রাজ্যের কলেজে ইন্টারভিউ-এর মাধ্যমে গ্রূপ-ডি কর্মী নিয়োগ

রাজ্যের কলেজে গ্রূপ-ডি নন টিচিং স্টাফ পদে ইন্টারভিউ-এর মাধ্যমে নিয়োগের বিঞ্জপ্তি প্রকাশিত হয়েছে ৷ পশ্চিমবঙ্গের যেকনো জেলা থেকে পার্থীরা আবেদন করতে পারবেন ৷ কোনোরূপ লিখিত পরীক্ষা ছাড়াই সরাসরি ইন্টারভিউ-এর মাধ্যমে চাকরির সূযোগ রয়েছে ৷ কোন কোন পদে নিয়োগ করা হবে শিক্ষাগত যোগ্যতা সহ বিস্তারিত নীচে দেওয়া হল walk-in-interview-of-Group-D-non-teaching-posts

AVvXsEiOOdcETAN09Oa9a6eqEIr O1XotwyyC1M9F

বিঞ্জপ্তি নম্বর :- KAM/Appt/NTS/2021-22/04

বিঞ্জপ্তি প্রকাশের তারিখ :- 18/11/2021

ইন্টারভিউ-এর তারিখ :- 05/12/2021

1.পদের নাম :- পিওন ৷

মোট শূন্যপদ :- 1 টি ৷

শিক্ষাগত যোগ্যতা :- পার্থীকে অষ্টম শ্রেণি পাশ হতে হবে ৷ উচ্চতর শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন পার্থীরাও আবেদন যোগ্য ৷

বেতন :- প্রতি মাসে 16,200/- টাকা বেতন দেওয়া হবে ৷


2.পদের নাম :- Lab Attendant (Geography)

মোট শূন্যপদ :- 1 টি ৷

শিক্ষাগত যোগ্যতা :- পার্থীকে অষ্টম শ্রেণি পাশ হতে হবে ৷ উচ্চতর শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন পার্থীরাও আবেদন যোগ্য ৷

বেতন :- প্রতি মাসে 4,900/- টাকা থেকে 16,200/- টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে ৷ সঙ্গে গ্রেড পে 1,700/- টাকা ৷


3.পদের নাম :- Lab Attendant (Chemistry)

মোট শূন্যপদ :- 1 টি ৷

শিক্ষাগত যোগ্যতা :- পার্থীকে অষ্টম শ্রেণি পাশ হতে হবে ৷ উচ্চতর শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন পার্থীরাও আবেদন যোগ্য ৷

বেতন :- প্রতি মাসে 4,900/- টাকা থেকে 16,200/- টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে ৷ সঙ্গে গ্রেড পে 1,700/- টাকা ৷

বয়সসীমা :- পার্থীর বয়স হতে হবে 18 থেকে 40 বছরের মধ্যে ৷ সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণির পার্থীরা বয়সে 5 বছরের ছাড় পাবেন ৷


আবেদন পদ্ধতি :- আবেদন করতে হবে অফলাইনের মাধ্যমে ৷ নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করে আবেদন পত্র ডাউনলোড করতে পারবেন ৷ সঠিক ভাবে আবেদন পত্র পূরোন করে সাথে সমস্ত নথিপত্রের জেরক্সকপি সেল্ফ অ্যাটেস্টেড করে নির্দিষ্ট ঠিকানায় ইন্টারভিউ-এর দিন পৌঁছে যেতে হবে ৷ ইন্টারভিউ-এর দিন 150 টাকা জমা করতে হবে ৷


ইন্টারভিউ-এর তারিখ :- 5 ডিসেম্বর 2021৷ ইন্টারভিউ শুরু হবে সকাল 10 টা থেকে ৷


ইন্টারভিউ-এর স্থান :- Bankura Sammilani College, Bankura, West Bengal.


নিয়োগের স্থান :- নিয়োগ করা হবে সম্পূর্ণ চুক্তির ভিত্তিতে ৷ খাতড়া আদিবাসী মহাবিদ্যালয়ে ৷

Join Telegram

Join Facebook

Official Notification

Click Here

Official  Website

Click Here

Daily Job news

Click Here

“ONLINE TATHYA”বিশ্বস্ত চাকরির খবরের ওয়েবপোর্টাল। সর্বদা সঠিক তথ্য যাচাই করে আমাদের ওয়েবসাইটে প্রকাশ করা হয়। তাই প্রতিদিন নিত্যনতুন চাকরির খবরের আপডেট পেতে আমাদের ওয়েবসাইটে প্রতিদিন ভিজিট করুন ৷

Leave a Comment