রাজ্যের মৎস্য ও প্রাণী দপ্তরে ইন্টারভিউ-এর মাধ্যমে কর্মী নিয়োগ

রাজ্যের মৎস্য ও প্রাণী দপ্তরে ইন্টারভিউ-এর মাধ্যমে কর্মী নিয়োগ

westbengal%2Bdata%2Bentry%2Bjob%2B2021


পশ্চিমবঙ্গের মৎস্য ও প্রাণীবিঞ্জান বিশ্ববিদ্যালয়ে কর্মী নিয়োগের বিঞ্জপ্তি প্রকাশ করা হয়েছে ৷ নিয়োগ করা হবে সম্পূর্ন চুক্তিভিত্তিক ডাটা এন্ট্রি অপারেটর পদে ৷  সরাসরি ইন্টারভিউ-এর মাধ্যমে নিয়োগ করে নেওয়া হবে ৷ যে সমস্ত পার্থী আগ্রহী তাদের  6 জানুয়ারি,2021 ইন্টারভিউ হবে ৷ West Bengal Data Entry Operator Job


বিঞ্জপ্তি নং :- WBUAFS/DREF/822/20


পদের নাম :- ডাটা এন্ট্রি অপারেটর (DEO)


শিক্ষাগত যোগ্যতা :- প্রার্থীকে যেকনো শাখায় গ্র্যাজুয়েশন পাশ হতে হবে ৷ এবং কম্পিউটারের দক্ষতা থাকতে হবে ৷ এছাড়াও স্ট্যাটিসটিক্যাল সফটওয়্যারে কাজের অভিঞ্জতা থাকতে হবে ৷


বেতন :- প্রতি মাসে 18,000 টাকা বেতন দেওয়া হবে ৷


আবেদন পদ্ধতি :- সরাসরি ইন্টারভিউ-এর মাধ্যমে নিয়োগ করা হবে ৷ ইন্টারভিউ-এর দিন 6 জানুয়ারি, 2021 এই দিন সকাল 10:30 মিনিটৈ ইন্টারভিউ শুরু হবে ৷ ইন্টারভিউ-এর দিন CV বা বায়োডাটা নিয়ে যেতে হবে এবং সঙ্গে দু কপি পাসপোর্ট সাইজের ফটো নিয়ে যেতে হবে ৷ এবং সমস্ত প্রয়োজনীয় নথিপত্র সেল্ফ অ্যাটেস্টেড করা জেরক্স কপি নিয়ে যেতে হবে ৷ এছাড়াও অরজিনাল কপি নিজের কাছে থাকা বাধ্যতামূলক প্রোয়জনে লাগতে পারে ৷ 


ইন্টারভিউ-এর স্থান :- West Bengal University Of Animal And Fishery Sciences, Farmer’s Hostel, Belgachia, Kolkata-700037


বিঞ্জপ্তি ডাউনলোড করুন :- Click Here

অফিসিয়াল ওয়েবসাইট :- Click Here 


সমস্ত আপডেট পেতে এখনই  আমাদের টেলিগ্রাম চ্যানেল  Join হন  


join our telegram channel

“ONLINE TATHYA” বিশ্বস্ত চাকরির খবরের ওয়েব পোর্টাল। সর্বদা সঠিক তথ্য যাচাই করে আমাদের ওয়েবসাইটে প্রকাশ করা হয়। তাই প্রতিদিন নিত্যনতুন চাকরির খবরের আপডেট পেতে আমাদের ওয়েবসাইটে প্রতিদিন ভিজিট করুন ৷

Leave a Comment