রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য সুখবর। স্কুল গুলিতে শিক্ষক ও গ্রুপ ডি নিয়োগের বিঞ্জপ্তি প্রকাশ। অষ্টম শ্রেণি পাশে আবেদন। পুরুষ ও মহিলা সবাই আবেদন করতে পারবেন।
শিক্ষাগত যোগ্যতা,আবেদন পদ্ধতি ছাড়াও সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য নীচে দেওয়া হল….
১)পদের নাম :- গ্রুপ ডি (Group D-Peon)
শিক্ষাগত যোগ্যতা :- শুধুমাত্র অষ্টম শ্রেণি পাশ যোগ্যতায় আবেদন করতে পারবেন।
বয়সসীমা :- ২১ থেকে ৪০বছরের এর মধ্যে হতে হবে। বয়স হিসাব করবেন ০১/০১/২০২২ তারিখ অনুযায়ী। ST/SC -৫ বছরের,OBC-৩ বছরের এবং PH প্রার্থীরা ৮ বছরের ছাড় পাবেন।
২)পদের নাম :- Assistant Teacher for Mathematics Class IX & X (OBC-B)
শিক্ষাগত যোগ্যতা :- যেকোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে গ্রাজুয়েশন পাশ এবং B.Ed করা থাকতে হবে।
বয়সসীমা :- ২১ থেকে ৪০বছরের এর মধ্যে হতে হবে। বয়স হিসাব করবেন ০১/০১/২০২২ তারিখ অনুযায়ী। ST/SC -৫ বছরের,OBC-৩ বছরের এবং PH প্রার্থীরা ৮ বছরের ছাড় পাবেন।
৩)পদের নাম :- Assistant Teacher for Pure Science For Upper Primary (SC)
শিক্ষাগত যোগ্যতা :- যেকোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে গ্রাজুয়েশন পাশ এবং B.Ed করা থাকতে হবে। TET সার্টিফিকেট থাকলে আবেদন করতে পারবেন।
বয়সসীমা :- ২১ থেকে ৪০বছরের এর মধ্যে হতে হবে। বয়স হিসাব করবেন ০১/০১/২০২২ তারিখ অনুযায়ী। ST/SC -৫ বছরের,OBC-৩ বছরের এবং PH প্রার্থীরা ৮ বছরের ছাড় পাবেন।
৪)পদের নাম :- Assistant Teacher for Sanskrit for Upper Primary (SC)
শিক্ষাগত যোগ্যতা :- যেকোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সংস্কৃত বিষয়ে গ্রাজুয়েশন পাশ এবং B.Ed করা থাকতে হবে। TET সার্টিফিকেট থাকলে আবেদন করতে পারবেন।
বয়সসীমা :- ২১ থেকে ৪০বছরের এর মধ্যে হতে হবে। বয়স হিসাব করবেন ০১/০১/২০২২ তারিখ অনুযায়ী। ST/SC -৫ বছরের,OBC-৩ বছরের এবং PH প্রার্থীরা ৮ বছরের ছাড় পাবেন।
আবেদন পদ্ধতি :- আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। নিচে দেওয়া link এ ক্লিক করে সরাসরি Official site এ গিয়ে আবেদন করতে পারবেন। আবেদন করার জন্য প্রার্থীর বৈধ E-mail I’d ও মোবাইল নাম্বার থাকতে হবে।
তবে পিওন ও অ্যাসিস্ট্যান্ট টিচার পদের জন্য দুটি আলাদা বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
আবেদন পত্রের সঙ্গে যেসব ডকুমেন্টস লাগবে :-
ক)সমস্ত শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট
খ)আধার কার্ড/ভোটার কার্ড
গ)বয়সের প্রমাণপত্র
ঘ)অভিজ্ঞতার সার্টিফিকেট
ঙ)কাস্ট সার্টিফিকেট
চ)২ কপি পাসপোর্ট সাইজের ছবি।
ছ) B.Sc/B.Ed ও টেট পাশ এর সার্টিফিকেট। পিওন পদে আবেদনের জন্য লাগবে না।
নিয়োগ পদ্ধতি :- লিখিত পরীক্ষা ও ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ। তবে পিওন পদের জন্য লিখিত পরীক্ষা দিতে হবে না।
আবেদনের শেষ তারিখ :- ১৫ ই জুলাই ২০২২ এর মধ্যে
পিয়ন:- Click Here
আসিস্টান্ট টিচার :- Click Here