মাধ্যমিক পাশে Indian Oil corporation Limited এ টেকনিক্যাল ও নন টেকনিক্যাল পদে এপ্রেন্টিস নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সমস্ত ভারতীয় নাগরিক এই পদের জন্য আবেদন করতে পারবেন অর্থাৎ পশ্চিমবঙ্গের যে কোনো জেলার পুরুষ ও মহিলা প্রার্থীরা আবেদন যোগ্য। প্রশিক্ষণ চলাকালীন প্রার্থীরা প্রতি মাসে স্টাইপেন্ড পাবেন। বিস্তারিত সম্পূর্ণ তথ্য নিচে আলোচনা করা হলো..
বিজ্ঞপ্তি নম্বর :- IOCL/MKTG/ER/APPR/2021-22/1
অনলাইনে আবেদনপত্র জমা দেওয়া তারিখ শুরু :- 05/11/2021
অনলাইনে আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ :- 04/12/2021
পদের নাম :- টেকনিক্যাল এবং নন টেকনিক্যাল এপ্রেন্টিস।
মোট শূন্যপদ :- ৫২৭ টি। [পশ্চিমবঙ্গ- ২৩৬ টি, বিহার-৬৮ টি, উড়িষ্যা-৬৯ টি, ঝাড়খন্ড-৩৫ টি, আসাম- ১১৯ টি]
পশ্চিমবঙ্গে মোট শূন্যপদ :-
১) ট্রেড এপ্রেন্টিস :- ৯০ টি। (ফিটার, ইলেক্ট্রিশিয়ান, ইলেক্ট্রনিক মেকানিক, ইন্সট্রুনামেন্ট মেকানিক, মেশিনিস্ট ট্রেড)
২) টেকনিক্যাল এপ্রেন্টিস :- ১৩৮ টি। (মেকানিক্যাল, ইলেক্ট্রিক্যাল, ইন্সট্রুমেন্টিশন, সিভিল, ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স)
৩) ডাটা এন্ট্রি অপারেটর (ফ্রেশের এপ্রেন্টিস) :- ২ টি।
৪) রিটেল সেলস অ্যাসোসিয়েট (ফ্রেশের) :- ২ টি।
৫) ডাটা এন্ট্রি অপারেটর (স্কিল সার্টিফিকেট হোল্ডার):- ২ টি।
৬) রিটেল সেলস এসোসিয়েট (স্কিল সার্টিফিকেট হোল্ডার):- ২ টি।
শিক্ষাগত যোগ্যতা :- ট্রেড এপ্রেন্টিস এর ক্ষেত্রে পার্থীকে মাধ্যমিক পাস সঙ্গে সংশিলিস্ট শাখায় আই টি আই পাস। টেকনিকাল এপ্রেন্টিস এর ক্ষেত্রে সংশিলিস্ট শাখায় ৩ বছরের ডিপ্লোমা কোর্স করে থাকতে হবে। ডাটা এন্ট্রি অপারেটর এবং রিটেল সেলস এসোসিয়েট এর ক্ষেত্রে উচ্চমাধ্যমিক পাস হতে হবে।
বয়সসীমা :- আবেদনকারীর বয়স হতে হবে ১৮ থেকে ২৪ বছরের মধ্যে ৩১/১০/২০২১ তারিখ অনুযায়ী সংরক্ষিত প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ীই বয়স এ চার পাবেন।
স্টাইপেন্ড :- এপ্রেন্টিস প্রশিক্ষণের নিয়ম অনুযায়ী প্রতি মাসে নির্দিষ্ট হরে স্টাইপেন্ড পাবেন।
আবেদন পদ্ধতি :- আবেদনকারীকে প্রথমে www.iocl.com এই ওয়েবসাইটে গিয়ে অনলাইনে ফর্ম ফিলাপ করতে হবে। নির্দিষ্ট ইউজার আইডি এবং পাসওয়ার্ড তৈরি হয়ে যাওয়ার পর প্রয়োজনীয় ডকুমেন্টস আপলোড করে অনলাইনে আবেদন করতে হবে।
• নিয়োগ পদ্ধতি :- লিখিত পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হবে। লিখিত পরীক্ষা হবে মোট ১০০ নম্বর এর, MCQ টাইপ এর প্রশ্ন হবে। বিস্তারিত জানতে অফিশিয়াল নোটিফিকেশন টি পড়ুন।
Official Notification |
|
Official Website |
|
Online Apply |
“ONLINE TATHYA“বিশ্বস্ত চাকরির খবরের ওয়েবপোর্টাল।সর্বদা সঠিক তথ্য যাচাই করে আমাদের ওয়েবসাইটে প্রকাশ করা হয়।তাই প্রতিদিন নিত্যনতুন চাকরির খবরের আপডেট পেতে আমাদের ওয়েবসাইটে প্রতিদিন ভিজিট করুন৷
Dada etate age limit koto theke koto