রাজ্যের স্বাস্থ্য দফতর থেকে আবার কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, মাধ্যমিক পাশ যোগ্যতায় আবেদন করতে পারবেন। আবেদন চলবে ২০ ই জুলাই পর্যন্ত। সমস্ত জেলার পুরুষ ও মহিলা সবাই আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা,আবেদন পদ্ধতি ছাড়াও সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য নীচে দেওয়া হল
বিঞ্জপ্তি প্রকাশের তারিখ :- 4th July 2022
বিঞ্জপ্তি নম্বর :- DHFWS/5191
আবেদনের শেষ তারিখ :– ২০ জুলাই ২০২২ পর্যন্ত
১) পদের নাম :- ফ্যাসিলিটি কনসালটেন্ট কোয়ালিটি মনিটারিং
শিক্ষাগত যোগ্যতা :– MBBS/ Dental/ Ayush/ Nursing/ Life Science/Social Science graduate with masters in hospital administration / Health Management with 1 year experience in public Health Hospital Administration. Candidates with experience in Health care Quality/ formal quality of a quality system would be preferred. Fluency in English, Computer literacy, knowledge of government legislations and policies are essential. Candidate must have good communication skills both written and verbal এই সমস্ত যোগ্যতা থাকলে আবেদন করতে পারবেন।
বয়সসীমা :- আবেদনকারীর বয়স ৪০ বছরের কম হতে হবে।
২)পদের নাম :- ICTC LT Under WBSAP & CS
শিক্ষাগত যোগ্যতা :– Essential Qualification & Experience: Graduate in Medical Laboratory Technology (B.Sc); with
minimum 1 year experience after graduation. OR Diploma in Medical Laboratory Technology (DMLT); with minimum 2 years experience after diploma.
And Working knowledge of Computer.
বয়সসীমা :– আবেদনকারীর বয়স ৬০ বছরের মধ্যে হতে হবে।
৩)পদের নাম :- আর্ট কাউন্সিলর
শিক্ষাগত যোগ্যতা :– Master Degree in Social Work (preferably Medical & Psychiatric social work/Psychology) Or Candidate degree in sociology may be considered Or Qualified Graduate Nurse may be considered.
এছাড়াও Computer Knowledge থাকতে হবে।
বয়সসীমা :– আবেদনকারীর বয়স ৬০ বছরের মধ্যে হতে হবে।
৪)পদের নাম :- আর্ট মেডিক্যাল অফিসার
শিক্ষাগত যোগ্যতা :-Essentially be an MBBS trained by NACO at any one of the NACO designated Training centers.
বয়সসীমা :– আবেদনকারীর বয়স ৬০ বছরের মধ্যে হতে হবে।
৫)পদের নাম :- হসপিটাল অ্যাটেন্ডেন্ট NPHCE
শিক্ষাগত যোগ্যতা : শুধুমাত্র মাধ্যমিক পাশ যোগ্যতায় আবেদন, এছাড়াও ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে
বয়সসীমা :- আবেদনকারীর বয়স ৪০ বছরের মধ্যে হতে হবে।
৬)পদের নাম :- স্যানিটারি অ্যাটেন্ডেন্ট NPHCE
শিক্ষাগত যোগ্যতা :-Matriculation. At least 2
years experience of working in a Hospital
বয়সসীমা :- আবেদনকারীর বয়স ৪০ বছরের মধ্যে হতে হবে।
৭)পদের নাম :- ল্যাব টেকনিশিয়ান NPCDCS
শিক্ষাগত যোগ্যতা :-(10+2) level & DMLT
বয়সসীমা :– আবেদনকারীর বয়স ৪০ বছরের মধ্যে হতে হবে।
৮)পদের নাম :- Accountant, Lower Division Clerk & Group – D
শিক্ষাগত যোগ্যতা:- অবসরপ্রাপ্ত Govt. employee রা আবেদন করতে পারবেন। এছাড়াও Medically Fit Certificate থাকতে হবে।
Accountant & LDC পোস্টের জন্য Madhyamik Pass এবং Computer জানা থাকতে হবে।
বয়সসীমা :- আবেদনকারীর বয়স ৬২ বছরের মধ্যে হতে হবে।
৯)পদের নাম :- প্যারা মেডিক্যাল ওয়ারকার NLEP
শিক্ষাগত যোগ্যতা :- High School/Higher
Secondary holding certificate of PMW Training Or MSW/B.Sc with 3 years experience in the field of Health
কম্পিউটারে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে।
বয়সসীমা :– আবেদনকারীর বয়স ৪০ বছরের মধ্যে হতে হবে।
১০)পদের নাম :- CHA Community Health Assistant-Urban)under NUHM
শিক্ষাগত যোগ্যতা :-Must have passed ANM course from Institute recognized by Indian Nursing Council and be registered with WBNC Should be proficient in Bengali and permanent resident of the Hooghly
District. Or Must have passed GNM course from Institute recognized by Indian Council and be registered with WBNC Should be proficient in Bengali and permanent resident of the Hooghly.
