রাজ্যের স্বাস্থ্য দপ্তরে অনেকগুলি পদে কর্মী নিয়োগ হচ্ছে, অনলাইনে আবেদন করুন

পশ্চিমবঙ্গের চাকরির খবর: রাজ্যে স্বাস্থ্য দপ্তরে ১০৪ টি শূন্যপদে স্বাস্থ্য কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পশ্চিম বর্ধমান জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দপ্তর থেকে। নিয়োগ করা হবে দুর্গাপুর মিউনিসিপাল কর্পোরেশন এবং আসানসোল মিউনিসিপাল কর্পোরেশনে। অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। অনলাইনে রেজিস্ট্রেশন করে যোগ্য পার্থীরা আবেদন করতে পারবেন। West Bengal Health Recruitment 2021.

বিঞ্জপ্তি নম্বর :- DH&FWS/ASL/892

বিঞ্জপ্তি প্রকাশের তারিখ :- 11/01/2021

আবেদনের শেষ তারিখ :- 22/01/2021

মোট শূন্যপদ :- 104 টি

1) ল্যাব টেক (Lab Tech)


শূন্যপদ :- 11 টি (UR- 5, SC- 3, ST- 1, OBC A- 1, OBC B- 1)।


শিক্ষাগত যোগ্যতা :- পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা এবং জীববিদ্যা/ গণিত বিষয় নিয়ে পার্থীকে উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে। সাথে মেডিকেল ল্যাবরেটরী টেকনোলজি বিষয়ে ডিপ্লোমা কোর্স পাশ করতে হবে। এবং কম্পিউটার কোর্স করে থাকতে হবে।


বয়সসীমা :- 18 থেকে সর্বোচ্চ 40 বছরের মধ্যে।


বেতন :- প্রতি মাসে 22,000/- টাকা।


আরও পড়ুন :- Best Top 10 Latest Private Company Jobs In Kolkata 2021 ]


2) স্টাফ নার্স (Staff Nurse)

শূন্যপদ :- 83 টি (UR- 45, SC- 19, ST- 5, OBC A- 8, OBC B- 6)।

শিক্ষাগত যোগ্যতা :- GNM Nursing অথবা B.Sc. নার্সিং পাশ হতে হবে। পার্থীর ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল/ পশ্চিমবঙ্গ নার্সিং কাউন্সিলে নাম নথিভুক্ত থাকতে হবে। অবশ্যই আবেদনকারীকে স্থানীয় ভাষা জানতে হবে।

বয়সসীমা :- বয়স হতে হবে 18 থেকে সর্বোচ্চ 64 বছরের মধ্যে।

বেতন :- প্রতি মাসে 25,000/- টাকা।


আরও পড়ুন :- মাধ্যমিক পাশে কলকাতা হাইর্কোটে চাকরির সুযোগ ]


3) ফুলটাইম মেডিকেল অফিসার (FTMO)

শূন্যপদ :- 10 টি (UR- 5, SC- 2, ST- 1, OBC A- 1, OBC B- 1).

শিক্ষাগত যোগ্যতা :- MBBS ডিগ্রী পাশ করতে হবে।

বয়সসীমা :- বয়স হতে হবে 18 থেকে সর্বোচ্চ 66 বছরের মধ্যে।

বেতন :- প্রতিমাসে 60,000/- টাকা।


উপরিউক্ত প্রতিটি পদগুলির বয়স হিসাব করবেন 1 জানুয়ারি, 2021 তারিখের হিসেবে। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সর্বোচ্চ বয়স সীমায় ছাড় পাবেন।


আবেদন পদ্ধতি :- আবেদন করতে হবে সরাসরি অনলাইনের মাধ্যমে৷ www.wbhealth.gov.in ওয়েবসাইটে গিয়ে অনলাইনে রেজিস্ট্রেশন করতে পারবেন। অনলাইনে আবেদন করার শেষ তারিখ 22 জানুয়ারি,2021।


আবেদন ফি :- পর্থীকে আবেদন ফি জমা দিতে হবে ডিমান্ড ড্রাফটের মাধ্যমে। ডিমান্ড ড্রাফ্ট কাটতে হবে in Favour of “DH&FWS Asansol A/C Main Samity” payable at Asansol. জেনারেল প্রার্থীদের আবেদন ফি বাবদ জমা দিতে হবে 100/- টাকা। SC/ ST/ OBC প্রার্থীদের আবেদন ফি বাবদ জমা দিতে হবে 50/- টাকা।


অনলাইনে আবেদন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরে আবেদনপত্রের প্রিন্ট আউট নিতে হবে। অনলাইন আবেদনের প্রিন্ট আউট কপি, ডিমান্ড ড্রাফটের কপি সংযুক্ত করে একটি মুখ বন্ধ খামে নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে। 


আবেদন পত্র পাঠানোর ঠিকানা :- Office Of The CMOM Office, Kalyanpur Satellite Township, Asansol, Paschim Bardhaman, Pin- 713305.


আবেদনপত্রের খামের উপর লিখতে হবে :- “application for the post of…………….(যে পদের জন্য আবেদন করবেন), under NUHM”. আবেদনপত্রটি পৌঁছানোর শেষ তারিখ 2 ফেব্রুয়ারি, 2021.



অফিসিয়াল বিঞ্জপ্তি :- Click Here

অফিসিয়াল ওয়েবসাইট :- Click Here

সমস্ত আপডেট পেতে এখনই  আমাদের টেলিগ্রাম চ্যানেল  Join হন  



“ONLINE TATHYA” বিশ্বস্ত চাকরির খবরের ওয়েব পোর্টাল। সর্বদা সঠিক তথ্য যাচাই করে আমাদের ওয়েবসাইটে প্রকাশ করা হয়। তাই প্রতিদিন নিত্যনতুন চাকরির খবরের আপডেট পেতে আমাদের ওয়েবসাইটে প্রতিদিন ভিজিট করুন ৷


Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top