ভারতীয় রেলে মাধ্যমিক পাশে একাধিক ট্রেড অ্যাপ্রেন্টিস নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ভারতীয় নাগরিক হলেই আবেদন যোগ্য অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকনো জেলার বাসিন্দা এই পদের জন্য আবেদন করতে পারবেন ৷ পার্থীরা অনলাইনের মাধ্যমেই আবেদন করতে পারবেন ৷ কবে থেকে কবের মধ্যে আবেদন করা যাবে, তা জানিয়ে দেওয়া হয়েছে। এ ব্যাপারে বিস্তারিত নীচে দেওয় হল। West Central Railway Apprentice Posts 2021
পদের নাম :- ট্রেড অ্যাপ্রেন্টিস
শূন্যপদ :- 716 টি।
চাকরির স্থান :- পশ্চিম-মধ্য রেল
আবেদন শুরুর তারিখ :- 26/03/2021
আবেদনের শেষ তারিখ :- 30/04/2021
শিক্ষাগত যোগ্যতা :-
১) আবেদনকারীকে মাধ্যমিক পাস হতে হবে।
২) আইটিআই (উপযুক্ত ট্রেড) পাস করা প্রার্থীরা আবেদন করতে পারবেন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে।
বয়সসীমা :-
১) জেনারেল/ইডব্লুএস – 15 থেকে 24 বছর।
২) ওবিসি – 15 থেকে 27বছর।
৩) এসসি/এসটি – 15 থেকে 29 বছর।
৪) অবসরপ্রাপ্ত কর্মীদের ক্ষেত্রে এবং শারীরিক প্রতিবন্ধী পার্থীদের সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় দেওয়া হবে।
নির্বাচন পদ্ধতি :- প্রার্থী নির্বাচন করা হবে মেধা তালিকা অনুযায়ী।
আবেদনের ফি :-
১) জেনারেল – ১৭০ টাকা (পরীক্ষা ফি + পোর্টাল ফি + জিএসটি)।
২) এসসি/এসটি/শারীরিক প্রতিবন্ধী/মহিলা – ৭০ টাকা (পোর্টাল ফি + জিএসটি)।
৩) অনলাইনে ডেবিট কার্ড/ক্রেডিট কার্ড/নেট ব্যাঙ্কিং এর মাধ্যমে ফি জমা দিতে হবে।
আবেদনের পদ্ধতি :- আবেদনকারীকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। বিস্তারিত জানতে অফিসিয়াল বিঞ্জপ্তি ডাউনলোড করুন ৷
“ONLINE TATHYA” বিশ্বস্ত চাকরির খবরের ওয়েব পোর্টাল। সর্বদা সঠিক তথ্য যাচাই করে আমাদের ওয়েবসাইটে প্রকাশ করা হয়। তাই প্রতিদিন নিত্যনতুন চাকরির খবরের আপডেট পেতে আমাদের ওয়েবসাইটে প্রতিদিন ভিজিট করুন ৷
Official Notification |
|
Official Website |
|
Online Apply |
Help me please emargence please
hip
Yes