বয়সসীমা :– আবেদনকারীর বয়স ২১-৪০ বছরের মধ্যে হতে হবে।
১১)পদের নাম :- Clinical Psychologist under DMHP
শিক্ষাগত যোগ্যতা :– Having recognized qualification in Clinical Psychology from Institute approved and recognized by
Rehabilitation Council of India constituted under Sec- III of RCI Act 1992.OrHaving Post Graduate Degree in Psychology or Clinical Psychology or Applied Psychology, and masters of Philosophy in Clinical Phycology or Medical and Social Psychology obtained after completion of a Full time Course of 2 Years which includes Supervised Clinical Training from any University recognized by UGC established UGC act 1956 and approved and Recognized by RCI Act 199. এছাড়াও ১ বছরের Experience থাকা আবশ্যক।
বয়সসীমা :- আবেদনকারীর বয়স ৪০ বছরের মধ্যে হতে হবে।
১২)পদের নাম :- Senior Tuberculosis Laboratory Supervisor (STLS) under NTEP
শিক্ষাগত যোগ্যতা :-Graduate with DMLT (or)
BMLT from a Gor.t. recognized Institution Permanent two wheeler driving license & should be able to drive two-wheeler Well Conversant with various computer programming including MS Word Excel.
এছাড়াও ১ বছরের Experience থাকা আবশ্যক।
বয়সসীমা :- আবেদনকারীর বয়স ২১-৪০ বছরের মধ্যে হতে হবে।
১৩)পদের নাম :- TBHV
শিক্ষাগত যোগ্যতা :-l. Graduate in science
2. Minimum 1 completed year experience of working as MPw/ LHV/ANM/Health Worker
3.Certificate course in computer operations minimum two month
বয়সসীমা :- আবেদনকারীর বয়স ২১-৪০ বছরের মধ্যে হতে হবে।
১৪)পদের নাম :- Laboratory Technician
শিক্ষাগত যোগ্যতা :-10+2) with Physics, Chemistry and Biology Diploma in Medical Laboratory Technology(DMLT) from a Govt approved institution. Basic knowledge in computer
