রাজ্যের নার্সিং ট্রেনিং স্কুলে গ্রুপ-ডি ড্রাইভার নিয়োগ | wb group d recruitmennt 2021

পশ্চিমবঙ্গ সরকারের অন্তভূর্ক্ত নার্সিং ট্রেনিং স্কুলের গ্রুপ-ডি পদে কর্মী নিয়োগের বিঞ্জপ্তি প্রকাশিত হয়েছে ৷ পুরোপুরি চুক্তির ভিত্তিতে পার্থী নিয়োগ করা হবে ৷ আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে ৷ পশ্চিমবঙ্গের যে কনো জেলা থেকে পার্থীরা আবেদন করতে পারবেন ৷

বিঞ্জপ্তি নম্বর :- J/NTS/587

বিঞ্জপ্তি প্রকাশের তারিখ :- 02/11/2021

আবেদনের শেষ তারিখ :- 17/11/2021


পদের নাম :- ড্রাইভার ৷


শিক্ষাগত যোগ্যতা :- আবেদনকারীকে অষ্টম শ্রেণী পাশ হতে হবে৷ সঙ্গে বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং গাড়ি চালানোর পাঁচ বছরের অভিঞ্জতা থাকতে হবে ৷


বয়সসীমা :- প্রার্থীর বয়স 35 থেকে 50 বছরের মধ্যে হতে হবে ৷


বেতন :- শুরুতে প্রতি দিন 397 টাকা বেতন দেওয়া হবে ৷


আবেদন পদ্ধতি :- আগ্রহী পার্থীরা অফলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন ৷ A4 সাইজের আবেদনপত্র সহ সমস্ত প্রয়োজনীয় নথিপত্র একটি মুখবন্ধ খামে স্পিড পোষ্ট/ অডিনারি পোষ্ট/ রেজিস্টার পোষ্ট বা কুরিয়ার সার্ভিস এর মাধ্যমে নির্দিষ্ট ঠিকানায় পার্থীরা জমা করতে পারবেন ৷ আবেদন জমা দেওয়ার শেষ তারিখ 17/11/2021 বিকেল 5 টা পর্যন্ত ৷

যে সমস্ত নথিপত্র আবেদন পত্রের সাথে সংযুক্ত করতে হবে সেগুলি হল :-

1) আইডেন্টি প্রুফ ৷

2) শিক্ষাগত যোগ্যতার মার্কশিট ও সার্টিফিকেট ৷

3) বয়সের প্রমাণপত্র (মাধ্যমিকের এডমিট কার্ড) ৷

4) ড্রাইভিং লাইসেন্স ৷

5) ঠিকানার প্রমানপত্র

6) কাজের অভিঞ্জতা সার্টিফিকেট ৷


আবেদনপত্র পাঠানোর ঠিকানা :- Principal Nursing Officer- GNM Training School, Jangipur SDH, Mursidabad.


নিয়োগের স্থান :- মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুর সাব ডিভিশনাল হসপিটালের অন্তর্গত GNM ট্রেনিং স্কুলে ৷

Join Telegram

Join Facebook

Official Notification

Click Here

Official  Website

Click Here

Daily Job News

Click Here

ONLINE TATHYAবিশ্বস্ত চাকরির খবরের ওয়েবপোর্টাল। সর্বদা সঠিক তথ্য যাচাই করে আমাদের ওয়েবসাইটে প্রকাশ করা হয়। তাই প্রতিদিন নিত্যনতুন চাকরির খবরের আপডেট পেতে আমাদের ওয়েবসাইটে প্রতিদিন ভিজিট করুন ৷

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top