WB Govt Group-C Job: মাধ্যমিক পাশে হাসিমারা এয়ারর্ফোস চ্যানেলে গ্রুপ- সি পদে কর্মী নিয়োগ করা হচ্ছে ৷ নিয়োগের বিঞ্জপ্তি প্রকাশ করা হয়েছে ভারত সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে ৷পশ্চিমবঙ্গের যে কনো জেলা থেকে পার্থীরা আবেদন করতে পারবেন ৷
বিঞ্জপ্তি নম্বর :- 01/2021
আবেদনের শেষ তারিখ :- 20/11/2021
মোট শূন্যপদ :- 3
1.পদের নাম :- সাফাইওয়ালা ৷
মোট শূন্যপদ :- 1 টি ৷
শিক্ষাগত যোগ্যতা :- পার্থীকে মাধ্যমিক পাশ হতে হবে ৷ উচ্চতর শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন পার্থীরাও আবেদন যোগ্য ৷
বেতন :- প্রতি মাসে 18,000/- টাকা বেতন দেওয়া হবে ৷
2.পদের নাম :- মেসেঞ্জার ৷
মোট শূন্যপদ :- 3 টি ৷
শিক্ষাগত যোগ্যতা :- পার্থীকে মাধ্যমিক পাশ হতে হবে ৷ উচ্চতর শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন পার্থীরাও আবেদন যোগ্য ৷
বেতন :- প্রতি মাসে 18,000/- টাকা বেতন দেওয়া হবে ৷
3.পদের নাম :- স্টেনোগ্রাফার গ্রেড 2 ৷
শিক্ষাগত যোগ্যতা :- পার্থীকে উচ্চমাধ্যমিক পাশ হতে হবে ৷ উচ্চতর শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন পার্থীরাও আবেদন যোগ্য ৷ সঙ্গে স্টেনোগ্রাফি স্পিড প্রতি মিনিটে 80 টি শব্দ হতে হবে ৷
বেতন :- প্রতি মাসে 25,000/- টাকা বেতন দেওয়া হবে ৷
4.পদের নাম :- লোয়ার ডিভিশন ক্লার্ক ৷
মোট শূন্যপদ :- 1 টি ৷
শিক্ষাগত যোগ্যতা :- পার্থীকে উচ্চমাধ্যমিক পাশ হতে হবে ৷ উচ্চতর শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন পার্থীরাও আবেদন যোগ্য ৷ সঙ্গে কম্পিউটারে ইংরেজীতে প্রতি মিনিটে 35 টি শব্দ টাইপিং করার গতি থাকতে হবে ৷
বেতন :- প্রতি মাসে 18,000/- টাকা বেতন দেওয়া হবে ৷
বয়সসীমা :- পার্থীর বয়স হতে হবে 18 থেকে 25 বছরের মধ্যে ৷ সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণির পার্থীরা বয়সে ছাড় পাবেন ৷
আবেদন পদ্ধতি :- আবেদন করতে হবে অফলাইনের মাধ্যমে ৷ নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করে আবেদন পত্র ডাউনলোড করতে পারবেন ৷ সঠিক ভাবে আবেদন পত্র পূরোন করে সাথে সমস্ত নথিপত্রের জেরক্সকপি সেল্ফ অ্যাটেস্টেড করে একটি মুখ বন্ধ খামে স্পিড পোষ্টৈর মাধ্যমে নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দিতে হবে নিদিষ্ট সময়ের মধ্যে ৷
আবেদন পত্র পাঠানোর ঠিকানা :- Colonel (General Staf), Headquarters 111 Sub Area, Bengdubi Military Station, Post Office-Bengdubi, Dist- Darjeeling, Pin- 734424.
Official Notification |
|
Official Website |
|
Daily Job News |
“ONLINETATHYA”বিশ্বস্ত চাকরির খবরের ওয়েবপোর্টাল। সর্বদা সঠিক তথ্য যাচাই করে আমাদের ওয়েবসাইটে প্রকাশ করা হয়। তাই প্রতিদিন নিত্যনতুন চাকরির খবরের আপডেট পেতে আমাদের ওয়েবসাইটে প্রতিদিন ভিজিট করুন ৷
Hi sir