মাধ্যমিক পাশে ভারতীয় রেলে শতাধিক ট্রেড অ্যাপ্রেন্টিস নিয়োগের বিজ্ঞপ্তি

ভারতীয় রেলে মাধ্যমিক পাশে একাধিক ট্রেড অ্যাপ্রেন্টিস নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ভারতীয় নাগরিক হলেই আবেদন যোগ্য অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকনো জেলার বাসিন্দা এই পদের জন্য আবেদন করতে পারবেন ৷ পার্থীরা অনলাইনের মাধ্যমেই আবেদন করতে পারবেন ৷ কবে থেকে কবের মধ্যে আবেদন করা যাবে, তা জানিয়ে দেওয়া হয়েছে। এ ব্যাপারে বিস্তারিত নীচে দেওয় হল। West Central Railway Apprentice Posts 2021


পদের নাম :- ট্রেড অ্যাপ্রেন্টিস

শূন্যপদ :- 716 টি। 

চাকরির স্থান :- পশ্চিম-মধ্য রেল

আবেদন শুরুর তারিখ :- 26/03/2021

আবেদনের শেষ তারিখ :- 30/04/2021

শিক্ষাগত যোগ্যতা :-

১) আবেদনকারীকে মাধ্যমিক পাস হতে হবে।

২) আইটিআই (উপযুক্ত ট্রেড) পাস করা প্রার্থীরা আবেদন করতে পারবেন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে।


বয়সসীমা :-

১) জেনারেল/ইডব্লুএস – 15 থেকে 24 বছর।

২) ওবিসি – 15 থেকে 27বছর।

৩) এসসি/এসটি – 15 থেকে 29 বছর।

৪)  অবসরপ্রাপ্ত কর্মীদের ক্ষেত্রে এবং শারীরিক প্রতিবন্ধী পার্থীদের সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় দেওয়া হবে।


নির্বাচন পদ্ধতি :- প্রার্থী নির্বাচন করা হবে মেধা তালিকা অনুযায়ী।


আবেদনের ফি :-

১) জেনারেল – ১৭০ টাকা (পরীক্ষা ফি + পোর্টাল ফি + জিএসটি)।

২) এসসি/এসটি/শারীরিক প্রতিবন্ধী/মহিলা – ৭০ টাকা (পোর্টাল ফি + জিএসটি)।

৩) অনলাইনে ডেবিট কার্ড/ক্রেডিট কার্ড/নেট ব্যাঙ্কিং এর  মাধ্যমে ফি জমা দিতে হবে।


আবেদনের পদ্ধতি :- আবেদনকারীকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। বিস্তারিত জানতে অফিসিয়াল বিঞ্জপ্তি ডাউনলোড করুন ৷


“ONLINE TATHYA” বিশ্বস্ত চাকরির খবরের ওয়েব পোর্টাল। সর্বদা সঠিক তথ্য যাচাই করে আমাদের ওয়েবসাইটে প্রকাশ করা হয়। তাই প্রতিদিন নিত্যনতুন চাকরির খবরের আপডেট পেতে আমাদের ওয়েবসাইটে প্রতিদিন ভিজিট করুন ৷


Join Telegram

Join Facebook

Official  Notification

Click Here

Official  Website

Click Here

Online  Apply

Click Here


3 thoughts on “মাধ্যমিক পাশে ভারতীয় রেলে শতাধিক ট্রেড অ্যাপ্রেন্টিস নিয়োগের বিজ্ঞপ্তি”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top