে প্রতিদিন ভিজিট করুন ৷

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top