মাধ্যমিক পাশে 1500 শূন্যপদে লোয়ার ডিভিশন ক্লার্ক নিয়োগ
মাধ্যমিক পাশ করে থাকলেই চাকরি প্রর্থীদের জন্য বিরাট সুখবর৷ ত্রিপুরা রাজ্য সরকার মাধ্যমিক পাশ ছাত্র ছাত্রী দের জন্য মোট 1,500 শূন্যপদে লোয়ার ডিভিশন ক্লার্ক (LDC) স্থায়ী পদে কর্মী নিয়োগের বিঞ্জপ্তি প্রকাশ করেছে৷ নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করবে Tripura Joint Recruitment Board (JRBT). এই পদের জন্য ভারতীয় নাগরিক হলে আবেদন করতে পারবেন৷ Tripura Lower Division Clerk (LDC) Recruitment 2021.
বিঞ্জপ্তি নম্বর :- 01/2020
আবেদন শুরু হবে :- 19/12/2020
আবেদনের শেষ তারিখ :- 30/01/2021
মোট শূন্যপদ :- 1,500
পদের নাম :- লোয়ার ডিভিশন ক্লার্ক (LDC)
শিক্ষাগত যোগ্যতা :- মাধ্যমিক পাশ৷
বয়সসীমা :- বয়স হতে হবে 18 থেকে 41 বছরের মধ্যে৷ সংরক্ষিত শ্রেণির পার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন৷ (31/12/2020 তারিখ অনুযায়ী বয়স হিসাব করতে হবে)
নিয়োগ পদ্ধতি :- লিখিত পরীক্ষার মাধ্যমে পার্থী বাছাই করা হবে৷ মোট দুটি পেপার থাকবে থাকবে এই পরীক্ষায়৷ প্রথম পেপার থাকবে ইংরেজি বিষয়ে 40 নম্বর ও ইংরেজি গ্রামার 30 নম্বর, সময় 2 ঘন্টা৷ এবং দ্বিতীয় পেপারে থাকবে জেনারেল নলেজ ও কারেন্ট অ্যাফেয়ার্স মোট 100 নম্বর, সময় 2 ঘন্টা৷ সব শেষে ইন্টারভিউ থাকবে 30 নম্বর৷
আবেদন পদ্ধতি :- আবেদন করতে হবে সরাসরি অনলাইনে www.employment.tripura.gov.in ওয়েবসাইটে গিয়ে৷ আবেদন করার জন্য অবশ্যই একটি বৈধ্য ই-মেইল আইডি ও একটি মোবাইল নাম্বার থাকতে হবে৷ এছাড়া পাসপোর্ট সাইজের ফোটো,সিগনেচার এবং অনান্য ডকুমেন্টস সাবমিট করে রেজিস্ট্রেশন করতে হবে৷ আবেদন করা যাবে অনলাইনে 19 ডিসেম্বর 2020 থেকে 30 জানুয়ারি 2021 পর্যন্ত৷
আবেদন ফী :- আবেদন করতে ফী লাগবে 300 টাকা, তপশিলীদের জন্য – 200 টাকা এবং প্রতিবন্ধীদের কোনো ফী লাগবে না৷
বেতন :- পে লেভেল 7 অনুযায়ী বেতন দেওয়া হবে ৷
আবেদনের শেষ তারিখ :- 30 জানুয়ারি 2021 পর্যন্ত৷
অফিসিয়াল ওয়েবসাইট :- www.employment.tripura.gov.in
আবেদনপত্র ডাউনলোড করুন :-
আবেদন করুন :-
সমস্ত আপডেট পেতে এখনই আমাদের টেলিগ্রাম চ্যানেল এ Join হন ।
“ONLINE TATHYA” বিশ্বস্ত চাকরির খবরের ওয়েব পোর্টাল। সর্বদা সঠিক তথ্য যাচাই করে আমাদের ওয়েবসাইটে প্রকাশ করা হয়। তাই প্রতিদিন নিত্যনতুন চাকরির খবরের আপডেট পেতে আমাদের ওয়েবসাইটে প্রতিদিন ভিজিট করুন ৷