মাধ্যমিক পাশে 25,271 শূন্যপদে কনস্টেবল নিয়োগ | SSC GD Constable Recruitment 2021

ভারত সরকার অনুমোদিত স্টাফ সিলেকশন কমিশন (SSC) বিভিন্ন বিভাগে কনস্টেবল পদে নিয়োগ এর  জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আবেদন কারীকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে। পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকে অনলাইনে আবেদন করতে পারবেন। পুরুষ ও মহিলা উভয়েই আবেদন করতে পারবেন। 

পদের নাম :- Constable (GD)

মোট শূন্যপদ :- 25,271 টি। 

BSF- পুরুষ ৬৪১৩ টি এবং মহিলা ১১৩২ টি। 

CISF- পুরুষ ৭৬১০টি এবং মহিলা ৮৫৪ টি। 

SSB- পুরুষ ৩৮০৬ টি। 

ITBP- পুরুষ ১২১৬ টি এবং মহিলা ২১৫ টি। 

AR- পুরুষ ৩১৮৫ টি এবং মহিলা ৬০০ টি। 

SSF- পুরুষ ১৯৪ টি এবং মহিলা ৪৬ টি। 

অনলাইনে আবেদনপত্র জমা দেওয়া শুরু :- 17.07.2021

অনলাইনে আবেদনপত্র জমা দেওয়া শেষ :- 31.08.2021


শিক্ষাগত যোগ্যতা :- আবেদনকারীকে অবশ্যই মাধ্যমিক পাস করতে হবে। স্বীকৃত বোর্ড অথবা বিশ্ববিদ্যালয় থেকে


বয়সসীমা :- আবেদনকারীকে অবশ্যই 01.08.2021 তারিখের নিরিখে 18 থেকে 23 বছরের মধ্যে হতে হবে। সরকারী নিয়ম অনুযায়ী SC ST প্রার্থীরা বয়স সীমার ক্ষেত্রে 5 বছর এবং OBC প্রার্থীরা বয়সসীমার ক্ষেত্রে 3 বছরের অতিরিক্ত ছাড় পাবেন।


আবেদন পদ্ধতি :- আবেদনকারীকে https://ssc.nic.in এই ওয়েবসাইটে গিয়ে অনলাইনে ফরম ফিলাপ করে জমা করতে হবে। অনলাইন আবেদন পত্রে কালার পাসপোর্ট সাইজ ফটো 20 থেকে 50 কেবির মধ্যে আপলোড করতে হবে। ছবিটি তিন মাসের বেশি পুরানো হলে এপ্লিকেশন ফরম বাতিল হয়ে যাবে এবং ছবিটি যখন তোলা হবে সেই তারিখ ছবিতে লেখা থাকতে হবে।


বেতন :-  21700-69100 টাকা প্রতি মাসে।

আবেদন ফী :- 100/- (Rs one hundred only) SC,ST,ESM এবং মহিলা প্রার্থীদের আবেদন ফী লাগবে না। 


নিয়োগ পদ্ধতি :- Computer Based Examination (CBE), Physical Efficiency Test (PET), Physical Standard Test (PST), Medical Examination (DME/ RME) এবং Document Verification এই ক’টি পদ্ধতির মাধ্যমে প্রার্থী নিয়োগ প্রক্রিয়া কার্যকরী হবে।বিশদে জানতে অবশ্যই অফিশিয়াল বিজ্ঞপ্তি  ডাউনলোড করুন।

Join Telegram

Join Facebook

Official Notification

Click Here

Official  Website

Click Here

Online  Apply

Click Here

“ONLINETATHYA”বিশ্বস্ত চাকরির খবরের ওয়েবপোর্টাল।সর্বদা সঠিক তথ্য যাচাই করে আমাদের ওয়েবসাইটে প্রকাশ করা হয়।তাই প্রতিদিন নিত্যনতুন চাকরির খবরের আপডেট পেতে আমাদের ওয়েবসাইটে প্রতিদিন ভিজিট করুন৷

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top