রপশ্রী প্রকল্পে কর্মী নিয়োগ হচ্ছে : West Bengal Rupashree Prakalpa Recruitment
পশ্চিমবঙ্গ সরকার বিভিন্ন জেলায় রপশ্রী প্রকল্পের অধীনে কাজের জন্য বিভিন্ন পদে কর্মী নিয়োগ করে থাকে ৷ তেমনই ঝাড়গ্রাম জেলার জেলাশাসক দপ্তরে এই নিয়োগের বিঞ্জপ্তি প্রকাশিত হয়েছে ৷ মূলত মোট দুটি ডির্পামেন্টে নিয়োগ করছে- ডাটা এন্ট্রি অপারেটর (DEO) এবং অ্যাকাউন্টেন্ট পদে ৷ মূলত চুক্তিভিত্তিক নিয়োগ করা হবে ৷ কেবলমাত্র ঝাড়গ্রাম জেলার স্থায়ী বাসিন্দারা আবেদন করতে পারবেন ৷ West Bengal Rupashree Prakalpa Recruitment
বিঞ্জপ্তি প্রকাশের তারিখ :- 22/12/2020
বিঞ্জপ্তি নম্বর :- 49IRUP/JGM
আবেদনের শেষ তারিখ :- 18/01/2021
মোট শূন্যপদ :- 5টি
প্রথম পদের নাম :- ডাটা এন্ট্রি অপারেটর (DEO)
শূন্য পদ :- 4 টি ৷
শিক্ষাগত যোগ্যতা :- যেকোন শাখায় গ্রাজুয়েশন পাশ হতে হবে ৷ কম্পিউটার জানতে হবে, প্রতি মিনিটে 30 টি শব্দ টাইপিং এর গতি থাকতে হবে এবং মাইক্রোসফট অফিস প্যাকেজ (MS WORD, MS EXCEL, MS POWER POINT) – এ দক্ষ হতে হবে ৷ এছাড়াও যেকোনো (সরকারি/বেসরকারী) প্রতিষ্ঠানে অন্তত এক বছরের কাজের অভিঞ্জতা থাকা বাধ্যতামূলক ৷
বয়সসীমা :- বয়স হতে হবে 18 থেকে 40 বছরের মধ্যে ৷ বয়স হিসাব করবেন 1 জানুয়ারি, 2020 তারিখের হিসেবে ৷ সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর পার্থীরা বয়সে ছাড় পাবেন ৷
বেতন :- প্রতিমাসে 11,000 টাকা বেতন দেওয়া হবে ৷
নিয়োগ পদ্ধতি :- নিয়োগ করা হবে লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে ৷
• ডাটা এন্ট্রি অপারেটর পদের ক্ষেত্রে প্রথমে 40 নম্বরের লিখিত পরীক্ষা হবে ৷ লিখিত পরীক্ষায় থাকবে কারেন্ট অ্যাফেয়ার্স, জেনারেল নলেজ, জেনারেল মেন্টাল এবিলিটি, ইংরেজি, গণিত ৷ এবং 50 নম্বরের কম্পিউটার টেস্ট, সবশেষে 10 নম্বরের ইন্টারভিউ ৷
দ্বিতীয় পদের নাম :- অ্যাকাউন্টেন্ট, রপশ্রী প্রকল্প
শূন্য পদ :- 1 টি ৷
শিক্ষাগত যোগ্যতা :- কমার্সে গ্রাজুয়েশন (অর্নাস) পাশ করতে হবে ৷ কম্পিউটার জানতে হবে – মাইক্রোসফট অফিস প্যাকেজ (MS WORD, MS EXCEL, MS POWER POINT) – এ দক্ষ হতে হবে ৷ এছাড়াও স্পেডশিট, ট্যালি (Tally) জানতে হবে ৷ সঙ্গে যেকোনো (সরকারি/বেসরকারী) প্রতিষ্ঠানে অন্তত তিন বছরের কাজের অভিঞ্জতা থাকা বাধ্যতামূলক ৷
