Online Tathya: Best Digital Marketing Training Agency & Institute in Kolkata, West Bengal

মাধ্যমিক পাশে 4368 শূন্যপদে গ্রামীন ডাক সেবক (GDS) পদে নিয়োগ, অনলাইনের মাধ্যমে আবেদন করুন

ভারতীয় ডাক বিভাগের তরফ থেকে নতুন একটি বিঞ্জপ্তি প্রকাশিত করা হয়েছে ৷ যেখানে পশ্চিমবঙ্গে 2357 শূন্যপদে গ্রামীন ডাক সেবক (GDS) পদে  নিয়োগ করা হবে ৷ আবেদনকারীকে সরকারি অনুমোদিত প্রশিক্ষণ কেন্দ্র থেকে 60 দিন সময়কালের কম্পিউটার কোর্স করে থাকতে হবে ৷ আবেদনকারী কে অবশ্যই সাইকেল চালাতে জানতে হবে ৷ আবদেন করতে পারবেন ভারতীয় ডাক বিভাগের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে www.appost.gov.in অনলাইনের মাধ্যমে ৷ ইতিমধ্যে ভারতীয় ডাক বিভাগের অনলাইন পোর্টালে আবেদন পক্রিয়া শুরু হয়ে গিয়েছে ৷ যে সকল পার্থীরা পোস্ট অফিসে কাজ করতে আগ্রহী তাদের জন্য রইল সম্পূর্ন আবেদন পক্রিয়া ৷ Indian Post GDS Recruitment 2021

পদের নাম :- গ্রামীণ ডাক সেবক (GDS), অ্যাসিস্ট্যান্ট পোস্টমাস্টার (ABPM), ব্রাঞ্চ পোস্টমাস্টার (BPM)

পশ্চিমবঙ্গে মোট শূন্যপদ :- 2357 টি ৷

বিঞ্জপ্তি প্রকাশের তারিখ :- 20/07/2021

আবেদনের শেষ তারিখ :- 19/08/2021


শিক্ষাগত যোগ্যতা :- আবেদনকারীকে মাধ্যমিক পাশ হতে হবে যে কোনো অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠান থেকে ৷ 


আবশ্যিক যোগ্যতা :- আবেদনকারীকে অবশ্যই রাজ্যে সরকার বা কেন্দ্র সরকার অনুমোদিত যেকোনো প্রশিক্ষণ কেন্দ্র থেকে কমপক্ষে 60 দিন সময়কালের কম্পিউটার কোর্স করে থাকতে হবে ৷ এছাড়া বিঞ্জপ্তিতে বলা হয়ছে আবেদনকারী কে অবশ্যই সাইকেল চালানো জানতে হবে ৷ 


বয়সসীমা :- বয়স হতে হবে 18 থেকে 40 বছরের মধ্যে ৷ বয়স হিসাব করবেন 20 জুলাই, 2021 তারিখের হিসেবে ৷ সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর পার্থীরা বয়সে ছাড় পাবেন ৷


বেতন :- গ্রামীণ ডাক সেবক পদে কাজের সময় অনুযায়ী বেতন নির্ধারিত হয় ৷ তবে

BPM পদের ক্ষেত্রে 12,000 থেকে 14,500 টাকা পর্যন্ত বেতন দেওয়া হয়, এবং ABPM এবং DAK SEVAK পদের জন্য 10,000 থেকে 12,000 টাকা পর্যন্ত বেতন দেওয়া হয় ৷ 


আবেদন পদ্ধতি :- সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে ৷ www.appost.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে ৷ প্রথমে ওয়েবসাইটে গিয়ে ফোন নাম্বার ই-মেইল দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে ৷ রেজিস্ট্রেশন পক্রিয়া শেষ হলে আবেদনকারীর ই-মেইল ও মোবাইল নাম্বরে রেজিস্ট্রেশন নম্বর এবং পাসওয়ার্ড যাবে ৷ তার পর রেজিস্ট্রেশন নম্বর ও পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে এবং আবেদন পক্রিয়া 19 আগষ্ট 2021 এর মধ্যে সম্পূর্ন করতে হবে ৷


আবেদন ফি :- প্রতি পাঁচটি পোষ্টের আবেদন করার জন্য 100 টাকা ফি জমা দিতে হবে ৷ একজন পার্থী সর্বোচ্চ 20 টি পোস্টঅফিসের জন্য আবেদন করতে পারবেন ৷ সে ক্ষেত্রে 5 টি করে পোস্টঅফিসের জন্য 100 টাকা ফি পেমেন্ট করতে পারবে ৷ SC / ST / মহিলা / প্রতিবন্ধী পার্থীদের কোনো আবেদন ফি লাগবেনা ৷ আবেদন ফি সরাসরি অনলাইনের মাধ্যমে জমা দিতে পারবেন ৷


West Bengal Circle Contact Helpline :- 033-22120578  

West Bengal Circle Email :- [email protected]


Join Telegram

Join Facebook

 Notification

Click  Here

Official website

Click  Here

Online  Apply

Click  Here

ONLINE TATHYAবিশ্বস্তচাকরির খবরের ওয়েব পোর্টাল। সর্বদা সঠিক তথ্য যাচাই করে আমাদের ওয়েবসাইটে প্রকাশ করা হয়। তাই প্রতিদিন নিত্যনতুন চাকরির খবরের আপডেট পেতে আমাদের ওয়েবসাইটে প্রতিদিন ভিজিট করুন

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top