পশ্চিমবঙ্গ সরকারের অন্তভূর্ক্ত নার্সিং ট্রেনিং স্কুলের গ্রুপ-ডি পদে কর্মী নিয়োগের বিঞ্জপ্তি প্রকাশিত হয়েছে ৷ পুরোপুরি চুক্তির ভিত্তিতে পার্থী নিয়োগ করা হবে ৷ আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে ৷ পশ্চিমবঙ্গের যে কনো জেলা থেকে পার্থীরা আবেদন করতে পারবেন ৷
বিঞ্জপ্তি নম্বর :- J/NTS/587
বিঞ্জপ্তি প্রকাশের তারিখ :- 02/11/2021
আবেদনের শেষ তারিখ :- 17/11/2021
পদের নাম :- ড্রাইভার ৷
শিক্ষাগত যোগ্যতা :- আবেদনকারীকে অষ্টম শ্রেণী পাশ হতে হবে৷ সঙ্গে বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং গাড়ি চালানোর পাঁচ বছরের অভিঞ্জতা থাকতে হবে ৷
বয়সসীমা :- প্রার্থীর বয়স 35 থেকে 50 বছরের মধ্যে হতে হবে ৷
বেতন :- শুরুতে প্রতি দিন 397 টাকা বেতন দেওয়া হবে ৷
আবেদন পদ্ধতি :- আগ্রহী পার্থীরা অফলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন ৷ A4 সাইজের আবেদনপত্র সহ সমস্ত প্রয়োজনীয় নথিপত্র একটি মুখবন্ধ খামে স্পিড পোষ্ট/ অডিনারি পোষ্ট/ রেজিস্টার পোষ্ট বা কুরিয়ার সার্ভিস এর মাধ্যমে নির্দিষ্ট ঠিকানায় পার্থীরা জমা করতে পারবেন ৷ আবেদন জমা দেওয়ার শেষ তারিখ 17/11/2021 বিকেল 5 টা পর্যন্ত ৷
যে সমস্ত নথিপত্র আবেদন পত্রের সাথে সংযুক্ত করতে হবে সেগুলি হল :-
1) আইডেন্টি প্রুফ ৷
2) শিক্ষাগত যোগ্যতার মার্কশিট ও সার্টিফিকেট ৷
3) বয়সের প্রমাণপত্র (মাধ্যমিকের এডমিট কার্ড) ৷
4) ড্রাইভিং লাইসেন্স ৷
5) ঠিকানার প্রমানপত্র
6) কাজের অভিঞ্জতা সার্টিফিকেট ৷
আবেদনপত্র পাঠানোর ঠিকানা :- Principal Nursing Officer- GNM Training School, Jangipur SDH, Mursidabad.
নিয়োগের স্থান :- মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুর সাব ডিভিশনাল হসপিটালের অন্তর্গত GNM ট্রেনিং স্কুলে ৷
Official Notification |
|
Official Website |
|
Daily Job News |
“ONLINE TATHYA“বিশ্বস্ত চাকরির খবরের ওয়েবপোর্টাল। সর্বদা সঠিক তথ্য যাচাই করে আমাদের ওয়েবসাইটে প্রকাশ করা হয়। তাই প্রতিদিন নিত্যনতুন চাকরির খবরের আপডেট পেতে আমাদের ওয়েবসাইটে প্রতিদিন ভিজিট করুন ৷