পশ্চিমবঙ্গ রাজ্যের CRIMINAL INVESTIGATION DEPARTMENT বা CID দপ্তরে বিভিন্ন পদে বিভিন্ন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে । পশ্চিমবঙ্গের যেকোনো জায়গা থেকে আবেদন করা যেতে পারে । নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারে । আবেদন করার শেষ তারিখ , নিয়োগ পদ্ধতি, আবেদন শুরুর তারিখ, কি কি ডকুমেন্টস প্রয়োজন হবে, কিভাবে ফর্ম ফিলাপ করবেন, কিভাবে ফর্ম জমা দেবেন সবকিছু নিম্নে বিস্তারিত আলোচনা করা হল। আগ্রহী প্রার্থীরা অবশ্যই বিজ্ঞপ্তিটি প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ুন।
• বিজ্ঞপ্তি নম্বর :- 14 /CID/GL-I
• অনলাইনে আবেদনপত্র জমা দেওয়া শুরু :- 30/06/2021
• অনলাইনে আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ :- 15/O7/2O2I
1) পদের নাম :- Computer Analyst
শিক্ষাগত যোগ্যতা :- আবেদনকারীর পরিচিত বিশ্ববিদ্যালয় থেকে PGDCA/B.Sc (Computer Science)/ BCA/DOEACC বিষয়ে ডিগ্রী থাকতে হবে, এছাড়া এপ্লিকেশন সফটওয়্যার ইন্সটল ও মেইনটেনেন্স এ দক্ষতা থাকতে হবে।
মোট শূন্য পদ :- 19 টি।
বেতন :- 20,000 টাকা প্রতিমাসে।
2) পদের নাম :- Computer Network Operator
• শিক্ষাগত যোগ্যতা :- প্রার্থীকে স্নাতক হতে হবে এবং কম্পিউটার অ্যাপ্লিকেশন সফটওয়্যার এর উপর সংসাপত্র থাকতে হবে।
• মোট শূন্য পদ :- 2
বেতন :- 13,000 টাকা প্রতিমাসে।
3) পদের নাম :- Computer Operator
• শিক্ষাগত যোগ্যতা :- প্রার্থীকে স্নাতক হতে হবে এবং কম্পিউটার অ্যাপ্লিকেশন সফটওয়্যার এর উপর সংসাপত্র থাকতে হবে।
• মোট শূন্য পদ :- 1
বেতন :- 13,000 টাকা প্রতিমাসে।
4 ) পদের নাম :- Data Entry Operator
• শিক্ষাগত যোগ্যতা :- প্রার্থীকে স্নাতক হতে হবে এবং কম্পিউটার অ্যাপ্লিকেশন সফটওয়্যার এর উপর সংসাপত্র থাকতে হবে।
• মোট শূন্য পদ :- 7
• বেতন :- 13,000 টাকা প্রতিমাসে।
• আবেদন পদ্ধতি :- আবেদনকারীকে সিআইডি এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে ফর্ম টি ডাউনলোড করে নিতে হবে। এরপর ফরমটি ফিলাপ করে নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দিতে হবে।
• ঠিকানা :- আবেদনপত্র ফিলাপ করার পর Additional Director General of Police, CID, West Bengal – এই ঠিকানায় পাঠিয়ে দিতে হবে অথবা ভবানী ভবন এর গ্রাউন্ড ফ্লোরে থাকা নির্দিষ্ট ড্রপবক্সে আবেদনপত্রটি জমা দিতে হবে।
• আবেদনপত্রের সঙ্গে যে ডকুমেন্টগুলি সংযুক্ত করতে হবে :-
i) শিক্ষাগত যোগ্যতার প্রমান পত্র অথবা ওয়ার্ক এক্সপেরিয়েন্স এর সার্টিফিকেটের জেরক্স ।
ii) বয়সের প্রমাণপত্র জন্য বোর্ড সার্টিফিকেট এর জেরক্স অথবা মাধ্যমিকের এডমিট এর জেরক্স।
iii) বাসস্থান প্রমাণপত্র অর্থাৎ আধার কার্ড বা আইডেন্টি কার্ডের জেরক্স।
• নিয়োগ পদ্ধতি :- আবেদনপত্র জমা দেওয়ার পর উপযুক্ত প্রার্থীদের রিটেন টেস্ট অথবা ইন্টারভিউয়ের তারিখ সিআইডি এর অফিশিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হবে।
Official Notification |
|
Official Website |
|
Online Apply |
“ONLINE TATHYA“বিশ্বস্ত চাকরির খবরের ওয়েবপোর্টাল।সর্বদা সঠিক তথ্য যাচাই করে আমাদের ওয়েবসাইটে প্রকাশ করা হয়।তাই প্রতিদিন নিত্যনতুন চাকরির খবরের আপডেট পেতে আমাদের ওয়েবসাইটে প্রতিদিন ভিজিট করুন৷