রাজ্যের মৎস্য ও প্রাণী দপ্তরে ইন্টারভিউ-এর মাধ্যমে কর্মী নিয়োগ
বিঞ্জপ্তি নং :- WBUAFS/DREF/822/20
পদের নাম :- ডাটা এন্ট্রি অপারেটর (DEO)
শিক্ষাগত যোগ্যতা :- প্রার্থীকে যেকনো শাখায় গ্র্যাজুয়েশন পাশ হতে হবে ৷ এবং কম্পিউটারের দক্ষতা থাকতে হবে ৷ এছাড়াও স্ট্যাটিসটিক্যাল সফটওয়্যারে কাজের অভিঞ্জতা থাকতে হবে ৷
বেতন :- প্রতি মাসে 18,000 টাকা বেতন দেওয়া হবে ৷
আবেদন পদ্ধতি :- সরাসরি ইন্টারভিউ-এর মাধ্যমে নিয়োগ করা হবে ৷ ইন্টারভিউ-এর দিন 6 জানুয়ারি, 2021 এই দিন সকাল 10:30 মিনিটৈ ইন্টারভিউ শুরু হবে ৷ ইন্টারভিউ-এর দিন CV বা বায়োডাটা নিয়ে যেতে হবে এবং সঙ্গে দু কপি পাসপোর্ট সাইজের ফটো নিয়ে যেতে হবে ৷ এবং সমস্ত প্রয়োজনীয় নথিপত্র সেল্ফ অ্যাটেস্টেড করা জেরক্স কপি নিয়ে যেতে হবে ৷ এছাড়াও অরজিনাল কপি নিজের কাছে থাকা বাধ্যতামূলক প্রোয়জনে লাগতে পারে ৷
ইন্টারভিউ-এর স্থান :- West Bengal University Of Animal And Fishery Sciences, Farmer’s Hostel, Belgachia, Kolkata-700037
বিঞ্জপ্তি ডাউনলোড করুন :- Click Here
অফিসিয়াল ওয়েবসাইট :- Click Here
সমস্ত আপডেট পেতে এখনই আমাদের টেলিগ্রাম চ্যানেল এ Join হন ।
“ONLINE TATHYA” বিশ্বস্ত চাকরির খবরের ওয়েব পোর্টাল। সর্বদা সঠিক তথ্য যাচাই করে আমাদের ওয়েবসাইটে প্রকাশ করা হয়। তাই প্রতিদিন নিত্যনতুন চাকরির খবরের আপডেট পেতে আমাদের ওয়েবসাইটে প্রতিদিন ভিজিট করুন ৷