বয়সসীমা :- আবেদনকারীর বয়স ১৯-৪০ বছরের মধ্যে হতে হবে।
১৫)পদের নাম :- District PPM Coordinator
শিক্ষাগত যোগ্যতা :-1. Post Graduate in any discipline
2. One-year Experience of working in field of communication/ACSM/ Public-Private Partnership/ Health projects/programs
3. Permanent two-wheeler driving license and should be able to drive two-wheeler Working knowledge of Computer.
বয়সসীমা :- আবেদনকারীর বয়স ২১-৪০ বছরের মধ্যে হতে হবে।
B)Vacancies under XI/ FC(HGI:
১৬)পদের নাম :- Block Epidemiologist, Block Public Health Manager,
শিক্ষাগত যোগ্যতা :এই পদের জন্য B.sc ,M.sc করা থাকতে হবে।
বয়সসীমা :- আবেদনকারীর বয়স ২১-৪০ বছরের মধ্যে হতে হবে।
১৭)পদের নাম :- Lab. Tech
শিক্ষাগত যোগ্যতা :- Science নিয়ে উচ্চ মাধ্যমিক পাশ করা থাকতে হবে।
বয়সসীমা :- আবেদনকারীর বয়স ১৯-৪০ বছরের মধ্যে হতে হবে।
১৮)পদের নাম :- Block Data Manager
শিক্ষাগত যোগ্যতা :- যেকোন শাখায় গ্রাজুয়েশন পাশ থাকতে হবে এবং Basic Computer Course করা থাকতে হবে।
বয়সসীমা :- আবেদনকারীর বয়স ২১-৪০ বছরের মধ্যে হতে হবে।
vacancies under )rV FC(HG):
১৯) পদের নাম :- Medical Officer (UHwc), Specialist Medical Officer Medicine, Specialist Medical Officer – Pediatrics, Specialist Medical Officer – G&O, Specialist Medical Officer -Ophthalmologist
শিক্ষাগত যোগ্যতা :- MBBS পাশ করা থাকতে হবে।
বয়সসীমা :- আবেদনকারীর বয়স ৬২ বছরের মধ্যে হতে হবে।
২০)পদের নাম :- Staff Nurse(U-Hwc), Staff Nurse (Polyclinical at UPHC under MUHM)
শিক্ষাগত যোগ্যতা :- স্বীকৃত বোর্ড থেকে GNM পাশ থাকতে হবে।
বয়সসীমা :- আবেদনকারীর বয়স ৪০ বছরের মধ্যে হতে হবে।
২১)পদের নাম :- Community Health Assistant- Urban(u-Hwc)
শিক্ষাগত যোগ্যতা :-ANM পাশ থাকতে হবে।
বয়সসীমা :- আবেদনকারীর বয়স ৪০ বছরের মধ্যে হতে হবে।
২২)পদের নাম :- Counsellor (Polyclinics at UPHC under NUHM)
শিক্ষাগত যোগ্যতা :- গ্রাজুয়েশন পাশ থাকতে হবে।
বয়সসীমা :- আবেদনকারীর বয়স ৪০ বছরের মধ্যে হতে হবে।
আবেদন পদ্ধতি :- আবেদন করতে হবে অনলাইনে।নিচে দেওয়া link এ ক্লিক করে সরাসরি Official site এ গিয়ে আবেদন করতে পারবেন।
আবেদন ফি: জেনারেল দের জন্য ১০০ টাকা এবং SC/ST/OBC দের জন্য ৫০ টাকা । Demand Draft করতে হবে এই ঠিকানায় ‘District
Health & Family Welfare Samity, Hooghly” A/C l{on NHM payable at Kolkata .
আবেদন পদ্ধতি ,বিস্তারিত শিক্ষাগত যোগ্যতা,বেতন কাঠামো এবং যাবতীয় বিস্তারিত তথ্য PDF এ দেওয়া রয়েছে। আরও ভালোভাবে জানার জন্য অবশ্যই নীচে দেওয়া link থেকে PDF টি ডাউনলোড করুন।
Official Notification |
|
Official Website |
|
New Job News |
“ONLINETATHYA”বিশ্বস্ত চাকরির খবরের ওয়েবপোর্টাল। সর্বদা সঠিক তথ্য যাচাই করে আমাদের ওয়েবসাইটে প্রকাশ করা হয়। তাই প্রতিদিন নিত্যনতুন চাকরির খবরের আপডেট পেতে আমাদের ওয়েবসাইটে প্রতিদিন ভিজিট করুন ৷