রাজ্যের পৌরসভায় গ্রুপ-সি ও গ্রুপ-ডি পদে কর্মী নিয়োগের বিঞ্জপ্তি প্রকাশিত করা হয়েছে ৷ নিয়োগ করা হবে মাধ্যমিক পাশ, উচ্চমাধ্যমিক পাশ, গ্রাজুয়েশন পাশ শিক্ষাগত যোগ্যতাই ৷ নিয়োগ করা হবে মোহবনি ডেভেলপমেন্ট অথরিটিতে ৷ আবেদনকারীরা পশ্চিমবঙ্গের যেকনো জেলা থেকে পুরুষ ও মহিলা পার্থীরা আবেদন করতে পারবেন ৷ যে সকল পার্থীরা মিউনিসিপাল কর্পোরেশন- এ কাজ করতে আগ্রহী তাদের জন্য রইল সম্পূর্ন আবেদন পক্রিয়া ৷ West Bengal Municipal Service Commission Recruitment 2021
বিঞ্জপ্তি নম্বর :- 3/2021
বিঞ্জপ্তি প্রকাশের তারিখ :- 02/10/2021
আবেদনের শেষ তারিখ :- 08/11/2021
1) পদের নাম :- ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট ৷
মোট শূন্যপদ :- 1 টি ৷
শিক্ষাগত যোগ্যতা :- আবেদনকারীকে মাধ্যমিক পাশ হতে হবে ৷ কম্পিউটারে ইংরেজিতে প্রতি মিনিটে 20 টি শব্দ টাইপ করার গতি থাকতে হবে ৷
বয়সসীমা :- বয়স হতে হবে 18 থেকে 40 বছরের মধ্যে ৷ বয়স হিসাব করবেন 01/01/2021 তারিখের হিসেবে ৷ সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণির পার্থীরা বয়সে ছাড় পাবেন ৷
বেতন :- শুরুতে প্রতি মাসে 22,700 টাকা বেতন দেওয়া হবে ৷
2) পদের নাম :- লোয়ার ডিভিশন ক্লার্ক (LDC) ৷
মোট শূন্যপদ :- 2 টি ৷
শিক্ষাগত যোগ্যতা :- আবেদনকারীকে মাধ্যমিক পাশ হতে হবে ৷ সঙ্গে কম্পিউটার অ্যাপ্লিকেশনে সার্টিফিকেট কোর্স করে থাকতে হবে ৷
বয়সসীমা :- বয়স হতে হবে 18 থেকে 40 বছরের মধ্যে ৷ বয়স হিসাব করবেন 01/01/2021 তারিখের হিসেবে ৷ সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণির পার্থীরা বয়সে ছাড় পাবেন ৷
বেতন :- শুরুতে প্রতি মাসে 22,700 টাকা বেতন দেওয়া হবে ৷
3) পদের নাম :- ড্রাফটস ম্যান ।
মোট শূন্যপদ :- 1 টি ৷
শিক্ষাগত যোগ্যতা :- আবেদনকারীকে উচ্চমাধ্যমিক পাশ ৷ সঙ্গে ড্রাফটস ম্যান-এ ডিপ্লোমা কোর্স অথবা ড্রাফটস ম্যান বিষয়ে ডিপ্লোমা কোর্স পাশ করতে হবে ৷
বয়সসীমা :- বয়স হতে হবে 18 থেকে 39 বছরের মধ্যে ৷ বয়স হিসাব করবেন 01/01/2021 তারিখের হিসেবে ৷ সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণির পার্থীরা বয়সে ছাড় পাবেন ৷
বেতন :- শুরুতে প্রতি মাসে 28,900 টাকা বেতন দেওয়া হবে ৷
4) পদের নাম :- অ্যাসিস্ট্যান্ট টাউন প্ল্যানার ৷
শিক্ষাগত যোগ্যতা :- আবেদনকারীকে যেকনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে LLB কোর্স করে থাকতে হবে ৷ সঙ্গে সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত 1 বছরের অভিঞ্জতা থাকতে হবে ৷
