রিজার্ভ ব্যাঙ্কে ৩২২ জন অফিসার নিয়োগ: RBI Recruitment 2021
রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া ৩২২ জন অফিসার নিয়োগের বিঞ্জপ্তি প্রকাশ করেছে ৷ যথাযথ যোগ্যতাই ভারতীয় নাগরিক হলে আবেদন করতে পারবেন ৷ অর্থাৎ পশ্চিমবঙ্গের যে কনো জেলার বাসিন্দা আবেদন করতে পারবেন ৷ বিস্তারিত নিচে দেওয়া হল-
বিঞ্জপ্তি নম্বর :- 1/2020-2021
বিঞ্জপ্তি প্রকাশের তারিখ :- 28/01/2021
আবেদনের শেষ তারিখ :- 15/02/2021
মোট শূন্যপদ :- 322
পদের নাম :- অফিসার (Reserve Bank)
বেতন :- 35,150 থেকে 62,400 টাকা বেতন দেওয়া হবে ৷
শিক্ষাগত যোগ্যতা :- পার্থীকে যে কোনো শাখায় গ্র্যাজুয়েট বা সমতুল হতে হবে ৷ বিস্তারিত অফিসিয়াল বিঞ্জপ্তিতে পাবেন ৷
আরও পড়ুন :- West Bengal Govt Job Vacancy 2021: Latest WB Government Job Vacancy
বয়সসীমা :- আবেদনকারীর বয়স হতে হবে 23 থেকে 30 বছরের মধ্যে ৷ বয়স হিসাব করতে হবে 1 জানুয়ারি, 2021 তারিখ অনুযায়ী ৷ সংরক্ষিত শ্রেণির পার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পাবেন ৷
আবেদন পদ্ধতি :- আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে www.rbi.org.in এই ওয়েবসাইটে গিয়ে ৷ অনলাইনে আবেদন করা যাবে 15 ফেব্রুয়ারি, 1021 তারিখ পর্যন্ত ৷
আবেদন ফি :- সর্বমোট 850 টাকা (আবেদন ফি+ইন্টিমেশন চার্জ) ৷ তপশিল জাতি/উপজাতি/শারিরীক প্রতিবন্ধী দের আবেদন ফি দিতে হবে না ৷ শুধুমাত্র ইন্টিমেশন চার্জ বাবদ 100 টাকা দিতে হবে ৷
আবেদনের শেষ তারিখ :- 15/02/2021
আবেদন করার আগে অফিসিয়াল বিঞ্জপ্তি অবশ্যই জেনে বুঝে আবেদন করবেন ৷
অফিসিয়াল ওয়েবসাইট :- Click Here
আবেদনপত্র ডাউনলোড করুন :- Click Here
সমস্ত আপডেট পেতে এখনই আমাদের টেলিগ্রাম চ্যানেল এ Join হন ।
“ONLINE TATHYA“ বিশ্বস্ত চাকরির খবরের ওয়েব পোর্টাল। সর্বদা সঠিক তথ্য যাচাই করে আমাদের ওয়েবসাইটে প্রকাশ করা হয়। তাই প্রতিদিন নিত্যনতুন চাকরির খবরের আপডেট পেতে আমাদের ওয়েবসাইটে প্রতিদিন ভিজিট করুন ৷