Online Tathya: Best Digital Marketing Training Agency & Institute in Kolkata, West Bengal

মাধ্যমিক পাশে 1500 শূন্যপদে লোয়ার ডিভিশন ক্লার্ক নিয়োগ

 মাধ্যমিক পাশে 1500 শূন্যপদে লোয়ার ডিভিশন ক্লার্ক নিয়োগ


মাধ্যমিক পাশ করে থাকলেই চাকরি প্রর্থীদের জন্য বিরাট সুখবর৷ ত্রিপুরা রাজ্য সরকার মাধ্যমিক পাশ ছাত্র ছাত্রী দের জন্য মোট 1,500 শূন্যপদে লোয়ার ডিভিশন ক্লার্ক (LDC) স্থায়ী পদে কর্মী নিয়োগের বিঞ্জপ্তি প্রকাশ করেছে৷ নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করবে Tripura Joint Recruitment Board (JRBT). এই পদের জন্য ভারতীয় নাগরিক হলে আবেদন করতে পারবেন৷ Tripura Lower Division Clerk (LDC) Recruitment 2021.


বিঞ্জপ্তি নম্বর :- 01/2020

আবেদন শুরু হবে :- 19/12/2020

আবেদনের শেষ তারিখ :- 30/01/2021

মোট শূন্যপদ :- 1,500



পদের নাম :- লোয়ার ডিভিশন ক্লার্ক (LDC)


শিক্ষাগত যোগ্যতা :- মাধ্যমিক পাশ৷


বয়সসীমা :- বয়স হতে হবে 18 থেকে 41 বছরের মধ্যে৷ সংরক্ষিত শ্রেণির পার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন৷ (31/12/2020 তারিখ অনুযায়ী বয়স হিসাব করতে হবে)


নিয়োগ পদ্ধতি :- লিখিত পরীক্ষার মাধ্যমে পার্থী বাছাই করা হবে৷ মোট দুটি পেপার থাকবে থাকবে এই পরীক্ষায়৷ প্রথম পেপার থাকবে ইংরেজি বিষয়ে 40 নম্বর ও ইংরেজি গ্রামার 30 নম্বর, সময় 2 ঘন্টা৷ এবং দ্বিতীয় পেপারে থাকবে জেনারেল নলেজ ও কারেন্ট অ্যাফেয়ার্স মোট 100 নম্বর, সময় 2 ঘন্টা৷ সব শেষে ইন্টারভিউ থাকবে 30 নম্বর৷


আবেদন পদ্ধতি :- আবেদন করতে হবে সরাসরি অনলাইনে www.employment.tripura.gov.in ওয়েবসাইটে গিয়ে৷ আবেদন করার জন্য অবশ্যই একটি বৈধ্য ই-মেইল আইডি ও একটি মোবাইল নাম্বার থাকতে হবে৷ এছাড়া পাসপোর্ট সাইজের ফোটো,সিগনেচার এবং অনান্য ডকুমেন্টস সাবমিট করে রেজিস্ট্রেশন করতে হবে৷ আবেদন করা যাবে অনলাইনে 19 ডিসেম্বর 2020 থেকে 30 জানুয়ারি 2021 পর্যন্ত৷


আবেদন ফী :- আবেদন করতে ফী লাগবে 300 টাকা, তপশিলীদের জন্য – 200 টাকা এবং প্রতিবন্ধীদের কোনো ফী লাগবে না৷


বেতন :- পে লেভেল 7 অনুযায়ী বেতন দেওয়া হবে ৷


আবেদনের শেষ তারিখ :- 30 জানুয়ারি 2021 পর্যন্ত৷


অফিসিয়াল ওয়েবসাইট :- www.employment.tripura.gov.in


আবেদনপত্র ডাউনলোড করুন :-

আবেদন করুন :- 

সমস্ত আপডেট পেতে এখনই  আমাদের টেলিগ্রাম চ্যানেল  Join হন  


“ONLINE TATHYA” বিশ্বস্ত চাকরির খবরের ওয়েব পোর্টাল। সর্বদা সঠিক তথ্য যাচাই করে আমাদের ওয়েবসাইটে প্রকাশ করা হয়। তাই প্রতিদিন নিত্যনতুন চাকরির খবরের আপডেট পেতে আমাদের ওয়েবসাইটে প্রতিদিন ভিজিট করুন ৷

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top