বয়সসীমা :- বয়স হতে হবে 18 থেকে 37 বছরের মধ্যে ৷ বয়স হিসাব করবেন 01/01/2021 তারিখের হিসেবে ৷ সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণির পার্থীরা বয়সে ছাড় পাবেন ৷
বেতন :- শুরুতে প্রতি মাসে 16,500 টাকা বেতন দেওয়া হবে ৷
5) পদের নাম :- অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (সিভিল) ৷
মোট শূন্যপদ :- 1 টি ৷
শিক্ষাগত যোগ্যতা :- আবেদনকারীকে সিভিল ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক পাশ হতে হবে ৷ AICTE অনুমোদিত যেকনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে ৷
বয়সসীমা :- বয়স হতে হবে 18 থেকে 36 বছরের মধ্যে ৷ বয়স হিসাব করবেন 01/01/2021 তারিখের হিসেবে ৷ সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণির পার্থীরা বয়সে ছাড় পাবেন ৷
বেতন :- শুরুতে প্রতি মাসে 56,100/- টাকা বেতন দেওয়া হবে ৷
6) পদের নাম :- সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (সিভিল) ৷
মোট শূন্যপদ :- 1 টি ৷
শিক্ষাগত যোগ্যতা :- আবেদনকারীকে সিভিল ইঞ্জিনিয়ারিং বিষয়ে ডিপ্লোমা কোর্স পাশ হতে হবে ৷ AICTE অনুমোদিত যেকনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে ৷
বয়সসীমা :- বয়স হতে হবে 18 থেকে 36 বছরের মধ্যে ৷ বয়স হিসাব করবেন 01/01/2021 তারিখের হিসেবে ৷ সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণির পার্থীরা বয়সে ছাড় পাবেন ৷
বেতন :- শুরুতে প্রতি মাসে 35,800/- টাকা বেতন দেওয়া হবে ৷
7) পদের নাম :- সার্ভেয়ার ৷
মোট শূন্যপদ :- 1 টি ৷
শিক্ষাগত যোগ্যতা :- আবেদনকারীকে উচ্চমাধ্যমিক পাশ ৷ সঙ্গে সার্ভেয়শিপ-এ ডিপ্লোমা কোর্স অথবা সিভিল ইঞ্জিনিয়ারিং বিষয়ে ডিপ্লোমা কোর্স পাশ করতে হবে ৷
বয়সসীমা :- বয়স হতে হবে 18 থেকে 39 বছরের মধ্যে ৷ বয়স হিসাব করবেন 01/01/2021 তারিখের হিসেবে ৷ সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণির পার্থীরা বয়সে ছাড় পাবেন ৷
বেতন :- শুরুতে প্রতি মাসে 28,900 টাকা বেতন দেওয়া হবে ৷
আবেদন পদ্ধতি :- আগ্রহী পার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন ৷ পশ্চিমবঙ্গ মিউনিসিপাল সার্ভিস কমিশনের www.mscwb.org অফিসিয়াল ওয়েবসাইটে ৷
আবেদন ফি :- আবেদন ফি 220 টাকা ৷ SC, ST, PWD পার্থীদের ক্ষেত্রে 70 টাকা পেমেন্ট করতে হবে ৷
Official Notification |
|
Official Website |
|
Online Apply |
“ONLINE TATHYA“বিশ্বস্ত চাকরির খবরের ওয়েবপোর্টাল। সর্বদা সঠিক তথ্য যাচাই করে আমাদের ওয়েবসাইটে প্রকাশ করা হয়। তাই প্রতিদিন নিত্যনতুন চাকরির খবরের আপডেট পেতে আমাদের ওয়েবসাইটে প্রতিদিন ভিজিট করুন ৷