রাজ্যের কলেজে গ্রূপ-ডি নন টিচিং স্টাফ পদে ইন্টারভিউ-এর মাধ্যমে নিয়োগের বিঞ্জপ্তি প্রকাশিত হয়েছে ৷ পশ্চিমবঙ্গের যেকনো জেলা থেকে পার্থীরা আবেদন করতে পারবেন ৷ কোনোরূপ লিখিত পরীক্ষা ছাড়াই সরাসরি ইন্টারভিউ-এর মাধ্যমে চাকরির সূযোগ রয়েছে ৷ কোন কোন পদে নিয়োগ করা হবে শিক্ষাগত যোগ্যতা সহ বিস্তারিত নীচে দেওয়া হল walk-in-interview-of-Group-D-non-teaching-posts
বিঞ্জপ্তি নম্বর :- KAM/Appt/NTS/2021-22/04
বিঞ্জপ্তি প্রকাশের তারিখ :- 18/11/2021
ইন্টারভিউ-এর তারিখ :- 05/12/2021
1.পদের নাম :- পিওন ৷
মোট শূন্যপদ :- 1 টি ৷
শিক্ষাগত যোগ্যতা :- পার্থীকে অষ্টম শ্রেণি পাশ হতে হবে ৷ উচ্চতর শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন পার্থীরাও আবেদন যোগ্য ৷
বেতন :- প্রতি মাসে 16,200/- টাকা বেতন দেওয়া হবে ৷
2.পদের নাম :- Lab Attendant (Geography)
মোট শূন্যপদ :- 1 টি ৷
শিক্ষাগত যোগ্যতা :- পার্থীকে অষ্টম শ্রেণি পাশ হতে হবে ৷ উচ্চতর শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন পার্থীরাও আবেদন যোগ্য ৷
বেতন :- প্রতি মাসে 4,900/- টাকা থেকে 16,200/- টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে ৷ সঙ্গে গ্রেড পে 1,700/- টাকা ৷
3.পদের নাম :- Lab Attendant (Chemistry)
মোট শূন্যপদ :- 1 টি ৷
শিক্ষাগত যোগ্যতা :- পার্থীকে অষ্টম শ্রেণি পাশ হতে হবে ৷ উচ্চতর শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন পার্থীরাও আবেদন যোগ্য ৷
বেতন :- প্রতি মাসে 4,900/- টাকা থেকে 16,200/- টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে ৷ সঙ্গে গ্রেড পে 1,700/- টাকা ৷
বয়সসীমা :- পার্থীর বয়স হতে হবে 18 থেকে 40 বছরের মধ্যে ৷ সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণির পার্থীরা বয়সে 5 বছরের ছাড় পাবেন ৷
আবেদন পদ্ধতি :- আবেদন করতে হবে অফলাইনের মাধ্যমে ৷ নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করে আবেদন পত্র ডাউনলোড করতে পারবেন ৷ সঠিক ভাবে আবেদন পত্র পূরোন করে সাথে সমস্ত নথিপত্রের জেরক্সকপি সেল্ফ অ্যাটেস্টেড করে নির্দিষ্ট ঠিকানায় ইন্টারভিউ-এর দিন পৌঁছে যেতে হবে ৷ ইন্টারভিউ-এর দিন 150 টাকা জমা করতে হবে ৷
ইন্টারভিউ-এর তারিখ :- 5 ডিসেম্বর 2021৷ ইন্টারভিউ শুরু হবে সকাল 10 টা থেকে ৷
ইন্টারভিউ-এর স্থান :- Bankura Sammilani College, Bankura, West Bengal.
নিয়োগের স্থান :- নিয়োগ করা হবে সম্পূর্ণ চুক্তির ভিত্তিতে ৷ খাতড়া আদিবাসী মহাবিদ্যালয়ে ৷
Official Notification |
|
Official Website |
|
Daily Job news |
“ONLINE TATHYA”বিশ্বস্ত চাকরির খবরের ওয়েবপোর্টাল। সর্বদা সঠিক তথ্য যাচাই করে আমাদের ওয়েবসাইটে প্রকাশ করা হয়। তাই প্রতিদিন নিত্যনতুন চাকরির খবরের আপডেট পেতে আমাদের ওয়েবসাইটে প্রতিদিন ভিজিট করুন ৷