পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের জন্য আবারোও সুখবর। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে গোটা দেশজুড়ে প্রায় ৬ হাজার শূন্যপদে Apprentice নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। গোটা দেশ তথা পশ্চিমবঙ্গের প্রতিটি জেলা থেকেই কর্মী নিয়োগ করা হবে। যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের প্রতিটি জেলা থেকেই পুরুষ ও মহিলা প্রার্থীরা আবেদন করতে পারবেন। প্রশিক্ষণ চলাকালীন প্রতিমাসে স্টাইপেন্ড পাবেন। আজকের এই পোস্ট এ পশ্চিম বঙ্গের শুন্যপদ নিয়ে আলোচনা করা হলো আবেদনের ক্ষেত্রে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা ও বয়সের সীমা, প্রার্থী বাছাই পদ্ধতি, আবেদন ফী সমস্ত কিছু বিস্তারিত জানিয়ে দেওয়া হয়েছে। কবে থেকে কবের মধ্যে আবেদন করা যাবে এ ব্যাপারে বিস্তারিত নীচে জানিয়ে দেওয়া হল–
পদের নাম :- Apprentice
মোট শূন্যপদ :- 6100 টি ৷
পশ্চিমবঙ্গে মোট শূন্য পদ :- 715 টি।
শিক্ষাগত যোগ্যতা :- যেকোনো অনুমদিত স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে যেকোনো বিষয়ে স্নাতক পাশ হতে হবে ৷ 31/10/2021 তারিখের মধ্যে শিক্ষাগত যোগ্যতা সম্পূর্ণ হতে হবে।
বয়সসীমা :- প্রার্থীর বয়স হতে হবে 20 থেকে 28 বছরের মধ্যে। 31/10/2021 তারিখ অনুযায়ী ৷ সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পাবেন ।
প্রশিক্ষণের সময়সীমা :- 1 বছর।
স্টাইপেন্ড :- প্রতি মাসে 15,000/- টাকা স্টাইপেন্ড দেওয়া হবে।
আবেদনের পদ্ধতি :- অনলাইনের মাধ্যমে www.sbi.co.in/careers এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। প্রার্থীর বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে।
আবেদনের ফি:- জেনারেলদের আবেদন ফি 300/- টাকা ৷ SC/ST/PWD প্রার্থীদের ফি দিতে হবে না। অনলাইনে নেট ব্যাঙ্কিং/ডেবিট কার্ড/ক্রেডিট কার্ডের মাধ্যমে আবেদন ফি 26/07/2021 এর মধ্যে জমা দিতে হবে।
প্রার্থী বাছাই পদ্ধতি :- (i) Online written test and (ii) Test of local language–এর মাধ্যমে নিয়োগ করা হবে ৷ 2021 সালের জুলাই মাস নাগাত লিখিত পরীক্ষা হবে ।
লিখিত পরীক্ষায় থাকবে :-
1) জেনারেল অ্যাওয়ারনেস,
2) জেনারেল ইংলিশ,
3) কোয়ান্টিটেটিভ অ্যাপ্টিটিউট,
4) রিজনিং এবিলিটি,
পশ্চিমবঙ্গের মধ্যে কলকাতা, শিলিগুড়ি, আসানসোল, দুর্গাপুর, হুগলী, ওঁ কল্যাণী তেপরীক্ষা কেন্দ্র রয়েছে।
আবেদনের শেষ তারিখ :- আগামী 26 জুলাই,2021 পর্যন্ত আবেদন করা যাবে।
Official Notification |
|
Registration Link |
|
Online Apply |
“Online Tathya“বিশ্বস্ত চাকরির খবরের ওয়েবপোর্টাল। সর্বদা সঠিক তথ্য যাচাই করে আমাদের ওয়েবসাইটে প্রকাশ করা হয়।তাই প্রতিদিন নিত্যনতুন চাকরির খবরের আপডেট পেতে আমাদের ওয়েবসাইটে প্রতিদিন ভিজিট করুন ৷