WB GOVT JOB 2021: রাজ্যে খাদ্য ভবনে (WBSWC) নতুন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে । এখানে Group C অর্থাৎ Personal Assistant পদে নিয়োগ করা হচ্ছে । West Bengal state warehousing Corporation থেকে এই নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে । একবছরের জন্য Contractual Basis নিয়োগ করা হবে ৷ West Bengal Khadya Bhaban Recruitment 2021
West Bengal Khadya Bhaban Recruitment 2021 |
বিঞ্জপ্তি নম্বর :- 5678/Genl./R(I)-14)SWC/2016
বিঞ্জপ্তি প্রকাশের তারিখ :- 29/12/2020
আবেদনের শেষ তারিখ :- 08/01/2021
মোট শূন্যপদ :- 2 টি ৷
অ্যাডমিট কার্ড ডাউনলোড এর তারিখ :- 15/01/2021
পদের নাম :- PA ( Personal Assistant)
শিক্ষাগত যোগ্যতা :-
1) পার্থীকে যেকোনো শাখায় গ্র্যাজুয়েশন পাস করতে হবে ।
2) পার্থীকে অবশ্যই ইংরাজি ও বাংলা ভাষা ভালোভাবে পড়তে, লিখতে , ও বলতে জানতে হবে । সাথে হিন্দি ভাষা বলতে জানতে হবে ।
3) কম্পিউটার এর টাইপিং স্পিড থাকতে হবে কমপক্ষে মিনিটে 25 টি শব্দ ৷
4) কম্পিউটার ও ইন্টারনেটের ওপর জ্ঞান থাকতে হবে । (MS Office ও Internet Tools এর ওপর কাজের অভিজ্ঞতা থাকতে হবে)
বয়সসীমা :- বয়স হতে হবে 18 থেকে 62 বছরের মধ্যে ৷
কাজের অভিজ্ঞতা :- কোনো সরকারি বা বেসরকরি প্রতিষ্ঠানে কমপক্ষে 2 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে ।
বেতন :- প্রতিমাসে 15,000/- টাকা বেতন দেওঢয়া হবে ৷
আবেদন পদ্ধতি :- আবেদন করতে হবে সরাসরি www.warehousingwb.com এই অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে হবে ৷
পার্থী বাছাই প্রক্রিয়া :- মোট 4 টি ধাপে পার্থী বাছাই করা হবে –
1) প্রথমে লিখিত পরীক্ষা ( English)
2) কম্পিউটার টাইপিং টেস্ট
3) কম্পিউটার টেস্ট
4) ইন্টারভিউ
[ আরও পড়ুন – মাধ্যমিক পাশে সরাসরি ইন্টারভিউ-এর মাধ্যমে স্বাস্থ্য দপ্তরে কর্মী নিয়োগ ]
বিঞ্জপ্তি ডাউনলোড করুন :-
আবেদন করুন :-
সমস্ত আপডেট পেতে এখনই আমাদের টেলিগ্রাম চ্যানেল এ Join হন ।
“ONLINE TATHYA” বিশ্বস্ত চাকরির খবরের ওয়েব পোর্টাল। সর্বদা সঠিক তথ্য যাচাই করে আমাদের ওয়েবসাইটে প্রকাশ করা হয়। তাই প্রতিদিন নিত্যনতুন চাকরির খবরের আপডেট পেতে আমাদের ওয়েবসাইটে প্রতিদিন ভিজিট করুন ৷