বয়সসীমা :- বয়স হতে হবে 18 থেকে 40 বছরের মধ্যে ৷ বয়স হিসাব করবেন 1 জানুয়ারি, 2020 তারিখের হিসেবে ৷ সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর পার্থীরা বয়সে ছাড় পাবেন ৷
বেতন :- প্রতিমাসে 15,000 টাকা বেতন দেওয়া হবে ৷
নিয়োগ পদ্ধতি :- নিয়োগ করা হবে লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে ৷
• অ্যাকাউন্টেন্ট পদের ক্ষেত্রে প্রথমে 50 নম্বরের লিখিত পরীক্ষা হবে ৷ লিখিত পরীক্ষায় থাকবে কারেন্ট অ্যাফেয়ার্স, জেনারেল নলেজ, জেনারেল মেন্টাল এবিলিটি, ইংরেজি, গণিত এবং অ্যাকাউন্টৈন্সি ৷ এছাড়াও 40 নম্বরের কম্পিউটার টেস্ট, সবশেষে 10 নম্বরের ইন্টারভিউ ৷
আবেদন ফি :- শূন্য ৷
আবেদনের শেষ তারিখ :- আবেদন পত্র জমা দেওয়া যাবে 18 জানুয়ারি, 2021 বিকাল সাড়ে পাঁচটা পর্যন্ত ৷
আবেদন পদ্ধতি :- অফলাইনে-এর মাধ্যমে আবেদন করতে হবে ৷ অফিসিয়াল বিঞ্জপ্তি এবং আবেদন পত্র www.jhargram.gov.in ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবেন ৷ আবেদন পত্র সঠিক ভাবে পূরণ করে এবং প্রয়োজনীয় সমস্ত নথিপত্র একটি মুখ বন্ধ খামে ভরতে হবে ৷ ওই খামের উপর লিখতে হবে, “Application for he Post Of……..”
যেই পদের জন্য আবেদন করবেন (Accountant/ Data Entry Operator).
আবেদন পাঠানোর ঠিকানা :- আবেদন পাঠাতে হবে সরাসরি ঝাড়গ্রাম জেলা শাসকের রূপশ্রী প্রকল্পের দপ্তরে গিয়ে অথবা রেজিস্টার্ড পোষ্টের মাধ্যমে আবেদন পত্র জমা দিতে হবে ৷
প্রয়োজনীয় নথিপত্র :- ভোটার কার্ড/ আধার কার্ড, সাম্প্রতিক তোলা দু”কপি পাসপোর্ট সাইজের ফোটো ৷ মাধ্যমিকের এডমিট কার্ড, সমস্ত শিক্ষাগত যোগ্যতার মার্কশিট এবং সার্টিফিকেট, এছাড়াও কম্পিউটার কোর্স এবং কর্ম অভিঞ্জতার সার্টিফিকেট ৷ এই সমস্ত নথিপত্রের জেরক্স কপি করে সেল্ফ অ্যাটেস্টেড করে আবেদন পত্রের সঙ্গে জমা দিতে হবে ৷ এবং যেই দিন ইন্টারভিউ হবে সেই দিন সমস্ত আসল নথিপত্র নিয়ে যেতে হবে ৷
আবেদনপত্র ডাউনলোড করুন :-
অফিসিয়াল ওয়েবসাইট :-
#West Bengal Rupashree Prakalpa Recruitment, #wb government job, #jhargram district job
সমস্ত আপডেট পেতে এখনই আমাদের টেলিগ্রাম চ্যানেল এ Join হন ।
“ONLINE TATHYA” বিশ্বস্ত চাকরির খবরের ওয়েব পোর্টাল। সর্বদা সঠিক তথ্য যাচাই করে আমাদের ওয়েবসাইটে প্রকাশ করা হয়। তাই প্রতিদিন নিত্যনতুন চাকরির খবরের আপডেট পেতে আমাদের ওয়েবসাইটে প্রতিদিন ভিজিট করুন ৷