স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI) তে ৬ হাজার শূন্যপদে Apprentice নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে

পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের জন্য আবারোও সুখবর। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে গোটা দেশজুড়ে প্রায় ৬ হাজার শূন্যপদে Apprentice নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। গোটা দেশ তথা  পশ্চিমবঙ্গের প্রতিটি জেলা থেকেই কর্মী নিয়োগ করা হবে। যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের প্রতিটি জেলা থেকেই পুরুষ ও মহিলা প্রার্থীরা আবেদন করতে পারবেন। প্রশিক্ষণ চলাকালীন প্রতিমাসে স্টাইপেন্ড পাবেন। আজকের এই পোস্ট এ পশ্চিম বঙ্গের শুন্যপদ নিয়ে আলোচনা করা হলো আবেদনের ক্ষেত্রে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা বয়সের সীমা, প্রার্থী বাছাই পদ্ধতি, আবেদন ফী সমস্ত কিছু বিস্তারিত জানিয়ে দেওয়া হয়েছে। কবে থেকে কবের মধ্যে আবেদন করা যাবে ব্যাপারে বিস্তারিত নীচে জানিয়ে দেওয়া হল 

SBI%2BPharmacists%2BRecruitment%2B2021

পদের নাম :- Apprentice

মোট শূন্যপদ :- 6100 টি

পশ্চিমবঙ্গে মোট শূন্য পদ :- 715 টি।


শিক্ষাগত যোগ্যতা :- যেকোনো অনুমদিত  স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে যেকোনো বিষয়ে স্নাতক  পাশ হতে হবে 31/10/2021 তারিখের মধ্যে শিক্ষাগত যোগ্যতা সম্পূর্ণ হতে হবে।

 

বয়সসীমা :-  প্রার্থীর বয়স হতে হবে 20 থেকে 28 বছরের মধ্যে। 31/10/2021 তারিখ অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পাবেন

 

প্রশিক্ষণের সময়সীমা :- 1 বছর।

 

স্টাইপেন্ড :- প্রতি মাসে 15,000/- টাকা স্টাইপেন্ড দেওয়া হবে।

 

আবেদনের পদ্ধতি :- অনলাইনের মাধ্যমে www.sbi.co.in/careers এই ওয়েবসাইটে গিয়ে  আবেদন করতে হবে। প্রার্থীর বৈধ ইমেল আইডি মোবাইল নম্বর থাকতে হবে।

 

আবেদনের ফি:- জেনারেলদের আবেদন ফি 300/- টাকা SC/ST/PWD প্রার্থীদের ফি দিতে হবে না। অনলাইনে নেট ব্যাঙ্কিং/ডেবিট কার্ড/ক্রেডিট কার্ডের মাধ্যমে আবেদন ফি 26/07/2021 এর মধ্যে জমা দিতে হবে।

 

প্রার্থী বাছাই পদ্ধতি :- (i) Online written test and (ii) Test of local languageএর মাধ্যমে নিয়োগ করা হবে 2021 সালের জুলাই মাস নাগাত লিখিত পরীক্ষা হবে

 

লিখিত পরীক্ষায় থাকবে :- 

1) জেনারেল অ্যাওয়ারনেস

2) জেনারেল ইংলিশ

3) কোয়ান্টিটেটিভ অ্যাপ্টিটিউট

4) রিজনিং এবিলিটি

 

পশ্চিমবঙ্গের মধ্যে কলকাতা, শিলিগুড়ি, আসানসোল, দুর্গাপুর, হুগলী, ওঁ কল্যাণী তেপরীক্ষা কেন্দ্র রয়েছে।

আবেদনের শেষ তারিখ :- আগামী  26 জুলাই,2021 পর্যন্ত আবেদন করা যাবে।

Join Telegram

Join Facebook

Official Notification

Click Here

Registration Link

Click Here

Online  Apply

Click Here

Online Tathyaবিশ্বস্ত চাকরির খবরের ওয়েবপোর্টাল। সর্বদা সঠিক তথ্য যাচাই করে আমাদের ওয়েবসাইটে প্রকাশ করা হয়।তাই প্রতিদিন নিত্যনতুন চাকরির খবরের আপডেট পেতে আমাদের ওয়েবসাইটে প্রতিদিন ভিজিট করুন ৷

Leave a Comment